সম্প্রতি এক সতর্কবার্তায় ব্রিটিশ চ্যান্সেলের জর্জ অসবর্ন জানিয়েছেন, যুক্তরাজ্যে বড় মাত্রার সাইবার আক্রমণ চালানোর জন্য পরিকল্পনা করছে ও প্রস্তুতি নিচ্ছে ইসলামিক স্টেট (আইএস)। আইএসের এ সাইবার আক্রমণের তালিকায় যুক্তরাজ্যের এয়ার ট্রাফিক, হাসপাতাল ইত্যাদি থাকার আশঙ্কা রয়েছে বলেই জানিয়েছেন তিনি।
অসবর্ন আরও জানিয়েছেন, জিসিএইচকিউয়ের পর্যবেক্ষণে ধরা পড়েছে, প্রতিরক্ষা, শক্তি এবং পানি সরবরাহের মতো মোট চারশ’ ৫০টি প্রতিষ্ঠান আইএসের সাইবার আক্রমণের শিকার হতে পারে। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের ব্যাংক থেকে গাড়ি, আমাদের সেনাবাহিনী থেকে বিদ্যালয়, যা কিছু অনলাইনে রয়েছে সেগুলোর সবই টার্গেট তালিকায় রয়েছে।”
অবশ্য সতর্কবার্তার পাশাপাশি অসবর্ন বলেছেন, “আইএস এখনও সাইবার আক্রমণ চালানোর মতো দক্ষতা অর্জন করতে পারেনি। কিন্তু আমরা জানি তারা এটি করতে চাচ্ছে এবং এটি বাস্তবায়নের লক্ষ্যে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।” এরকম অবস্থায় জনসাধারণকে অনলাইন নিরাপত্তার জন্য সিকিউরিটি আপডেট, পাসওয়ার্ড পরিবর্তনের মতো ‘মৌলিক নীতিমালা’ অবলম্বনের পরামর্শ দিয়েছেন অসবর্ন।
এ ছাড়াও যুক্তরাজ্যের বিখ্যাত বিশেষজ্ঞদের একত্রিত করার লক্ষ্যে নতুন ‘ন্যাশনাল সাইবার সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণাও দিয়েছেন অসবর্ন।