নতুন ধরনের একটি হ্যাকিং পদ্ধতি
বিশেষজ্ঞদের কপালে ভাঁজ ফেলছে।
সাইবার দুর্বৃত্তদের এই আক্রমণের নাম
‘কিস্নিফার অ্যাটাক’। এর মাধ্যমে
কেউ যখন ওয়্যারলেস কি-বোর্ড ব্যবহার
করে, তখন ওই কি-বোর্ডের কিগুলোর ওপর
নজরদারি করে পাসওয়ার্ডসহ তথ্য
হাতিয়ে নিতে পারে দুর্বৃত্তরা। এ
কাজে হ্যাকারকে ব্যবহারকারীর খুব
কাছাকাছি থাকতে হয়।
.
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান
বাস্তিলের গবেষকেরা নতুন এই
হ্যাকিং পদ্ধতি সম্পর্কে তথ্য প্রকাশ
করেছেন।[img id=189570]তাঁরা বলছেন, কিস্নিফার
হ্যাকিংয়ের মাধ্যমে ওয়্যারলেস কি-
বোর্ডে চাপা প্রত্যেকটির কির তথ্য
জানতে পারে হ্যাকাররা। ওয়্যারলেস
কি-বোর্ড নির্মাতা এইচপি,
তোশিবা, জেনারেল ইলেকট্রিকের
কি-বোর্ডেও এই ত্রুটি রয়েছে।
.
গবেষকেরা বলছেন, এ ধরনের আক্রমণ
চালাতে হ্যাকারকে ২৫০ ফুটের
আশপাশ এলাকায় থাকতে হয়। তাই
আন্তর্জাতিক হ্যাকাররা সহজে হ্যাক
করতে পারবে না[img id=
189570]। এই পদ্ধতিতে তথ্য
হাতিয়ে নিতে হ্যাকারদের কেউ না
কেউ কাছাকাছি থাকবে।
বাস্তিলের গবেষক মার্ক নিউলিন
বলেন, তাঁরা এক ডজন নির্মাতার কি-
বোর্ড নিয়ে পরীক্ষা চালিয়েছেন।
.
তাঁর ভাষ্য, ‘আমরা যখন ওয়্যারলেস কি-
বোর্ড কিনি তখন আশা করতেই পারি
যে, সেটি দিয়ে নিরাপদভাবে নকশা
করা হবে।’
বাস্তিলের এই প্রতিবেদন প্রকাশ
হওয়ার পর কয়েকটি ওয়্যারলেস কি-
বোর্ড নির্মাতা প্রতিষ্ঠান তাদের
সঙ্গে কাজ শুরু করেছে।
ধন্যবাদ
তথ্য প্রযুক্তি সেবায় আপনাদের পাশে