হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন।
বন্ধুরা আমরা ফেসবুক চালাই না এমন কোন লোক খুঁজে পাওয়া যাবে না তো দৈনিন্দ জীবনে সবাই ফেসবুক ব্যবহার করছি এছাড়া এখন করোনা ভাইরাসের কারনে আমরা সবাই গৃহবন্দি আছি তো এই সুযোগে হ্যাকারা একটা ফাঁদ পেতে রাখছে
যে এইখানে আপনি পা দিলেই আপনি হ্যাকিংয়ের বড় শিকার হতে পারেন যেমন আপনার ফেসবুক আইডি,বিকাশ,ব্যাঙ্কের তথ্য এছাড়াও আপনি অনেক কিছু হারাতে পারেন।
আপনি ফেসবুক চালাইছেন কিন্তু কিছু কিছু গ্রুপের ও পেজের কমেন্টে দেখবেন যে আজারাই পাবলিক এটা শেয়ার করছে যে এই লকডাউনের সময় শুধু শুধ ঘরে বসে না থেকে ৫-৬ মিনিটে ৫০০ টাকা আয় করুনএখানে ক্লিক করা মাত্র আপনার সমস্ত তথ্য হ্যাকারদের হাতে চলে যাচ্ছে সো বন্ধুরা বলতে চাই আপনি সতর্ক হোন অন্য সতর্কতা করুন
মনের ভুলেও ক্লিক করবেন না।
আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের সাইবার সিকুরুটির টিম কে কারণ তারা এই ফিসিং বা স্পামিং সাইটের হ্যাকার কে গ্রেপতার করছে।
আপনি কখনো এমন লোভো নিয়েও পোষ্ট দেখলে এরিয়ে যাবেন কারণ যদি মাত্র ৪-৫ মিনিটে যদি ৫০০ টাকা আয় করা সম্ভব হতো তাহলে এদেশে কোন ফকির,ভিক্কুক ও বেকার থাকতো না এবং সবাই চাকরি ছেড়ে এমন কাজ করতো তো অবশ্যই মনে রাখবেন এসব স্পমিং ও ভুয়া প্রতারক থেকে সাবধান থাকবেন।
ধন্যবাদ এতো সময় ধরে পোষ্টার পড়ার জন্য।
সবাই ভালো থাকবেন।