ব্রাউজার হাইজেকার কিঃ
ব্রাউজার হাইজেকার এক ধরনের মারাত্মক ভাইরাস যা আপনার কম্পিউটারের web browser এর কন্ট্রোল নিয়ে ফেলে,আপনার browser যেমন MOJILA,CHROME এর default homepage পরিবর্তন করে automatically তাদের পেজে নিয়ে যায়।
কিভাবে বুঝবেন আপনার pc আক্রান্তঃ
আপনি ব্রাউজার open করার সাথে সাথে নিচের মত অজানা হোমপেজ দেখাবে। এরা আপনাকে google,yahoo ইত্যাদি search engine এর পরিবর্তে নিজেদের search engine ব্যাবহারে বাধ্য করবে,অন্য পেজে redirect করবে।
এটি যা ক্ষতি করে:
১/ পাসওয়ার্ড হ্যাক
২/স্প্যামিং
৩/ইমেইল হ্যাক
৪/পপ আপ এড দেখান
৫/ম্যালওয়ার পেজে নিয়ে যাওয়া
৬/pc তে অজানা ফাইল প্রবেশ করানো।
যেভাবে এটি দূর করবেনঃ
এটি সহজে দূর করা যায় updated antivirus এর মাধ্যমে। এক্ষেত্রে আপনাকে antivirus থেকে potentialy unwanted program(PUP) option on করতে হবে। আমি avast antivirus দিয়ে দূর করেছি smartscan এর মাধ্যমে। তবে সবচেয়ে ভাল হল spyhunter software ।
এটি অন্যভাবে ম্যানুয়ালি দূর করা যায়।আপনার browser add-on থেকে অপ্রয়োজনীয় অপরিচিত add-on delete করুন,পাশাপাশি control panel এ যেয়েও uninstall করতে হবে। যেমন উপরের ছবিতে MYWAY browser hijacker remove করতে আপনাকে প্রথমে browser add-on থেকে remove করার চেষ্টা করতে হবে,পরে আপনি control panel থেকে uninstall a program থেকে myway নামে কিছু থাকলে তা রিমুভ করবেন।