Site icon Trickbd.com

নাম্বার গোপন রেখে ফ্রি কল করুন দেশ-বিদেশের যেকোনো নাম্বারে । সাথে আনলিমিটেড ফ্রি হ্যাকিং ট্রিকস ।

 

শা করছি ভালোই আছেন। মহান আল্লাহ্’ অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকের পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আপনি আপনার মোবাইল নাম্বার গোপন রেখেই দেশ-বিদেশের যেকোনো নাম্বারে ফ্রি কল করবেন । সাথে সাথে দেখাব, কিভাবে একটি ট্রিক ব্যবহার করে আনলিমিটেড ফ্রি কথা বলবেন।


তাহলে অতিরিক্ত কথা না বলে কাজ শুরু করা যাক….!!


 


ফ্রি কল করার জন্য আমরা ব্যবহার করব “TextNow” নামক একটি অ্যাপ্লিকেশন। অ্যাপ টি আপনি প্লেস্টোর এ পাবেন না। আমার দেওয়া লিংকে ক্লিক করে অ্যাপ টি ডাউনলোড করে নিন। প্রথমে অ্যাপটিতে প্রবেশ করুন।  “Sing up” এ ক্লিক করুন।



1️⃣. প্রথম ঘরে একটা জিমেইল একাউন্ট দিন। এক্ষেত্রে একটি ভূয়া একাউন্ট ব্যবহার করতে পারেন। এড্রেস কোথায় পাবেন সে বিষয়ে নিচে আলোচনা করেছি।

2️⃣. ইচ্ছেমতো একটি পাসওয়ার্ড দিন।

3️⃣. “Create account” এ ক্লিক করুন।



“Set up” অপশন এ ক্লিক করুন। কিছু অনুমতি চাইবে, অনুমতি দিন।



“Use my location” এ ক্লিক করুন। লোকেশন এক্সেস চাইবে, এক্সেস দিন।



যেকোনো একটি নাম্বার নির্বাচন করুন। “Continue” অপশন টি তে ক্লিক করুন।



একাউন্ট খোলার কাজ এতটুকুই। হোমপেজ টি চালু হবে। আপনাকে ১০ ক্রেডিট ফ্রি দেওয়া হবে। যা দিয়ে আপনি ৪-৫ মিনিট ফ্রিতে কথা বলতে পারবেন। কল করার জন্য ডানপাশের কোণায় কল অপশন এ ক্লিক করুন করুন।



ডানপাশের কোণায় ক্লিক করে “Bangladesh” সিলেক্ট করুন। এবার আপনার কাঙ্ক্ষিত নাম্বার টি টাইপ করুন (0 বাদে), এবার কল করুন।



আমার ফোনে কলটি চলে এসেছে (“TextNow” থেকে কল যাচ্ছে)।



কলিং প্রুফ…!


 

এবার আসা যাক, অ্যাপটি কে বোকা বানিয়ে আনলিমিটেড কথা বলার ট্রিক সম্পর্কে….!!!

 


অ্যাপ টির ডাটা ক্লিয়ার করে নিন ( অথবা অ্যাপ টি আন‌ইনষ্টল করে পুনরায় ইনস্টল করে নিন)।



এবার নিচের লিংকে ক্লিক করুন (একটি ভূয়া ইমেইল এড্রেস নেওয়ার জন্য)। “New” অপশন টি তে ক্লিক করুন।


Fake Email Address

⬆️ click ⬆️

 


আবারও “New”  অপশন টি তে ক্লিক করুন।



একটি ভূয়া ইমেইল ঠিকানা পাবেন (১০মিনিট পর ইমেইল ঠিকানাটির মেয়াদ শেষ হয়ে যাবে)। সেটা তে করে ক্লিক ঠিকানা টি কপি করে নিন।


Click here to download TextNow

Direct link

জরুরী তথ্য…!!

 

আমার লেখা অন্যান্য পোস্ট  

⬆️ Click ⬆️

মানুষ ভূলের উর্দ্ধে নয়। তাই ভূলত্রুটি হলে দয়া করে ক্ষমা করবেন। পোস্ট টি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেনআপনার একটি ভালো মন্তব্য আমাকে ভালো কিছু লিখার অনুপ্রেরণা যোগায়

 

 

 আল্লাহ হাফেজ