Site icon Trickbd.com

দেখে নিন আপনার ইমেইলের পাসওয়ার্ড হ্যাক হয়েছে কিনা, এবং কতবার হয়েছে।

Unnamed

আসসালামু আলাইকুম।
আশা করি আল্লাহ্’র রহমতে সবাই ভালোই আছেন ।
প্রযুক্তির যত উন্নতি হচ্ছে, পাশাপাশি ততই বাড়ছে সাইবার ক্রাইম, হ্যাকিং বা পাসওয়ার্ড লিকিং এর ঘটনা।
ফলে গোপনীয়তা বলে কিছুই আর থাকছে না।

হ্যাকাররা এতই শক্তিশালী হচ্ছে, যার ফলে পাসওয়ার্ড লিক হলেও তা বোঝা দায়।
কিন্তু এবারে এমন একটি ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, যেটি বলে দেবে আপনার পাসওয়ার্ড আগে কোনও দিন ফাঁস হয়েছে কি না।
ওয়েবসাইটের উদ্যোক্তা ট্রয় হান্ট তার একটি ব্লগে জানিয়েছেন, এই ওয়েবসাইটের মাধ্যমেই জানা গিয়েছে ৩২ কোটি কোম্পানির পাসওয়ার্ড ফাঁস হয়েছে এখনও পর্যন্ত।
মূলত ডেটা ব্রিচিং এর সময়ে বিভিন্ন ব্যক্তিগত তথ্য বেরিয়ে পড়ে।
এর মধ্যে যেমন বাণিজ্যিক কোম্পানি থাকে, তেমনই ব্যক্তিগত অ্যাকাউন্টের তথ্যও ফাঁস হয়ে যায়।
কিন্তু অধিকাংশ সময়েই এইগুলি ব্যবহারকারীর অজান্তে ঘটে যায়।

তাই এই ওয়েবসাইটে দেখে নেওয়া যাবে যে, আপনার পাসওয়ার্ড বা ইমেল অ্যাকাউন্ট কখনও ফাঁস হয়েছে কিনা।
এবার চলুন কিভাবে এই সাইটটি কাজ করে।
প্রথমে এই লিংকে প্রবেশ করুন
যদি ক্যাপচা আসে তাহলে সলভ্ করে নিন।
ক্যাপচা সলভ্ হয়ে গেলে অটোমেটিক মেইন পেজে নিয়ে যাবে।
নিচের মতো পেজ আসবে।
খেয়াল করুন, আমি এখানে একটি ইমেইল লিখে এন্টার প্রেস করার পর দেখাচ্ছে Good News-No Pwnage Found!
অতএব, এই ইমেইলটি এখনও সুরক্ষিত রয়েছে।

এবার খেয়াল করুন, আমি এখানে একটি ইমেইল লিখে এন্টার প্রেস করার পর দেখাচ্ছে Oh-No Pwned!

ওয়েবসাইটটি যদি এরকম দেখায়, তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত নয় এবং ইতিমধ্যেই পাসওয়ার্ড ফাঁস হয়ে গিয়েছে।  

পোস্ট টি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন।
আপনাদের সাড়া পেলে অনেক ভালো লাগে ।

অথররা পোস্ট করতে উৎসাহিত হয়।
তো বন্ধুরা আজ এই পর্যন্তই ।