আস্সালামুআলাইকুম,
সবাই আশা করি ভালো আছেন, আজকে আরো একটি কাজের পোস্ট নিয়ে হাজির হলাম।
তো কথা না বাড়িয়ে মূল বিষয় এ যাওয়া যাক।


,
SEIP – Skills for Employment Investment Program. যেটি বাংলাদেশের যুবকদের স্কিল কে বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে।
,
SEIP এর মাধ্যমে ৪ মাস মেয়াদি শর্ট কোর্স করানো হয়, এখানে নিদিষ্ট কাজের ওপরে আপনাকে ট্রেনিং দেওয়ানো হবে, এতে করে আপনি কর্ম ক্ষেত্রে একজন দক্ষ মানুষ এ পরিণত হবেন। এবং কাজ শেষে আপনাকে বৃত্তি ১২৫০০/- প্রদান করা হবে। সেই সাথে পাবেন আপনার স্কিল সার্টিফিকেট।

,

SEIP বেশ কয়েকটা ক্যাটাগরির ওপরে ট্রেনিং প্রদান করে থাকে তার মধ্যে অন্যতম
১. ইলেকটিক্যাল ইনস্টলশন এন্ড মেন্টান্স
২. গ্রাফিক্স ডিসাইন
৩. মেশন
৪. ড্রাইভিং
৫. প্লামবিং
৬. মিড লেভেল সুপার ভাইজার
৭. রিফ্রেইজারেশন এন্ড এয়ারকন্ডিশন
৮. কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট
৯. ওয়েল্ডিং
ইত্যাদি ছাড়াও আরো কিছু কোর্স আছে, যেগুলা শিখে আপনি আপনার দক্ষতা বৃদ্ধি করতে পারবেন।


কোর্স করার যোগ্যতা ও শর্ত,
১. নূন্যতম এসএসসি পাশ হলেই সব কোর্স করতে পারবেন, কিছু কিছু কোর্স JSC পাশ করেও করতে পারবেন, রিকুরমেন্ট এ লেখা থাকবে যোগ্যতা।
২. প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত ভর্তি পরীক্ষায় উর্তীন্ন হতে হবে।

উক্ত শর্ত পূরণ হলে আপনি কোর্স এ ভর্তি হয়ে যেতে পারবেন। এর পরে আপনাকে উনারা ট্রেনিং করবে কাজের ওপরে, ট্রেনিং শেষে আপনাকে যাচাই করা হবে, আপনি পাশ করলে আপনাকে SEIP থেকে সার্টিফিকেট প্রদান করা হবে। যেটা আপনার স্কিল সার্টিফিকেট হিসেবে বিবেচিত হবে।

আজ এই পর্যন্তই, কথা হবে আবার নতুন কোনো পোস্টে, সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই trickbd এর সাথে থাকুন।
ধন্যবাদ।

19 thoughts on "সরকারি ভাবে বিনা মূল্যে SEIP কোর্স করে নিজের স্কিল বৃদ্ধি করুন, প্রশিক্ষণ শেষে ১২৫০০ /- টাকা বৃত্তি সহ সরকারি সার্টিফিকেট।"

  1. MD Musabbir Kabir Ovi Author says:
    আমরা ছাত্র যারা আছি তারাও পারবে?
    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      হ্যা পারবেন
    2. MD Musabbir Kabir Ovi Author says:
      জানানোর জন্য ধন্যবাদ
  2. Md Parvej Contributor says:
    site link koi
    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      কোনো সাইট বা অনলাইন আবেদন এর কিছু না। সব কিছুই আপনাকে অফলাইন এ করতে হবে, ব্যানার এর নিচে দেখেন লেখা আছে কোন কোন জায়গা SEIP কোর্স করতে পারবেন।
  3. Md Parvej Contributor says:
    kivabe kothay abedo korbo oisob to kicu lekhen nai
    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      সব কিছুই আপনাকে অফলাইন এ করতে হবে, ব্যানার এর নিচে দেখেন লেখা আছে কোন কোন জায়গা SEIP কোর্স করতে পারবেন। এই কোর্স গুলা মূলত ttc থেকে করা যায়। আপনাকে আপনার এলাকার ttc গুলার খোঁজ খবর নিতে হবে। SEIP কোর্স এর সার্কুলার দিলে আপনি সেখান থেকে ফ্রম এনে আবেদন করতে পারবেন।
  4. Sohanur Rahman Author says:
    কোথায় আর কিভাবে আবেদন করতে পারব?
    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      সব কিছুই আপনাকে অফলাইন এ করতে হবে, ব্যানার এর নিচে দেখেন লেখা আছে কোন কোন জায়গা SEIP কোর্স করতে পারবেন। এই কোর্স গুলা মূলত ttc থেকে করা যায়। আপনাকে আপনার এলাকার ttc গুলার খোঁজ খবর নিতে হবে। SEIP কোর্স এর সার্কুলার দিলে আপনি সেখান থেকে ফ্রম এনে আবেদন করতে পারবেন।
  5. S. Rayhan Contributor says:
    তবে, সবাই করতে পারে না
  6. S. Rayhan Contributor says:
    তবে, সবাই করতে পারে না
  7. আমি ইলেক্ট্রিশিয়ান এর কোর্স করেছি SEIP থেকে।এখন কি আলাদা আরেকটা কোর্স করতে পারবো?
    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      না, SEIP এর শুধু যেকোনো একটা কোর্স করা যায়
  8. TOHIN02 Contributor says:
    নারায়ণগঞ্জ এর ভিতর কোর্সের কোন সুবিধা রয়েছে?
  9. MD Shakib Hasan Author says:
    তারিখ দেওয়া থাকলে ভালো হত
  10. Abdul Quader Zilani Contributor says:
    eder web site e dekhlam copyright 2019 ar era kmne web design shikhabe vai
  11. ভালো।পোষ্ট টি পড়ে ভালো লাগলো।
  12. iistiyak007 Contributor says:
    Shift somoorke jodi ektu bolen vai
  13. Shan630 Contributor says:
    ভাই বিস্তারিত কিছুই জানতে পারছি না এই পোষ্ট থেকে। কিভাবে কি করতে হবে একটু বুঝিয়ে বলবেন। এইটা কি সরাসরি গিয়ে যোগাযোগ করতে হবে নাকি আবেদন করতে হবে আর ফরম কবে ছাড়তে পারে একটু জানাবেন প্লিস

Leave a Reply