আসসালামু আলাইকুম।
আশা করি সকলে ভালোই আছেন!
আজকে অনেক দিন পর TrickBD – এর জন্য একটি আর্টিকেল লিখতে বসলাম।
আজকে আপনাদের শেখাবো কিভাবে আপনারা নিজেরাই কুকি ক্র্যাক করতে পারেন। আমি মূলত Netflix – এর কুকি ক্র্যাকিং নিয়ে আজকের পুরো আর্টিকেল’টি লিখবো। আমার আজকের আর্টিকেল’টি মনোযোগ দিয়ে পড়লে আপনারা কুকি ক্র্যাকিং নিয়ে বিস্তারিত জানতে পারবেন বলে আমার ধারণা। তারপরও যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে চলুন মূল আলোচনায় যাওয়া যাক।
Cookies কি এবং কিভাবে Cookies কাজ করে?
আচ্ছা কুকি ক্র্যাক করার আগে আপনাদের আগে বুঝিয়ে নেই কুকি আসলে কি এবং কিভাবে এটি কাজ করে। যদিও এটি না জানলে আপনার তেমন কোনো ক্ষতি নেই। আপনি Cookies – কি এবং কিভাবে Cookies – কাজ করে এ বিষয়ে না জেনেও আরামসে কুকি ক্র্যাক করতে পারবেন। তবে আমি মনে করি কোনো কিছু শেখার আগে আপনাকে অবশ্যই সে বিষয়ে গোড়া থেকে শিখতে হবে। যখন আপনি বুঝে বুঝে কোনো কিছু শিখবেন তখন সেটা আপনার জন্য অনেক সহজ হবে শেখা এবং আপনি সেটা দীর্ঘদিন পর্যন্ত মনে রাখতে পারবেন।
Cookie কি?
আপনি হয়তো কোনো ওয়েবসাইট ভিজিট করার সময় খেয়াল করেছেন পপআপ এর মাধ্যমে আপনাকে কুকি Allow/Accept অথবা Decline এরকম দুটি অপশন দেওয়া হয়। আপনি যখন Allow/Accept – বাটনে ক্লিক করেন তখন আপনি সেই সাইটকে আপনার কিছু ডাটা ব্রাউজারে সেভ করার পারমিশন দিয়ে দেন। এই ডাটা যেকোনো কিছু হতে পারে। হতে পারে আপনার সার্চ হিস্টোরি, আপনার ক্রেডিট কার্ড ইনফো ইত্যাদি। ডাটা হিসেবে কি সেভ হবে এগুলো সাইটের ডেভেলপার’রা কোডিং এর মাধ্যমে ব্যাকএন্ড এ সেট করে রাখেন। আপনি তাদের সাইটে ঢুকে কি করছেন সেগুলো তারা কুকি এর মাধ্যমে ট্র্যাক করে। তো সাইটে সার্চ করা আপনার কি-ওয়ার্ডস, আপনার দেওয়া ক্রেডিট কার্ড ইনফো ইত্যাদি আপনার ব্রাউজার কুকি হিসেবে সেভ করে রাখে!
সহজ করে বললে Cookies – হচ্ছে একজন ওয়েবসাইট ব্যবহারকারীর বিভিন্ন তথ্য যেগুলো সার্ভার থেকে পাঠানো হয় এবং ব্যবহারকারীর ব্রাউজার সেগুলোকে সেভ করে রাখে। তবে সেক্ষেত্রে Cookies – এর সর্বোচ্চ সাইজ হচ্ছে 4KB অর্থাৎ একটি সাইট একজন ইউজারের ৪ কিলোবাইট পর্যন্ত ডাটা কুকি হিসেবে সেভ করতে পারবে। এর বেশি নয়। এটা আমার আপনার নিরাপত্তার কথা ভেবেই করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন।
Cookies কিভাবে কাজ করে?
