আসসালামু আলাইকুম………………
ভূমিকা
আজ আমি আপনাদের কোন টিউটোরিয়াল দিবো না।
আজ আমি আপনাদের কিছু সঠিক ধারণা দিবো যাতে করে আপনার ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে পারেন।
সবাই হ্যাকার ( HACKER ) সম্পর্কে কম বেশি জানেন।
আর হ্যাকার ( HACKER ) নিয়ে ইন্টারনেট
অনেক আর্টিকেল আছে।
আর্টিকেল থাকলে কি হবে আমরা অনেকেই তা জানি না বা ঠিক ভাবে বুঝতে পারি না।
তাই আমি আপনাদের এই নিয়ে সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করবো।
তা আমার নিজের ভাষায় যাতে করে সহজেই আপনাদের বোধগম্য হয়।
হ্যাকার কি এবং কারা
সহজ ভাষায়, যারা কোন কিছু আবিষ্কার করে তারাই হ্যাকার।
ধরুনঃ আপনি একজন রাঁধুনি। রান্না নিয়ে আপনার অনেক অভিজ্ঞতা আছে।
আপনি নতুন একটি রান্নার কৌশল তথা
রেসিপি আবিষ্কার করলেন। তাহলে আপনিও একজন হ্যাকার।
কারণ, আপনি পুরাতন কৌশল থেকেই নতুন কৌশল পেয়েছেন।
এই অর্থে, স্যার অ্যালবার্ট আইন্সটাইন, বিল গেটস, স্টিভ জবস এরা সবাই হ্যাকার।
আমরা দৈনন্দিন কাজে কম্পিউটারের প্রতি যতই নির্ভরশীল হয়ে যাচ্ছি, হ্যাকার ও হ্যাকিং এর বিষয়টা ততই জোরদার হচ্ছে।
আর হ্যাকিং এর সাথে জড়িত বেশিরভাগই টিন এজার ( Teen Age )।
অনুমান করা হয় ২০২০ সালের মধ্যে পৃথিবীতে প্রায় দুই লক্ষ কোটি ডলার হ্যাকিং এর শিকার হবে।
হ্যাকারের প্রকারভেদ
হ্যাকার প্রধানত দুই প্রকারঃ
১) WHITE HAT HACKER
২) BLACK HAT HACKER
WHITE HAT HACKER
খুব সহজ ভাবে বললে WHITE HAT HACKER
তারাই যারা দেশ, মানুষ, সমাজ ও বিশ্বের ভাল তথা নিরাপত্তার কথা ভাবে।এবং সেই লক্ষে কাজ করে করে।
ধরুনঃ আপনি একজন White Hat Hacker । আপনি একটি প্রতিষ্ঠানের অনলাইন সিকিউরিটির ত্রুটি খুঁজে পেলেন।
আপনি সেই ত্রুটির কথা উক্ত প্রতিষ্ঠান কে জানালেন এবং একটি নিখুঁত সমাধান দিলেন।
BLACK HAT HACKER
খুব সহজ ভাবে বললে BLACK HAT HACKER
তারাই যারা দেশ, মানুষ, সমাজ ও বিশ্বের
ক্ষতি সাধন করে।
ধরুনঃ আপনি একজন Black Hat Hacker । আপনি একটি ব্যাংকের অনলাইন সিকিউরিটির ত্রুটি খুঁজে পেলেন।
আপনি সেই ত্রুটি কাজে লাগিয়ে উক্ত ব্যাংকের কোটি কোটি ডলার হাতিয়ে নিলেন।
শেষ কথা
আমার মনে হয় হ্যাকার কি এবং কারা এ
সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া গেলো।
হ্যাকিং বিষয় টা বন্ধুকের ন্যায়। যা কিনা পুলিশের কাছেও থাকে সন্ত্রাসীর কাছেও থাকে।
মূল কথা, কে কোন কাজে ব্যাবহার করছে।
আর্টিকেল টি ভাল লাগলে মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না।
নিজে ভাল থাকবেন অন্যকে ভাল রাখবেন।
ধন্যবাদ