মাস দুয়েক আগে খবরে এসেছিল, মার্ক
জাকারবার্গের টুইটার এবং
পিন্টারেস্ট অ্যাকাউন্ট হ্যাকড
হয়েছে। হ্যাকারের দাবি অনুযায়ী
পাসওয়ার্ড হিসেবে dadada ব্যবহার
করেছিলেন মার্ক।
অথচ ফেসবুকেই
লেখা আছে, একই পাসওয়ার্ড একাধিক
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহার
করা উচিত না। অনলাইনে নিরাপত্তা
নিয়ে এত প্রচারণা, এত জনসচেতনতা
তৈরির চেষ্টার পরেও দুর্বল
পাসওয়ার্ডের ব্যবহার মোটেও কমেনি।
২০১২ সালে লিংকড-ইনের প্রায় ৬৫
লাখ ব্যবহারকারীর তথ্য হ্যাকারদের
হাতে চলে গিয়েছিল বলে লিংকড-
ইনের পক্ষ থেকে জানানো হয়। আদতে
পরিমাণটা ছিল অনেক বেশি। কয়েক
ধাপে হ্যাকাররা সেই তথ্য ওয়েবের
অন্ধকার অংশ বা ডার্ক ওয়েবে
বিক্রির জন্য পোস্ট করে।
সর্বশেষ গত মে
মাসে সেই হ্যাকিং থেকে পাওয়া
১১ কোটি ৭০ লাখ ই-মেইল ও পাসওয়ার্ড
পোস্ট করা হয় ডার্ক ওয়েবে। এই তথ্য
থেকে সবচেয়ে বেশি ব্যবহৃত ১০টি
পাসওয়ার্ড স্ট্যাটিস্টার ওয়েবসাইটে
পোস্ট করা হয়। সেখানে দেখা যায় ৭৫
লাখ ব্যবহারকারী পাসওয়ার্ড
হিসেবে ‘123456’ ব্যবহার করেছেন।
ধন্যবাদ
তথ্য প্রযুক্তি সেবায় আপনাদের পাশে