আশা করছি ভালোই আছেন। মহান আল্লাহ্’র অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকের পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আপনি আপনার মোবাইল নাম্বার গোপন রেখেই দেশ-বিদেশের যেকোনো নাম্বারে ফ্রি কল করবেন । সাথে সাথে দেখাব, কিভাবে একটি ট্রিক ব্যবহার করে আনলিমিটেড ফ্রি কথা বলবেন।
তাহলে অতিরিক্ত কথা না বলে কাজ শুরু করা যাক….!!
ফ্রি কল করার জন্য আমরা ব্যবহার করব “TextNow” নামক একটি অ্যাপ্লিকেশন। অ্যাপ টি আপনি প্লেস্টোর এ পাবেন না। আমার দেওয়া লিংকে ক্লিক করে অ্যাপ টি ডাউনলোড করে নিন। প্রথমে অ্যাপটিতে প্রবেশ করুন। “Sing up” এ ক্লিক করুন।
1️⃣. প্রথম ঘরে একটা জিমেইল একাউন্ট দিন। এক্ষেত্রে একটি ভূয়া একাউন্ট ব্যবহার করতে পারেন। এড্রেস কোথায় পাবেন সে বিষয়ে নিচে আলোচনা করেছি।
2️⃣. ইচ্ছেমতো একটি পাসওয়ার্ড দিন।
3️⃣. “Create account” এ ক্লিক করুন।
“Set up” অপশন এ ক্লিক করুন। কিছু অনুমতি চাইবে, অনুমতি দিন।
“Use my location” এ ক্লিক করুন। লোকেশন এক্সেস চাইবে, এক্সেস দিন।
যেকোনো একটি নাম্বার নির্বাচন করুন। “Continue” অপশন টি তে ক্লিক করুন।
একাউন্ট খোলার কাজ এতটুকুই। হোমপেজ টি চালু হবে। আপনাকে ১০ ক্রেডিট ফ্রি দেওয়া হবে। যা দিয়ে আপনি ৪-৫ মিনিট ফ্রিতে কথা বলতে পারবেন। কল করার জন্য ডানপাশের কোণায় কল অপশন এ ক্লিক করুন করুন।
ডানপাশের কোণায় ক্লিক করে “Bangladesh” সিলেক্ট করুন। এবার আপনার কাঙ্ক্ষিত নাম্বার টি টাইপ করুন (0 বাদে), এবার কল করুন।
আমার ফোনে কলটি চলে এসেছে (“TextNow” থেকে কল যাচ্ছে)।
কলিং প্রুফ…!
এবার আসা যাক, অ্যাপটি কে বোকা বানিয়ে আনলিমিটেড কথা বলার ট্রিক সম্পর্কে….!!!
অ্যাপ টির ডাটা ক্লিয়ার করে নিন ( অথবা অ্যাপ টি আনইনষ্টল করে পুনরায় ইনস্টল করে নিন)।
এবার নিচের লিংকে ক্লিক করুন (একটি ভূয়া ইমেইল এড্রেস নেওয়ার জন্য)। “New” অপশন টি তে ক্লিক করুন।
⬆️ click ⬆️
আবারও “New” অপশন টি তে ক্লিক করুন।
একটি ভূয়া ইমেইল ঠিকানা পাবেন (১০মিনিট পর ইমেইল ঠিকানাটির মেয়াদ শেষ হয়ে যাবে)। সেটা তে করে ক্লিক ঠিকানা টি কপি করে নিন।
- এভাবে আপনার একটি একাউন্ট এর ব্যালেন্স শেষ হয়ে যাওয়ার পর পূর্ববর্তী নিয়ম অনুযায়ী নতুন আরেকটি একাউন্ট খুলে নিন। একেকটা একাউন্টে ১০ ক্রেডিট করে পাবেন।
- আরো ১০ ক্রেডিট ফ্রিতে পাওয়ার জন্য : TextNow⇒three line menu⇒international calls⇒Earn credit⇒share on Facebook & Twitter.
Click here to download TextNow
Direct link
জরুরী তথ্য…!!
- অ্যাপ টি তে রেফার করার জন্য একটি অপশন রয়েছে। যা ব্যবহার করার চাইতে এই ট্রিক টি ব্যবহার করা ভাল।
- এরিয়া কোড সম্পর্কিত সমস্যা হলে , সে ঘরে ২৪০ বা ৩২০ বসিয়ে দিন।
- আপনি ট্রিকটির অপব্যবহার করলে সেজন্য আমি বা ট্রিকবিডি টিম দায়ী থাকবো না।
- টুইটারে গিয়ে অ্যাপ টি শেয়ার না করেই ফিরে আসলেও ফ্রি ক্রেডিট পাবেন।
- ফেসবুকে গিয়ে অ্যাপ টি শুধুমাত্র শেয়ার অপশন টি তে ক্লিক করে শেয়ার করতে হবে (ক্রেডিট পাওয়ার পর পোস্ট টি ডিলিট করে দিতে পারেন) ।
- পোস্ট টি দেখতে আপনার কাছে ঝামেলাপূর্ণ মনে হতে পারে। আসলে কাজটি খুবই সহজ। একটি একাউন্ট খুলে ২০ ক্রেডিট ফ্রি নিতে প্রায় ১-২ মিনিট সময় লাগতে পারে। যা দিয়ে আপনি ৭-৮ মিনিট ফ্রি কথা বলতে পারবেন।
⬆️ Click ⬆️
মানুষ ভূলের উর্দ্ধে নয়। তাই ভূলত্রুটি হলে দয়া করে ক্ষমা করবেন। পোস্ট টি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন । আপনার একটি ভালো মন্তব্য আমাকে ভালো কিছু লিখার অনুপ্রেরণা যোগায়।
আল্লাহ হাফেজ