Site icon Trickbd.com

সবাই সাবধান .. প্রতিনিয়ত আমরা যে ভাবে প্রতারিত হচ্ছি তার অন্যতম ৩টি বিষয় নিয়ে বিস্তারিত… ফেসবুক হ্যাকিং„রবি সিম „কপি স্মাট ফোন {যারা দেখেননি তাদের জন্য}

Unnamed

বর্তমান সময়ের তিনটি প্রতারনা

১.ফেসবুক হ্যাকিং { ফিসিং }
২.রবি সিমের ব্যালেন্স ট্রান্সফার { বিভিন্ন প্রলোভন দেখিয়ে }
৩.অনলাইনে ক্লোন ফোন বিক্রি { কুরিয়াসার্ভিসের মাধ্যামে }

বিস্তারিত:

ফেসবুক হ্যাকিংয়ের অন্যতম মাধ্যাম ফিসিং সাইট.বিভিন্ন লোভ দেখিয়ে লিংকে প্রবেশ করিয়ে লগইন করিয়ে.পাসওয়ার্ড .ই-মেইল নিয়ে নেয় পরবর্তিতে প্রতারকরা টাকা চায় id ফিরিয়ে দেওয়ার জন্য

বর্তমান ফিসিং সাইট তৈরি করছে পেইড ডোমেন .com দিয়ে , যার ফলে অনেকেই প্রতারকের ফাদে পা দিয়ে ফেলছে অনিচ্ছাতেই, এবং বর্তমানের ফিসিং সাইট তৈরি করা হচ্ছে হুবুহু ফেসবুক লগইন পেজের মত করে, তার ফলে অনেকেই প্রতারনার শিকার হচ্ছে

ফ্রি ফেসবুক ব্যাবহার করতে নিচের লিংকে গিয়ে login করুন http://*********.com

অথবা স্কিনস্টের ছবি

ঐ লিংকে গেলে হুবুহু ফেসবুক লগইন পেজ

এবং লগইন করলেই আইডি হ্যাক হবে

রবি সিমের ব্যালেন্স ট্রান্সফার পদ্ধতি অধিক সহজ হওয়ায়.কিছু প্রতারক এটার অপব্যাবহার করে মানুষকে প্রতারিত করছে

আমরা অনেকেই অনেক জায়গায় দেখি রবির ৫ জিবি/এত জিবি অফার.
উপরের ছবির মত হেড লাইন
কিন্তু অনেকেই নিতে গিয়ে প্রতারনার শিকার হয়েছি .
কারন হচ্ছে ব্যালেন্স ট্রান্সফার করে ফেলি.
নিচের ছবিতে ১২১২ এর পরের রবি নাম্বার টুকু প্রতারকের

এই প্রতারকের পোস্টে বলা হয়েছে ১০০ টাকায় ৫ জিবি.
আর আপনি যদি ১০০ লিখে যে নাম্বার দেওয়া আছে সেটায় sent করেন তাহলে আপনার ফোন থেকে টাকা চলে যাবে প্রতারকের নাম্বারে.
১২১২ এর পরে নাম্বারটা প্রতারকের…

বাংলাদেশের বাজারে samsung.iphone.sony ফোনের চাহিদা বাড়ার সাথে সাথে চলছে সেগুলোর কপি ফোন.
এই মাধ্যমে প্রতারিত হওয়ার টাকা পরিমানটা অনেক বেশি হয়ে দারায়

ক্লোন ফোনের ভিতরে ক্লোনের প্রতারনা অন্যতম তেমন একটি প্রতিষ্ঠান smart phone bd নামে ফেসবুক পেজ .
ফোনের তারা সরাসরি বিক্রি করে না.শুধু মাএ কুরিয়া সার্ভিসের মাধ্যমে .কারন সরাসরি ফোন বিক্রি করলে তাদের ধোকা বাজি ফাস হয়ে যাবে

কমদামে ভালো ব্যান্ডের ফোন


তাদের ক্লোন সেটের ফিচারে ১৬ মেগাপিক্রেল ক্যামেরা লিখা থাকলে ফোন কিনার পর দেখা যায় ২ MP এর চেয়েও খারাপ.

RAM ১ জিবি বলা হলেও shateit ও mx player ইনস্টল দিলেই মেমোরি ফুল…অথাৎ আর ইনস্টল দেওয়া যাবে না

আর ১ বছরের ওয়রেন্টি বলা হলেও
তাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যেমমে ফোন পাঠাতে বলে. তবে তারা সার্ভিসিং করে ফোন ফেরত পাঠায় না.

তারা ফেসবুকে প্রচার করে ব্যাবস্য চালায় কেউ প্রতারিত হওয়ার পর ওদের পেজে কমান্ড করলে .তাকে পেজ থেকে ব্যান/ব্লক করে দেয়

এইসব বিষয়ে কেউ প্রতারিত হবেন না.সবার মাঝে শেয়ার করবেন …

ফেসবুকে আমি

..