আসসালামুয়ালাইকুম প্রিয় মেম্বার গণ।
কেমন আছেন সবাই।
আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই।
আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে আপনাদের আমি দেখাবো আপনি
গ্রামীণফোন এর মেম্বারশিপ থাকলে কিভাবে ফ্রি তে
৫০০ টাকা পাবেন।
আমরা অনেক এ my gp অ্যাপ ব্যবহার করে থাকি।
অনেকসময় দেখা যায় যে
আমাদের অনেক এর my gp তে
এমন একটা চিহ্ন আছে, মূলত এটি হলো
মেম্বারশিপ ব্যাচ।
অনেক এর বিভিন্ন রকম ব্যাচ থাকে।
কারো সিলভার, প্লাটিনাম, আবার কারো গোল্ড থাকে।
যাদের এমন লোগো শো করে শুধু তারাই এই অফার
নিতে পারবেন।
তবে আমি সবাইকে বলবো
এই অফার টি না নিতে,
কারণ কোনো ফ্রি জিনিস
কখনও ভালো হয় না।
আর যদি আপনি প্রিপেইড থেকে পোস্টপেইড
করেন তাহলে ৩০ দিনের আগে
প্রিপেইড এ ফেরত আসতে পারবেন না।
যদি আপনি নিতে চান তাহলে
প্রথমে my gp te ঢুকবেন।
দেখেন আমার ব্যালেন্স কম আছে।
আর আমার গোল্ড মেম্বারশিপ ব্যাচ আছে।
তাই অফার টি নিতে হলে নিচে ক্লিক করতে
হবে।
“অ্যাকাউন্ট ” অপশন
এ ক্লিক করবেন।
এরপর আপনি
Your package
এ ক্লিক করবেন।
তারপরে আপনি
Prepaid এবং postpaid
লেখা দেখতে পাবেন।
Postpaid এ ক্লিক করবেন। তারপর ডিটেলস এ ক্লিক করবেন
তারপরে আপনি continue এ ক্লিক করেন
নিচের ss এর মত যা যা লেখা আছে ওইগুলো
করে নেন
District অবশ্যই রাজশাহী দিবেন।
Email এ আপনার email ২ bar লিখবেন।
সব কমপ্লিট হলে submit
করবেন।
এরপর আপনি এমন একটা এসএমএস পাবেন।
কিছুক্ষণ অপেক্ষা করবেন ৫/৭ মিনিটের মধ্যেই আপনি
৫০০ টাকা পেয়ে যাবেন।
এই যে প্রুভ ?
এইভাবে ফ্রি তে টাকা নিতে পারবেন।
(বি. দ্র. এই ক্রেডিট লিমিট পরে রিচার্জ এর
সময় কেটে নিবে।
তাই যাদের টাকা এর দরকার তারা প্রিপেইড প্যাকেজ থেকে
পোস্টপেইড করতে
পারেন।
একমাস পরে প্রিপেইড করা যাবে)
তো বন্ধুরা এই ছিল বিস্তারিত।
ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য।
ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ?