皆さん 、
こんにちは 、
日本へ 行きたいでしょか。
読んで ください。
স্বপ্নের জাপান,
জাপান এশিয়ার অন্যতম একটি শক্তিশালী অর্থনীতির দেশ। তাঁদের মাথাপিছু আয় অনেক বেশি, তারা একটি সুশৃঙ্খল জাতি, জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, বাংলাদেশে জাপান অনেক অনেক অর্থসহযোগিতা করে । একবার কল্পনা করুন এমন একটা দেশে যদি যেতে পারেন তাও আবার সরকারি ভাবে কোনো টাকা ছাড়াই এবং সেখানে যদি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যাই তাহলে কেমন হয়?
,
,
হ্যা এটা গল্প নয় এটাই সত্যি, অসংখ্য টেকনিকাল ইন্টার্ন বিনামূল্যে সরকারি ভাবে জাপান যাওয়ার সুযোগ পাচ্ছে, আপনিও পেতে পারেন সেই সুযোগ।
,
“কিভাবে বিনামূল্যে জাপান যাওয়া যাই সে সম্পর্ক আজকে প্রথমিক ভাবে কিছুটা আলোচনা করবো”
আপনারা আগ্রহ দেখালে পরবর্তীতে আরো বিস্তারিত শেয়ার করবো ইনশাআল্লাহ।
বিনামূল্যে জাপান যাওয়ার পদ্ধতি ; ,,,,,,
আপনাকে প্রথমে নিজের এলাকা বা যেকোনো TTC থেকে ছয় মাস মেয়াদি জাপানি ভাষা শিখতে হবে N4 লেভেল পর্যন্ত।
,
জাপানি ভাষা কোর্স এ ভর্তি হতে পারে আপনার নিদিষ্ট কিছু যোগ্যতা লাগবে,
১. কমপক্ষে hsc পাশ হতে হবে
২. ছেলেদের ক্ষেত্রে উচ্চাতা পাঁচ ফিট ৪ ইঞ্চি, মেয়েদের ৫ ফিট ২ ইঞ্চি।
৩. ৩৫ টা পুশআপ ও ৩০ টা সিটআপ দেওয়ার সক্ষমতা থাকতে হবে।
৪. কালার ব্লাইন্ড টেস্টে পাশ করতে হবে।
৫. শারীরিক ভাবে সুস্থ হতে হবে।
,
উপরের শর্ত গুলা পূরণ করতে পারলে আপনাকে ছয় মাস মেয়েদি জাপানি ভাষা কোর্স এ ভর্তির সুযোগ পাবেন।
ভাষা কোর্সএ ভর্তির পর আপনাকে জাপানি ভাষার পড়াশুনা করতে হবে।
ভাষা শিখতে গেলে আপনাকে ড্রেস কোড মেনে পোশাক পরে ক্লাস এ যেয়ে হবে।
সাদা শার্ট, কালো প্যান্ট, কালো জুতা, কালো টাই এবং ছোট করে চুল কাঁটা বাধ্যতামূলক।
,
,
আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আমার জন্য দোয়া করবেন।
এতক্ষন আপনার মূল্যবান সময় দিয়ে আমার লেখাটি পড়ার জন্য ধন্যবাদ।
ありがとうござます。