Site icon Trickbd.com

ফেসবুক হ্যাক করুন নিজের তৈরি এন্ড্রোয়েড এপ দিয়ে!

এবার ফিশিং করুন নিজের তৈরি এপ দিয়ে। যে কেউ পারবে

যা যা লাগবে-

যা করতে হবে-

সতর্কতা- এন্ড্রোয়েড ইউসাররা খেয়াল করবেন আপনার নেট কানেকশন আছে কিনা। URL এ আপনার ফিশিং সাইট দিন, Icon এ অবশ্যই png ফরম্যাটের পিক দিতে হবে। এক্ষেত্রে capture.jpg রিনেম করে capture. png করলে হবে না, অরিজিনাল png ফরম্যাটের ইমেজ লাগবে। এখানে অবশ্যই ফেসবুক লাইটের আইকনটা দিবেন, png ফরম্যাটে। এক্ষেত্রে গুগল থেকে ফেসবুক লাইটের আইকন ডাউনলোড করে Convert to PNG দিয়ে png করতে পারেন।

আপনার এপ তৈরি হয়ে গেছে। এবার নিচের দিকে যান, ডাউনলোড লিঙ্ক পাবেন।

এপটা ডাউনলোড করে আপনার ফ্রেন্ডকে বলেন এটা ফেসবুক লাইটের প্রো ভার্শন, এটা বলে তাকে ইন্সটল করান, মাত্র ১৫০ কিলোবাইট। এরপর সে এপটাতে লগিন করলেই আপনার ফিশিং সাইটের মেইলে আপনি ভিক্টিমের মেইল পাস মেসেজ পেয়ে যাবেন 🙂

আমি মনে করি ট্রিকবিডি ইউসারদের ফিশিং সাইট বানানো শেখানো লাগবে না। তারপরও যারা না পারবেন কমেন্ট করবেন, ১০জন না পারলে ফিশিং সাইট বানানোর টিপস পোষ্ট করবো 🙂

প্রবলেমে  ফেসবুক