Site icon Trickbd.com

কখনই ব্যবহার করবেন না যে ১০ টি পাসওয়ার্ড

Unnamed

সবকিছু ধীরে ধীরে অনলাইন
কেন্দ্রিক হয়ে যাওয়ায় ইমেইল, ফেসবুক
থেকে অনলাইন ব্যাংকিং সব
কিছুতেই পাসওয়ার্ডের প্রয়োজন হয়।
কিন্তু দুর্বল পাসওয়ার্ড বিপজ্জনক হয়ে
উঠতে পারে। সম্প্রতি বিশ্বব্যাপী
এমনই ২৫টি পাসওয়ার্ড চিহ্নিত
হয়েছে।
.
.
উন্নত পাসওয়ার্ড দেওয়ার অভ্যাস
তৈরি করতে ২০১৩ সাল থেকে ৫ মে
বিশ্ব পাসওয়ার্ড দিবস পালন করা
হচ্ছে। দুর্বল পাসওয়ার্ড ব্যবহার বন্ধ
করতে প্রচারও চালানো হচ্ছে বিভিন্ন
সংস্থার পক্ষ থেকে। সম্প্রতি
স্প্ল্যাশডাটা নামে একটি
আন্তর্জাতিক সংস্থা খারাপ বা দুর্বল
পাসওয়ার্ডের একটি তালিকা প্রকাশ
করেছে। তাতে দেখা গেছে,
‘পাসওয়ার্ড’ ও ‘১২৩৪৫৬’ সবথেকে বেশি
ব্যবহৃত দুর্বল পাসওয়ার্ড। এমনই মোট ২৫টি
পাসওয়ার্ডকে খারাপ বলে চিহ্নিত
করেছে ওই সংস্থা। বলা হয়েছে, ২০১৫
সালে অনলাইন তথ্য ফাঁস হয়ে যাওয়ার
বিভিন্ন ঘটনার উপরে ভিত্তি করেই এই
তালিকা তৈরি করা হয়েছে।
.
.
123456

Password

12345678

QWERTY

12345

123456789

Football

1234

1234567

Baseball

_________________________________________________
কেন পুরুষেরা বেশি বয়সের মেয়েদের পছন্দ করেন জানতে
এখানে ক্লিক করুন

বিনামূল্যে যোগাযোগ করুন
যেকোন মোবাইল অপারেটরের
কাস্টমার কেয়ারে । পড়তে চাইলে
এখানে ক্লিক করুন