Site icon Trickbd.com

LOST.DIR বা Lost Directory কে কেন Android Phone এর External Memory Card এ Apply করা হয় ? (Updated 2022)

Unnamed

আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

আমি সোহাগ ! আবারো হাজির হলাম আপনাদের মাঝে অন্য একটি পোষ্টে, আজকের পোস্ট শুরু করা যাক !

তাড়াতাড়ি পোস্ট পড়ে কোনো লাভ হবে না আপনার..!

যদি আপনি Android Phone ব্যবহার করেন তাহলে আপনি আপনার ফোনের Memory Card/SD Card এ একটা ফোল্ডার অবশ্যই দেখেছেন যার নাম LOST.DIR তো এখন প্রশ্ন আসতে পারে যে এই ফোল্ডার কি ? এই ফোল্ডারের কাজ কি ? আর যদি আমি এই ফোল্ডার কে আমার মেমোরি কার্ড থেকে ডিলিট করি তাহলে কি হবে ? তো আজকের পোস্টে আমি এই ফোল্ডারের কাজ কি সেটাই বলবো। মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়ুন।

যদি এই ফোল্ডারের বিষয়ে কথা বলি তাহলে LOST.DIR একটা System Folder যেটা আপনি প্রায় সব ধরনের এন্ড্রয়েড ফোনে ব্যবহৃত মেমোরি কার্ডে পেয়ে যাবেন।

যদি আপনি ফোনের ফাইল ম্যানেজারে গিয়ে মেমোরি কার্ডে ক্লিক করলে এই LOST.DIR ফোল্ডার পেয়ে যাবেন।

কিছু ফোনে এই LOST.DIR ফোল্ডার ওপেন করলে কিছুই দেখায় না আবার কিছু ফোনে এই ফোল্ডার ওপেন করলে কয়েকটা ফোল্ডার দেখায়। এই ফোল্ডারে দেখাক আর না দেখাক কাজ কিন্তু ঠিকই করে এই ফোল্ডার।

তো যদি আপনি এই ফোল্ডার ডিলিট করেন তাহলে যখন‌ই আপনি আপনার ফোন Restart/Reboot করবেন অথবা ফোন বন্ধ করে আবার চালু করবেন তখন আপনার ফোনের মেমোরি কার্ডে এই LOST.DIR ফোল্ডার নিজে থেকেই আবার তৈরি হয়ে যাবে।

যদি আপনি এই ফোল্ডার ওপেন করেন তাহলে হতে পারে আপনি এই ফোল্ডারে কিছুই পাবেন না আবার হয়তো ২-১ টা সাব ফোল্ডার, data, recovery_log ইত্যাদি ফোল্ডার দেখতে পাবেন।

এখন প্রশ্ন হচ্ছে যে এই ফোল্ডারের মেমোরি কার্ডে বা এন্ড্রয়েড ফোনে কি কাজ রয়েছে ?

উদাহরণস্বরূপঃ

মনে করুনঃ আপনি আপনার আপনার ফোনের ইন্টারনেট থেকে কোনো ফাইল ডাউনলোড করছেন, অথবা মোবাইল অন্য কোনো ডিভাইস থেকে কোনো ফাইল রিসিভ করছেন এবং এরকম পরিস্থিতিতে Low battery বা অন্য কোনো কারণে যদি আপনার ফোন বন্ধ হয়ে যায় তাহলে আপনি যে ডাউনলোড করছিলেন, ফাইল রিসিভ করছিলেন সেটা আটকে যাবে।

এছাড়াও ধরুন আপনি কোনো ফাইল রিসিভ করছেন কম্পিউটার থেকে এবং ঠিক ঐ সময়ে যদি আপনি সরাসরি আপনার ফোন থেকে মেমোরি কার্ড বের করে নেন তখন সেই Data Process ওখানেই আটকে যাবে।

তো এরকম পরিস্থিতিতে Android Operating System ঐ সমস্ত আটকে যাওয়া Files এর একটা Copy Files তৈরি করে LOST.DIR ফোল্ডারে রেখে দেয় যেন আপনি পরবর্তী সময়ে ঐ আটকে যাওয়া ফাইলগুলো Retry করে আবার Sent, Receive, Download করতে পারবেন। অথবা যদি ফোন সুইচ অফ হয়ে যায় তাহলে আপনি ফোন Reboot, Restart করে কোনো Recovery Apps/Software এর মাধ্যমে ঐ ফাইলগুলো সহজেই Recover করতে পারবেন।

LOST.DIR ফোল্ডার যেভাবে কাজ করেঃ

Interruption While Downloading
Switch off phone during copy files
Removing SD Card/Memory Card

এখন প্রশ্ন আসতে পারে যে আমি কি এই ডিলিট করতে পারি ? যদি এই ফোল্ডার ডিলিট করি তাহলে কি ফোনে সমস্যা হবে ?

এই ডিলিট করলে কোনো সমস্যাই হবে না। আপনি Delete, Rename, Copy, Move/Cut, Details এগুলো করতে পারবেন কিন্তু আপনি এই ফোল্ডারের ভেতরের Data Access করতে পারবেন না সেই Authority আপনাকে Android Operating System দেয় নি বা দিবে না। ফোন রুট হলে সেটা আলাদা বিষয়।

যদি আপনি ভুলবশত বা নিজ ইচ্ছায় এই ফোল্ডার ডিলিট করেও ফেলেন তাহলে যখন‌ই আপনি ফোন রিস্টার্ট বা বন্ধ করে আবার চালু করবেন তখন Android Operating System আপনার ফোনের মেমোরি কার্ড চেক করে দেখবে যে LOST.DIR ফোল্ডার আছে কিনা? না থাকলে আবার সেটা যোগ করে দিবে।

তো এটাই হলো LOST.DIR ফোল্ডারের কাজ।

আরও পড়ুনঃ কিভাবে প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন করবেন জানুন — ২০২২

আরও পড়ুনঃ Banglalink internet offer

এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ?

কোনো সমস্যা অথবা কোনো প্রয়োজন হলে আমার Facebook I’d