Cookies – কি সে তো বুঝলেন এখন বলি কুকি কিভাবে কাজ করে। মনে করুন আপনার একটি Netflix – অ্যাকাউন্ট আছে। তো আপনি Naruto অ্যানিমে সিরিজটা দেখবেন বলে আপনার কম্পিউটারে Chrome ব্রাউজার খুললেন। তারপর আপনি যথারীতি নেটফ্লিক্স ওয়েবসাইটে প্রবেশ করলেন এবং আপনাকে পপআপ নোটিফিকেশন এর মাধ্যমে কুকি Allow – করতে বলা হলে আপনি সেটি Allow – করে দিলেন। তারপর আপনি সাইনইন/লগইন পেজে প্রবেশ করলেন। ইমেইল এর জায়গায় আপনার মেইল এবং পাসওয়ার্ড বক্সে আপনার পাসওয়ার্ড বসিয়ে নিচে থাকা Remember me – অপশনে টিক মার্ক দিয়ে লগইন সম্পূর্ণ করে আপনি নারুটো সিরিজ দেখা শুরু করে দিলেন। আচ্ছা এতো বকবক যে করলাম কিছু কি বুঝলেন ঠিক কি হলো? আচ্ছা চলুন আমি বুঝিয়ে দিচ্ছি।
তো প্রথমেই আপনি ওয়েবসাইটে ঢুকে কুকি Allow – করেছেন। এর মানে আপনি ওয়েবসাইটটিকে পারমিশন দিয়ে দিছেন আপনার তথ্য সংগ্রহ করার। তারপর আপনি লগইন এর জন্য আপনার মেইল/পাসওয়ার্ড দিয়েছেন এবং Remember me – তে টিক দিয়েছেন। শুধুমাত্র একারণেই এখন ওয়েবসাইট সার্ভার থেকে একটি সেশন আইডি জেনারেট করবে এবং সেটিকে আপনার ব্রাউজারে কুকির মধ্যে সেভ করে রাখবে। আচ্ছা সার্ভার কেনো এমনটা করলো? কারণ আপনি Remember me – তে টিক দিয়েছেন অর্থাৎ আপনি চাচ্ছেন পরের বার যখন আপনি নেটফ্লিক্সে প্রবেশ করবেন তখন যেনো আপনাকে পুনরায় লগইন করতে না হয়। ঠিক এজন্যই সার্ভার থেকে একটি সেশন আইডি জেনারেট হয়ে আপনার ব্রাউজারে সেভ হয়ে থাকবে। তারপর পরের বার যখন আপনি নেটফ্লিক্সে প্রবেশ করবেন তখন সার্ভার আপনার ব্রাউজারে সেভ থাকা সেশন আইডিটির খোঁজ করে মিলিয়ে দেখবে। সার্ভার যদি দেখে আপনার সেশন আইডি মিলে যাচ্ছে তখন আপনাকে অটোমেটিকভাবে লগইন করিয়ে দেওয়া হবে। এখন যদি আপনি আপনার ব্রাউজার থেকে ঐ সেশন আইডিসহ কুকি নিয়ে আপনার অন্য একটি বন্ধুকে দেন এবং সে যদি তার ব্রাউজারে সেটা ইমোপোর্ট করে তাহলে সেও অটোমেটিকভাবে আপনার অ্যাকাউন্টে লগইন হয়ে যাবে। এভাবেই কুকি কাজ করে থাকে। আশা করি বুঝতে পেরেছেন।
এখানে সেশন আইডি’টাই হচ্ছে মেইন জিনিস। অনেকে কুকি থেকে ইমেইল/পাসওয়ার্ড বের করা যায় কিনা জানতে চান অথবা Google – এ সার্চ করে থাকেন কিন্তু আসল কথা হচ্ছে কুকি হিসেবে ইমেইল/পাসওয়ার্ড সেভ হয় না, সেভ হয় সার্ভার থেকে জেনারেট হওয়া সেশন আইডি। আশা করি বুঝতে পেরেছেন।
Netflix Cookie ক্র্যাক করবো কিভাবে?
উপরের আলোচনা থেকে অবশ্যই বুঝে গেছেন কুকি কি এবং কিভাবে কাজ করে। এটাও বুঝেছেন যে কিভাবে মফিজ নামের কোনো ব্যক্তি যদি তার নেটফ্লিক্স এর কুকি
তার আরেক বন্ধু রমিজ’কে দেয় তাহলে রমিজ আরামছে মফিজ এর নিজ টাকা দিয়ে কেনা নেটফ্লিক্স ফ্রী’তে দেখতে পারবে।
আচ্ছা এখন একটু আসল কথায় আসি। কিভাবে আমরা নেটফ্লিক্স এর কুকি পেতে পারি? আমাদের তো মফিজ এর মতো বড়লোক বন্ধু নেই। তাহলে আমাদেরকে কে দিবে কুকি, কিভাবে পাবো?
