আসসালামু আলাইকুম

আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন।

একটা দুঃসংবাদ faucetpay wallet ব্যবহার কারীদের জন্য। গত ১৪ তারিখ রাতে হ্যাকাররা faucetpay তে আক্রমন চালায়। faucetpay থেকে প্রায় ৬ লক্ষ ১২ হাজার ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি ১৮ লক্ষ টাকা।


যাদের ওয়ালেটে কয়েন আছে তাদের ব্যলেন্স এর ডেটা তেমনি আছে। আসলে সাইট সম্পূর্ণ হ্যাক হয়নি।

বরং হ্যাকাররা তাদের ক্রিপ্টো ওয়ালেটে ৬লক্ষ্য ১২ হাজার পরিমান ক্রিপ্টো ট্রান্সফার করে নিয়েছে।


আপতত উইথড্র, ডেপোজিট, আর্নিং এসকল কিছু সাময়িক ভাবে স্থগিত রয়েছে। faucetpay জানিয়েছে তারা অতি শিঘ্রই এই ক্ষতি রিকোভার করবে এবং প্রতিটি সদস্যের ব্যলেন্স তারা ফিরে পাবে।

তারা আরো জানিয়েছে, faucetpay যারা ব্যবহার করেন পূর্বের যে সকল এড্রেসে ক্রিপ ট্রান্সফার করেছেন সে সকল এড্রেসে ক্রিপ্টো ট্রান্সফার না করতে। যদি করেন তাহলে সেটা আপনাকে হারাতে হবে।

পরবর্তী আপডেটে তারা নতুন এড্রেস দিবে যা থেকে আবার লেনদেন করা যাবে। তবে নিশ্চিত ভাবে বলা যাচ্ছেনা এই আপডেট তারা কবে নিয়ে আসবে।

faucetpay এর বিকল্প সাইট হিসেবে আপনার Express crypto সাইটটি ব্যবহার করতে পারেন। এই সাইটি faucetpay থেকে আরো অনেক পুরোনো ও বিশ্বস্ত।

যারা এয়ারড্রপ ও টোকেন এ কাজ করেন বা করতে চান তারা এই চ্যানেল ও গ্রুপে জয়েন করুন।
টেলিগ্রাম গ্রুপ
টেলিগ্রাম চ্যানেল

Leave a Reply