We are Sorry!!!!!!!!!!!
বাংগালির স্বভাব হল ফ্রি খাওয়া! আমিও এর বেতিক্রম না! ? বাংগালি বলে কথা! ? ?
যাই হোক, আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম বাংলালায়ন এর জন্য ফ্রি ইন্টারনেট।
আপনারা সকলেই জানেন যে ২০১৩ সালের দিকে বাংলালায়ন এর ভিপিএন এর মাধ্যমে ফ্রি ইন্টারনেট ব্যবহার করা যেত। কিন্তু এই প্রসেস অনেক আগেই বন্ধ হয়ে গেছে এবং এটা সারাজীবনের জন্যই বন্ধ হয়ে গেছে।
তাই বলে আমরা কি বসে থাকব? না। বাঙালি বসে থাকার মানুষ না। বাংলালায়নের ফ্রি ইন্টারনেট বন্ধ হবার পর থেকেই দেশের টপ ক্লাস হ্যাকাররা নতুন নিয়ম বের করার জন্য চেস্টা করে যাচ্ছিল।
ফ্রি ইন্টারনেট ব্যবহার এর নতুন একটা নিয়ম নিয়ে কিছুদিন আগে টেকটিউনস এ একজন ভাই টিউন লিখেছিলেন। তিনি মুলতঃ একটি টানেল সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে বাংলালায়নে ফ্রি নেট ব্যবহার এর কৌশল জানিয়েছিলেন।
দুর্ভাগ্যবশত সেটিও গতকাল রাতে বন্ধ করে দেয়া হয়। :(:(
তবে চিন্তার কোনো কারণ নেই! ? আমি আছি কিজন্য? ? গতকাল সারারাত চেস্টার পর আজ সকালের দিকে আমি বাংলালায়ন এ ফ্রি নেট চালাতে সক্ষম হই।
মুলতঃ এখনকার ফ্রি নেটটি হল BTS ID চেঞ্জ এর মাধ্যমে কাজ করে। আশা করি এটি অনেকদিন কাজ করবে।
এই টিপসটি সম্পুর্ন আমার নিজের। অনেক কস্ট করে এই টিপস অনুযায়ী একটা সফটওয়্যারও বানিয়েছি।
নিচের থেকে সফটোয়ারটি ডাউনলোড করে নিন। বাংলালায়ন এর রাউটার, মডেম এবং Mirage ডিভাইসে এটি কাজ করবে। শুধু Pocket Router বাদে সবখানে চলবে।
ডাউনলোড Off-Line
দুর্ভাগ্যবশত এটি কাজ করছে না
এরপর ইনস্টল দিন। এন্টিভাইরাস বন্ধ করে রাখুন। নাহলে এটি কাজ না করার সম্ভাবনা বেশি।
Start Menu তে দেখুন বিড়ালের একটা আইকন আছে। ? সেখানে ক্লিক করুন।
এরপর Scan now এ ক্লিক করুন।
কয়েক মিনিট সময় লাগবে। অপেক্ষা করুন।
Change current এ ক্লিক করুন।
Done!! লেখা আসার আগে পর্যন্ত অপেক্ষা করুন!