এডসেন্সে কখনো কখনো রিভিনিউ শেয়ার কমও হতে পারে সেক্ষেত্রে আপনার জন্য ভাল হতে পারে বিকল্প অপশন গুলো। তো আজকের এই আর্টিকেলে আমরা Adsense এর পাঁচটি বিকল্প নিয়ে আলোচনা করব।
১. Media.net
Media.net কে অধিকাংশ মানুষ Google adsense এর সেরা বিকল্প হিসেবে বিবেচনা করে। এবং এর পেছনে যথেষ্ট কারণও আছে। এটিও একটি Contextual Advertising প্লাটফর্ম। এর মানে হল আপনার ওয়েবসাইটের কন্টেন্ট অনুযায়ী এটি এড শো করাবে।
আমরা জানি AdSense গুগলের প্রোডাক্ট এবং এটাও জেনে নিন Media.net, Bing এবং Yahoo দ্বারা পরিচালিত হয়। Bing এবং Yahoo নেটওয়ার্কে কোন কিছু সার্চ দিলে Media.net এড এর এক্সেস পাওয়া যায়।
আপনি এড কিভাবে শো করাবেন এর একাধিক অপশন রয়েছে এই এড সার্ভিসে। রয়েছে মোবাইল এবং ডেক্সটপ এর জন্য আলাদা ভাবে এড অপটিমাইজ করার সুযোগ।
Media.net এর এপ্রুভ পাওয়া কখনো কখনো এডসেন্স থেকেও কঠিন। এখানে এপ্রুভ পেতে আপনার ওয়েবসাইটের মাসিক নির্দিষ্ট একটি ট্রাফিক থাকতে হয়, সেটা ১০০০০ এর কাছাকাছি। একই সাথে হাই কোয়ালিটি কন্টেন্ট, ওয়েবসাইট দেখতে ইউজার ফ্রেন্ডলি এবং প্রফেশনাল ডিজাইনের হতে হয়।
Media.net হচ্ছে Adsense এর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এবং CNN, WebMD, Reuters, Forbes, এর মত পোর্টাল গুলো এটি ব্যবহার করে।
অফিসিয়াল ওয়েবসাইট: Media.net
২. Monumetric
Monumetric এড নেটওয়ার্ককে বলা হয় ব্লগার এড নেটওয়ার্ক। এটি অন্যতম সেরা একটি এড পার্টনার এবং এডসেন্স এর বিকল্প। এটি CPC এর পরিবর্তে CPM মেথড ব্যবহার করে।
আপনি যদি এই নেটওয়ার্ক ব্যবহার করেন তাহলে আপনাকে প্রতি ১ হাজার ক্লিকের জন্য পেমেন্ট করা হবে। যারা ইতিমধ্যে নির্দিষ্ট ব্লগের জন্য বিশাল একটা ট্রাফিক তৈরি করতে পেরেছে তাদের জন্য এটি ভাল হবে।
অফিসিয়াল ওয়েবসাইট: Monumetric
৩. BuySellAds
BuySellAds ভিন্ন এবং ইউনিক একটি এড নেটওয়ার্ক। এটি ওয়েবসাইট এর মালিক এবং বিজ্ঞাপনটি দাতাদের মধ্যে মিডল-ম্যান হিসেবে কাজ করে।
অফিসিয়াল ওয়েবসাইট: BuySellAds
৪. Ezoic
Ezoic বেশ জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম যা ওয়েবসাইটের মালিক, ব্লগার, এবং যেকোনো ধরনের পাবলিশারদের কন্টেন্টকে মনিটাইজেশনের ব্যবস্থা করে দেয়।
অফিসিয়াল ওয়েবসাইট: Ezoic
৫. Mediavine
এডসেন্স এর বিকল্প হিসেবে সম্প্রতি বাজারে এসেছে Mediavine। Mediavine এড নেটওয়ার্কে আবেদন করা কঠিন কিছু না তবে তাদের স্পেসিফিক কিছু রিকুয়ারমেন্ট রয়েছে।
অফিসিয়াল ওয়েবসাইট: Mediavine
শেষ কিছু কথা
তো আমরা দেখে নিলাম এডসেন্স এর বিকল্প গুলো। এই এড নেটওয়ার্ক গুলো এডসেন্স এর বিকল্প হতে পারে তবে কখনোই এগুলো গুগলের আবেদন কমাতে পারবে না। এর সবচেয়ে বড় কারণ একমাত্র গুগল মিনিমাম ট্রাফিক ছাড়া এপ্রুভ দেয়।
তো আজকে এই পর্যন্তই, সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।