আসসালামু আলাইকুম।

 

 

আপনারা অনেকেই হয়তো বিভিন্ন অ্যাপে বা সাইটে নিজেদের নাম্বার ব্যবহার না করেই একাউন্ট ক্রিয়েট করতে চান তাই না? কিন্তু সেক্ষেত্রে টেম্পোরারি নাম্বারের দরকার হয়।

 

বাট এখন টেম্পোরারি নাম্বারের অনেক অভাব, সহজে নাম্বার পাওয়া যায় না আবার পেলেও সব সাইটে ওই নাম্বারটা এক্সেপ্ট করেনা।

 

সো এইজন্য আপনাদের সাথে আজকে একটা সিক্রেট টেলিগ্রাম চ্যানেল লিংক শেয়ার করবো যেইখানে কিছুক্ষণ পর পরই নতুন নতুন নাম্বার পাবেন বিভিন্ন কান্ট্রি এর। আর এই নাম্বারগুলো কমবেশি সব ওয়েবসাইট বা অ্যাপেই কাজ করবে।

 

সিক্রেট টেলিগ্রাম চ্যানেল লিংকঃ-

https://t.me/smsnam

 

এইটাই হলো সেই কাঙ্ক্ষিত চ্যানেল যেখানে আপনি বিভিন্ন কান্ট্রি এর ফ্রেশ টেম্পোরারি নাম্বার পাবেন।

 

আর হ্যা, নতুন নাম্বার কখন পাবেন, কয়টার দিকে পাবেন সেই টাইমটাও পোস্টেই দেয়া আছে। নিচের স্ক্রিনশটে খেয়াল করলে দেখতে পারবেন।

 

 

চ্যানেলে যাওয়ার পর নাম্বার পেয়ে যাবেন, তারপর যখন ওই নাম্বারে কোনো ওটিপি আসবে সেটা কমেন্ট বক্সে পেয়ে যাবেন।
ঠিক এই নিচের স্ক্রিনশটের মতোঃ-
এইখানে অলরেডি অনেক মানুষ অনেক সাইটে একাউন্ট করে নিয়েছে দেখতেই পারছেন।
এরকম ইউজফুল কনটেন্ট বা আর্টিকেল পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন, নিচে লিংক দিয়ে দিচ্ছি, ধন্যবাদ।
আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংকঃ-

6 thoughts on "টেলিগ্রাম থেকে যেকোনো অ্যাপ বা সাইটের জন্য টেম্পোরারি নাম্বার নিবেন যেভাবে।"

  1. Jahid Hassan Rinkq Contributor says:
    Nice post Vaia ?
    1. SABBiR Author Post Creator says:
      ধন্যবাদ ব্রাদার! ❤️
  2. Jaman+ Contributor says:
    ভাই কোড তো আসেনা
    এখন কি করবো
    1. SABBiR Author Post Creator says:
      মাঝেমধ্যে কিছু নাম্বারে কোড আসতে লেইট হয়, আবার কখনো কিছু নাম্বার কিছু সাইটে কাজ করে না।

      নতুন নাম্বার যখনি দিবে, সাথেসাথে ইউজ করার ট্রাই করবেন।

  3. Ashraful11223 Contributor says:
    বাংলাদেশের নাম্বার পাওয়া যায় এমন ওয়েবসাইট আছে অথবা এপ্স.??
    1. itsmesabbir Author Post Creator says:
      না ভাই!

Leave a Reply