Site icon Trickbd.com

গ্রামীণফোন সীমে দুই ঘণ্টার জন্য আনলিমিটেড ইন্টারেনট (8 Gb Limited)

Unnamed

জিপি সীমে দুই ঘণ্টার জন্য আনলিমিটেড ইন্টারনেট মাত্র ২৩ টাকায়।

যারা জিপি সীম ব্যবহার করুন, তাদের জন্য দারুণ খবর।মাত্র ২৩ টাকায় পাচ্ছেন নিরবিচ্ছিন ইন্টারনেট বা ডাটা প্যাক।যেটা দিয়ে আপনি ইউটুউব, ফেসবুক সব কিছু ব্যবহার করতে পারেন।
ছোট করে মূল পর্বে চলে যাচ্ছি।এর জন্যে আপনাকে জিপি সীমে ২৩ টাকা রিচার্জ করতে হবে।অথবা ২৩ টাকা ব্যালেন্স থাকতে হবে।তবেই পাবেন, যদিও দুই ঘণ্টায় এতো এম্বি ইউজ করা সম্ভব নয়।তাও তো আনলিমিটেড।যা পারেন ডাউনলোড করতে থাকবেন।আপনার সীমে যদি ২৩ টাকা ব্যালেন্স থাকে, তাহলে *১২১*৩৩০৯# ডায়াল করুন।দেখুন নিচের স্ক্রিনশটের মতো।


তবে এটা যাদের এস.এম.এস এসেছে তারা পেতে পারেন।আবার সবাই পেতে পারেন।আমার দুইটা সীমে পেয়েছি।তার প্রুফ দিচ্ছি।তবে মাইজিপিতে আপনার এম্বি দেখাবে না।নিচের মতো শূন্য দেখাবে।

এছাড়া ৩৪ টাকায় ৩ ঘণ্টা পর্যন্ত। তবে এই দুটি অফারে সর্বোচ্চ ৮ জিবি ব্যবহার করতে পারবেন।
এটা দিয়ে আপনি ডাউনলোডসহ সকল প্রকার ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।