Google আপনাকে ট্রাক করে। না শুধু আপনাকে নয়। বরং আপনার আমার মতো সবাই কে ই করে। এ বিষয়ে আপনি হয়তো অবগত যে, গুগলে কিছু বিষয় অনুসন্ধান করার ব্যাপার এ নিষেধাজ্ঞা রয়েছে। যেমন, কোনো ওষুধের নাম, কিংবা terrorism সংক্রান্ত বিষয়ে।
আপনি শুনেছেন কিনা জানিনা, এক সপ্তাহ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেফতার করা ইন্টারনেটের নীল দুনিয়ায় বিচরনের দায়ে। এছাড়াও, আরো অনেক তথ্য গুগল হাতিয়ে নিতে পারে আপনার থেকে।
মানুষের নিত্য প্রয়োজনীয় এক উপাদির নাম ঔষধ। আর বতর্মানে অনেক সাইটে ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে লেখা হয়। যেহুতু, চিকিৎসা বিষয়ে কিছু সার্চ করাতে নিষেধ আছে। তাই, এ ব্যাপারে সতর্ক থাকা আবশ্যক।
তাহলে, কি করা যায় এখন?
উপায় অবশ্যই আছে।
ধারাবাহিকতা বজায় রেখে, এগোচ্ছি।
এমন কিছু সার্চ ইন্জিন রয়েছে। যেগুলো গুগলের প্রতিপক্ষ হিসেবে আপনাকে সাহায্য করবে। যেগুলো আপনাকে কখনো ট্রাক করবেনা। ডার্ক ওয়েব সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে আলোচনার পাশাপাশি একটি এপ্লিকেশন এর লিঙ্ক দিব। যাতে আপনি বিভিন্ন ফিচার পাবেন ।
এই পোস্টি মুলত কিছু ওয়েবসাইট রিভিউ রিলেটেড। শুধু সার্চ ইন্জন নয়।
https://libraries.io
এ সার্চ ইঞ্জিনটি আমাদের প্রোগ্রামারদের জন্য একটি আদর্শ। প্রোগ্রামিং প্রোজেক্টের জন্য এতে ফ্রিতে ওপেনসোর্স সফটওয়্যার পাওয়া যাবে। এছাড়াও ওয়েবসাইটটিতে সফটওয়্যার আপডেট সম্পর্কে নোটিফিকেশন পাওয়া যাবে। সর্বোপরি, web master যারা আছেন। তাদের জন্যে অনেক উপকারি একটা সার্চ ইন্জিন।
https://giphy.com
animation, movie clip,news paper pic থেকে শুরু করে যেকোনো প্রকারের gif আকারের image এখানে পেয়ে যাবেন।
যেমন, মনে করুন, আপনার amazing related কিছু gif পিক দরকার। তাই আপনি এখানে গিয়ে সার্চ বক্সে লিখুন, amazing.
তাহলেই দেখতে থাকবেন giphy এর কারসাজি।
https://duckduckgo.com
এই সার্চ ইঞ্জিন আপনাকে ট্রাক করবে না। গুগল এর মতোই আপনাকে রেজাল্ট উপহার দিতে সক্ষম এই সার্চ ইন্জিন।
যদিও আমি মনে করি, sicret related যেকোনো কিছুতে এই সার্চ ইঞ্জিন এর জুড়ি মেলা ভার। এটি একই সাথে ডার্ক ওয়েবের মতো গোপন রেজাল্ট গুলো আপনাকে দিতে সক্ষম। তবে, সবগুলো না।
https://www.startpage.com
নতুন করে আবার কি লিখবো। এই সার্চ ইন্ডিজের ডিজাইনের উপরেই তো ক্রাশ খেয়ে গেছি।
নীল কালারে ডিজাইন করা এই সার্চ ইনজিনের বৈশিষ্ট্য নিম্নরুপ:
1.আপনাকে tracking করেনা।
2. গুগলের মতো রেজাল্ট প্রদর্শন করে।
3.সিম্পল ডিজাইন এবং সহজে ব্যবহার যোগ্য।
এরকম আরো কয়েকটি search engine
https://www.ixquick.eu/
এটি ও মুলত startpage এর মতো। তবে startpage থেকে বেশি সিম্পেল।
ফিচার;
1. Not to do tracking
2. Smart design and fast loaded
search engine এর পর্ব মোটামুটি এখানেই ইতি টানি। এখন আসি ডার্ক ওয়েব নিয়ে
এখানো ডার্ক নিয়ে কোনো রকম আলোচনা করা হবেনা। বরং, নিরাপত্তা নিয়ে বলছি।।
যে এপস এর লিঙ্ক দিব, এতে আপনি বিভিন্ন সুবিধা পাবেন।
যা সাধারণ সার্চ ইন্জিন এ পান না।
এই Apps টির নাম deep search.
এটি simply একটা ব্রাউজারের মতই।
এপস এ প্রবেশ করলে আপনি আপনার কাঙ্ক্ষিত বিষয়টি লেখুন, যা আপনি সার্চ করতে ইচ্ছুক। যেমন, “Brief History of Time” বই টার নাম লিখলাম। চাইলে কোনো ওয়েবসাইট এর নাম ও লিখতে পারেন।
এর পর content type থেকে আপনি যা সার্চ করতে চান তা সিলেক্ট করুন। আমি যেহেতু বই সার্চ করব, তাই ebooks and pdf select করলাম।
এর পরের দুটা আপনার নিজের ইচ্ছা।
ধন্যবাদ।