Site icon Trickbd.com

(securing post)আসুন দেখি ব্রুট ফোর্স কি| কি করে বাচবেন

Unnamed

ব্রুট ফোর্স– শব্দটায় ফোর্স আছে। মানে জোর করা। যখন আপনি পাসওয়ার্ড দেন কোন ওয়েবসাইট এর ইউজার বা এডমিন হিসেবে, তখন অই পাসওয়ার্ড ব্রুট ফোর্সের কাছে অবশ্যই শক্তিশালী হতে হবে। :v

এবার আসুন বুঝি ব্রুট ফোর্স কি-

• এই ব্রুট ফোর্স হচ্ছে সব ম্যাথমেটিকাল বা ক্যারেকটারিক কম্বিনেশন ট্রাই করে পাসওয়ার্ড ক্রাক করা। ধরুন, আপনার পাসওয়ার্ড হচ্ছে “১০৩০৮০” সুতরাং, এটা ক্রাক করতে “০০০০০” থেকে সুরু করে প্রিতিটি কম্বিনেশন ট্রাই করবে। সুতরাং উপরের পাসওয়ার্ড টির জন্য ৯^১০০০০ বার ফোর্স করবে। আপনার এই পাসওয়ার্ড নিশ্চই এর ভেতরে থাকবে। তআআই ক্রাক হওয়া সম্ভাবনা ১০০%।

কি করে ব্রুট ফোর্স করবেন?

°আমি ট্রিকবিডি তেই পোষ্ট দেখেছি। দেখুন এখানে

•কি করে বাচবেন?

ব্রুট ফোর্স যদিও মারাত্মক এটাক, এটার থেকে বাচার উপায় আছে। বাচতে হলে নিচের নিয়মগুলো দেখুন-

১. পাস্ব্যার্ড বড় দিন কম্পক্ষে ৭-৮ ডিজিটের
২. সাথে স্পেশাল কি যোগ দিতে পারেন। যেমন “@$#&*!” এতে ক্রেকারের অনেক সময় লাগবে। অনেক সময় খুলতেই পরবে নাহ।

আপাতত এইটুকুই। ভাল থাকবেন।

Exit mobile version