Site icon Trickbd.com

NID একাউন্ট লক হয়ে গেলে কিভাবে সমাধান করবেন।

Unnamed

নতুন ভোটারদের কার্ড পেতে অনেক সময় লেগে যায়! তবে, বর্তমানে এনআইডি কার্ড আবেদনের পরবর্তী ৩-৪ সপ্তাহ পরে অনলাইন থেকে এনআইডি কপি ডাউনলোড করা যায়। এর জন্য আপনাকে বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইটে একাউন্ট রেজিস্টার করতে হবে।

সেখানে ফরম নাম্বার দিয়ে জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন। এবং, সেটি যেকোনো কাজে ব্যবহার করা যাবে। অনেক সময় দেখা যায় আমাদের এনআইডি একাউন্ট লক হয়ে গিয়েছে। এক্ষেত্রে, কিভাবে দ্রুত nid account unlock করবেন জানতে পারবেন এখানে।

এনআইডি একাউন্ট লক হয়ে কি কারণে।

এনআইডি অনলাইনে কপি ডাউনলোড করবেন, অনেক সময় এনআইডি ফরম নাম্বার ভুল দেখায়। এটির সমাধান করা খুবই সহজ, কিন্তু একাউন্ট লক হয়ে গেলে সেটি চিন্তার বিষয় হয়ে যায়। সাধারনত কয়েকটি কারণে nid account lock হয়ে যায়।

ভুল ঠিকানা সাবমিট: services.nidw.gov.bd ওয়েবসাইটে যখন আপনি ফরম নম্বর বা nid নম্বর দিয়ে রেজিস্টার করবেন, সেই সময় যদি ভুল ঠিকানা সাবমিট করেন তাহলে আপনার একাউন্ট লক হয়ে যাবে। অর্থাৎ, জাতীয় পরিচয়পত্র আবেদনের সময় যে , জেলা, উপজেলা, থানা, ইত্যাদি দিয়েছিলেন! এনআইডি একাউন্ট রেজিস্টার করার সময় অন্য ঠিকানা বা তথ্য দিলে আপনার একাউন্ট লক হবে।

ভুল পাসওয়ার্ড ইনপুট: পূর্বে যদি আপনি এনআইডি একাউন্ট রেজিস্টার করে থাকেন! এবং পাসওয়ার্ড সেট করে রাখেন, এবং হঠাৎ প্রয়োজনে লগইন করার সময় ভুল পাসওয়ার্ড ইনপুট করলে আপনার nid account locked হয়ে যাবে। যদি, আপনার পাসওয়ার্ড মনে না থাকে, তাহলে ফরগেট করবেন। ভুল পাসওয়ার্ড দিয়ে বার বার চেষ্টা করা যাবে না।

কিভাবে NID একাউন্ট unlock করবেন।

এনআইডি একাউন্ট লক হয়ে গেলে বিশেষ ৩টি উপায়ে nid account unlock করা যাবে। এছাড়াও, nid একাউন্ট লক থাকলেও এনআইডি সার্ভার কপি ডাউনলোড করা যাবে। তার জন্য জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ প্রয়োজন হবে। তো, কিভাবে আপনি আপনার লক হয়ে যাওয়া একাউন্ট আনলক করবেন।

১। নির্বাচন অফিসে যোগাযোগ: যদি, আপনার জরুরি প্রয়োজন হয়, এক্ষেত্রে আপনি আঞ্চলিক নির্বাচন অফিসে গিয়ে আপনার একাউন্ট লক হয়েছে কি কারণে সেটি বললে তারা একাউন্ট আনলক করে দিবে। তবে, এর জন্য আপনাকে এনআইডি কপি /সার্ভার কপি বা ফরম নম্বর সঙ্গে করে নিয়ে যেতে হবে।

২। এনআইডি হেল্প নম্বরে যোগাযোগ: এনআইডি একাউন্ট আনলক করার জন্য আপনি হেল্প লাইনের সাহায্য নিতে পারেন। ১০৫ নাম্বারে কল দিয়ে আপনার একাউন্ট কেনো লক হয়েছে বিস্তারিত বলতে হবে। এর পর আপনার থেকে কিছু তথ্য চাইবে, সব সঠিক ভাবে দিতে পারলে আপনার একাউন্ট আনলক করে দিবে।

৩। অটোমেটিক আপডেট: যদি, খুব জরুরি না হয়, তাহলে আপনি ৭ দিন অপেক্ষা করতে করেন। অর্থাৎ, আপনাকে এনআইডি একাউন্ট লক হওয়ার পরবর্তী ৭ দিন অপেক্ষা করতে হবে। এসময়ের মধ্যে কোনো ভাবে একাউন্ট রেজিস্টার বা লগইন চেষ্টা করা যাবে না। তাহলে দেখতে পারবেন অটোমেটিক এনআইডি একাউন্ট আনলক হয়ে গেছে।

উপরের ৩টি উপায়ে আপনার এনআইডি লক একাউন্ট আনলক করা যাবে। আর, যদি আপনার পাসওয়ার্ড মনে না থাকে, তাহলে ফরগেট করে নিবেন। ভুল পাসওয়ার্ড দিয়ে বার বার চেষ্টা করলে একাউন্ট লক হয়ে যাবে। মোট ৩বার চান্স থাকে লগইন বা রেজিস্টার কমপ্লিট করার।

আশাকরি বুঝতে পেরেছেন, যদি কোনো কিছু বুঝতে সমসসা হয়! অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।