আসসালামু আলাইকুম
আশাকরি সবাই ভালো আছেন।
সবাই ভালো থাকেন ভালো রাখেন এই প্রত্যাশাই করি সব সময়।
বন্ধুরা গত ৬ সেপ্টেম্বর প্রত্যেক অ্যান্ডয়েড ইউজারদের ও
হ্যাকারদের জন্য টর অফিশিয়ালি তাদের নতুন ব্রাউজার লঞ্চ করেছে যার নাম টর ব্রাউজার যার মাধ্যমে ইউজাররা নিজের আইপি লুকিয়ে যে কোন সাইট ব্রাউজ করতে পারবে আর এখন আপনি পারবেন সংস্করণ ব্যবহার করতে
এটিকে নামকরণ করা হয়েছে টর ব্রাউজার।
এটি কম্পানির অন্যান্য ব্রাউজার (অরফক্স)
এর চেয়ে বেশি উন্নত।
এই ব্রাইজার ব্যবহার করার ফলে আপনাদের অন্যান্য কোন ভিপিএন ব্যবহার না করে নিজের আইপি হাইড করে ও বিভিন্ন প্রক্সি নেটওয়ার্ক এর আন্ডারে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন সেইফলি।
আর নতুন ব্রাইজার সম্পূর্ণভাবে বের হওয়ার পর মনে হয় অরফক্স বন্ধ হয়ে যাবে।
টর ব্যবহারের ফলে আপনাকে কোন মানুষের ট্রেক করা সম্ভব না। তার পরও আপনি যদি আমেরিকা বা নাসার কোন ক্ষতি করতে চান তাহলে তারা আপনাকে ট্রেক করতে পারবে।
প্রত্যেকেই হয়ত অবগত আছেন যে টর ব্যবহারের ফলে কিছু নির্দিষ্ট সময় পর পর আপনার আইপি চেঞ্জ কতে থাকে।
আর আমরা যদি কোন ভিপিএন ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করি তাহলে একই আই পি থাকে শুধু আইপির লোকেশন টা চেঞ্জ হয়, মানে আপনি যে জায়গা থেকে ব্রাউজ করছেন সে জায়গার লোকেশন না দেখিয়ে অন্য জায়গার লোকেশন দেখাবে। আর টর ব্যবহারের ফলে আপনাকে তো লোকেশন চেঞ্জ করাবেই সাথে প্রতি মিনিটে ২-৩ বার আপনার আইপি চেঞ্জ করাবে।
যাতে করে আপনাকে ট্রেক করা প্রায় অসম্ভব বললেই চলে।
Android ব্যবহার কারী এখন থেকে তাদের অপরেটরের ব্লক থাকা যেকোন সাইট বা যেকোন পরিসেবা টর ব্যবহারের মাধ্যমে আক্সেস করতে পারবেন খুব সহজে ও কোন ঝামেলা ছাড়া।
তো কিভাবে Tor Browser ডাউনলোড করবন।
ডাউনলোড করার জন্য নিচের ডাউনলোড লিংক এ ক্লিক করে ডাউনলোড করুণ।
click here to download
click here to download Orbot
Developer: The Tor Project
Price: Free
লেপ্টপ বা ডেক্সটপ ইউজারদের ডাউনলোড করার জন্য নিচের লিংক এ ক্লিক করুণ।
click here to download tor for computer
তো আশাকরি এই পোষ্টটি সবার জন্য হেল্পফুল হবে।
তো পোষ্টটি কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ।