Site icon Trickbd.com

এন্ড্রোয়েড ব্যাবহারকারীর ফেসবুক হ্যাক করুন!

গত পোষ্টে আমি ট্রাই করসিলাম ফেসবুক আইডি হ্যাক বোঝাতে। ট্রিকবিডির সবাইকে এডভান্সড ইউসার ভেবে ছোট করে পোষ্ট লিখসিলাম। বাট অনেকেই না বুঝে উল্টাপাল্টা কমেন্ট করছিলো। আজ ডিটেইলস লিখছি-

যা যা লাগবে-

যা যা করতে হবে-

এবার আপনার কাজ। যার আইডি হ্যাক করবেন তার ফোনের দরকার শেষ।

  1. নিজের পিসি অথবা ফোন থেকে এই লিংকে যান। **পিসিতে ক্রোম অথবা মজিলা আর ফোনে ক্রোম অথবা ডেফল্ট ব্রাউসার ইউস করতে হবে।
  2. এবার এন্ড্রোয়েড ফোনে যে একাউন্ট খুলসিলেন সেই মেইল পাসওয়ার্ড দিয়ে লগিন করেন। **ভিক্টিমের এন্ড্রোয়েড ফোনে ডাটা অন থাকতে হবে
  3. এখন আপনার ভিক্টিমের ফোন পুরা আপনার দখলে, লগিন করার পর যে মেনু আসবে ওটা থেকে Message অপশনে যান। এখানে গেলে আপনি আপনার ভিক্টিমের ফোনের ইনবক্সে থাকা সমস্ত মেসেজ দেখতে পারবেন, ভিক্টিম টেরও পাবেনা।
  4. এখন  এই লিংকে যান।
  5. ভিক্টিমের ইউসারনেম লিখে সার্চ দিন।
  6. Text me a code to reset my password সিলেক্ট করে Continue করেন।
  7. এবার ভিক্টিমের ফোনে কোড যাবে, কোডটা দেখে নিন ( 3 নম্বর স্টেপ থেকে) ।
  8. কোড দিয়ে আইডিতে ঢুকে পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেন।
  9. ইমেইল ফোন নম্বর যতগুলা আছে সব ডিলিট করে দিয়ে নিজের ইমেইল, ফোন নম্বর দিয়েদিন।

কাজ শেষ 🙂

টিপস-
অনেকেরই প্রবলেম মনে হতে পারে এরকম, যার ফেসবুক একাউন্ট হ্যাক করবেন তার ফোন তো আপনি হাতে পাবেন না। কিভাবে সফটওয়ার ইন্সটল করাবেন? এটার জন্য একটু ক্রিয়েটিভ হতে হবে 🙂 আমি যে এপ্সটা দিসি এটার কাজ শুধুমাত্র ইনবক্স একসেস না, এটা দিয়ে ফাইল ট্রান্সফারও করা যায়। ভিক্টিম যদি আপনার পরিচিত হয় তাইলে তাকে বলেন আপনি তাকে আপনার কয়েকটা ফেভরিট অডিও অথবা ভিডিও সেন্ড করতে চান। এটা দিয়ে একাউন্ট ক্রিয়েট করে লগিন করতে বলেন। তাইলেই তো হলো। আপনি দুই-একটা গান সেন্ড করে দেন। তাইলে কোনো সন্দেহ থাকলো না 🙂

কিছু কথা-

ট্রিকবিডিতে আসি মাঝে মাঝে বিভিন্ন সিমের অফার নিতে, টেক সঙ্ক্রান্ত ট্রিকবিডির পোষ্টগুলা আমার দরকার হয়না। ক্রিয়েটিভ জিনিসগুলা শেয়ার করতে ভাল্লাগে। আর ট্রিকবিডিতে বাংলাদেশের অনেক প্রযুক্তি সচেতন লোকজন আসে, তাই এখানে পোষ্ট করি। বাট খারাপ লাগে তখন, যখন কিছু আবাল পোলাপাইন পোষ্ট না বুঝে ফালতু কমেন্ট করে, এইটা ঠিক না। নিজের দুর্বলতাকে স্বীকার করতে শিখ, বড় কিছু না হলেও অন্তত কারোর কাছে ছোট হবানা। -আমার গত পোষ্টে যারা ব্যাড কমেন্ট করসিলা তাদের জন্য

Exit mobile version