slot server luar

rp888

আসসালামু আলাইকুম, হয়তো বাংলাদেশের এমন বন্যা পরিস্থিতিতে সকলেই খুবই চিন্তায় আছেন এবং সাহায্যের হাত বাড়াতে চাচ্ছেন কিন্তু পারছেন না বা বিশ্বস্ত তাদের জন্য আমার এই ক্ষুদ্র পোষ্ট।

◑ প্রথমেই আপনি আপনার বিকাশে প্রবেশ করুন এবং See more অপশনে ক্লিক করুন।

◑ এরপর ডোনেশন অপশনে ক্লিক করুন।

◑ এরপর নিচেই আস-সুন্নাহ ফাউন্ডেশন (As-Sunnah Foundation) পাবেন সেখানে ক্লিক করুন.
◑ এরপর নিজের পরিচয় শেয়ার না করতে চাইলে ১ম অপশনে টিক দিন।

যদি পরিচয় দিতে চান তবে আপনার নাম ইমেইল প্রদান করুন

৩নং অপশনে আপনার প্রদানকৃত অর্থের পরিমাণ প্রদান করুন (১০ টাকা থেকে শুরু)
◑ এরপর আমি রোবট নই ক্লিক করুন। I am not a robot
পরবর্তী ক্লিক করুন।
◑ অনুদান অপশনের ক্লিক করুন।
◑ আপনার পিন প্রদান করুন।

◑ পরবর্তীতে আপনি আপনার টাকা কনফার্ম হবার মেসেজ পাবেন।

আশাকরি আপনারা একটি বিশ্বস্ত ফাউন্ডেশন পাবেন যার মাধ্যমে টাকা দিয়ে সাহায্য করতে পারবেন বন্যা কবলিত এলাকার জন্য।

এছাড়াও তাদেরকে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর লিংক ☞
বন্যা কবলিত এলাকার জন্য টাকা পাঠান এখানে ক্লিক করে
কিভাবে পাঠাবেন বিস্তারিত ওনাদের সাইটের পাবেন।।

সকলকে ধন্যবাদ, সকলেই নিজ নিজ জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং দোয়া করুন।

2 thoughts on "কিভাবে সহজেই বিকাশের মাধ্যমে বন্যা কবলিত এলাকার জন্য সহজে বিশ্বস্ত ফাউন্ডেশনের মাধ্যমে টাকা পাঠাবেন"

  1. M.Rubel Author says:
    ধন্যবাদ ভাই

Leave a Reply