আপনারা এটুকু নিশ্চয়ই জানেন যে মফিজ এর কম্পিউটারে থাকা ব্রাউজারে নেটফ্লিক্স কুকি সেভ আছে। এখন আপনারা দুটি কাজ করতে পারেন। মফিজ এর কাছ থেকে কুকি চাইতে পারেন। কিন্তু মফিজ তো আপনাকে দিবে না কারণ সে আপনাকে চেনে না। এখন দ্বিতীয় উপায় হচ্ছে আপনাকে মফিজ এর কম্পিউটার থেকে সেই কুকি চুরি করতে হবে।
এখন চুরি কিভাবে করবেন? এর জন্য অনেক স্টীলার টুল আছে। জনপ্রিয় একটি টুল হচ্ছে, Redline Stealer এবং এটির কাজ হচ্ছে এর মাধ্যমে ব্রাউজারে সেভ থাকা সমস্ত কুকি চুরি করা যায়।
এটি হতে পারে যেকোনো ব্রাউজার। এই টুলটির মাধ্যমে মফিজকে বোকা বানিয়ে আমরা তার ব্রাউজার এর সব কুকি চুরি করে নিতে পারি। তবে আপনি কিভাবে চুরি করবেন সেটা নিয়ে আজকে আলোচনা করবো না। কারণ অনেক চোর আছে যারা আগে থেকেই মফিজ এর মতো অসংখ্য মানুষকে বোকা বানিয়ে তাদের ব্রাউজার এর কুকি চুরি করছে এবং সেগুলো নিয়মিত বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ/চ্যানেল অথবা বিভিন্ন ক্র্যাকিং ফোরামে আপলোড করে দিচ্ছে। এগুলোকে সাধারণত Logs – বলা হয়। তো আমরা নিজেরা চুরি না করে অন্যের চুরি করা সেই Logs – বা কুকিগুলো টেলিগ্রাম গ্রুপ অথবা ফোরাম থেকে নিয়ে ব্যবহার করবো। Logs – দেখতে কেমন? আচ্ছা নিচের স্ক্রিনশটটি দেখুন তাইলে!
কিভাবে Netflix কুকি ক্র্যাক করবেন?
উপরের আলোচনা থেকে এটুকু তো বুঝেছেন যে আমরা অন্যের চুরি করা ব্রাউজার এর Logs – থেকে নেটফ্লিক্স ক্র্যাক করবো। এখন এই Logs – এর মধ্যে অনেক ওয়েবসাইটের কুকি থাকতে পারে। তাহলে আমরা কিভাবে বুঝবো কোনটা নেটফ্লিক্স এর কুকি? আচ্ছা এসব চিন্তা মাথায় আসলে ঝেড়ে ফেলেন। এগুলো চিন্তা করার কোনো দরকার নেই। কারণ BL Tool – একাই সব হ্যান্ডেল করবে। টুল এর ভেতরেই সমস্ত অপশন পেয়ে যাবেন যার মাধ্যমে নির্দিষ্ট সাইটের কুকি ক্র্যাক করা সম্ভব।
কুকি ক্র্যাক করার জন্য BL Tool – ব্যবহার করা হয়। এখন আপনাদের দেখাবো কিভাবে Netflix – এর কুকি ক্র্যাক করবেন।
যা যা লাগবে:-
1. Desktop/Laptop
2. BL Tool
3. Logs
4. Proxy
ক্র্যাকিং এর জন্য যে টুল লাগবে সেটার ডাউনলোড লিংক আমি দিয়ে দিবো। Logs এর জন্য আমি টেলিগ্রাম চ্যানেল লিংক দিয়ে দেবো। ঐখান থেকে কয়েকটি Logs ফাইল ডাউনলোড করে রাখবেন। প্রক্সি আপনারা Proxyscrape – ওয়েবসাইট থেকে ফ্রী প্রক্সি ডাউনলোড করে নিবেন। এবারে চলুন প্র্যাক্টিক্যালি আপনাদের স্টেপগুলো দেখিয়ে দেই।
How to crack Netflix cookie?
1. প্রথমে নিচের দেওয়া লিংকে ক্লিক করুন টেলিগ্রাম চ্যানেল ওপেন হবে। চ্যানেলে অনেক Logs – ফাইল দেখতে পারবেন। ১টা অথবা দুইটা ডাউনলোড করে নিন।
2. এখন আপনার কম্পিউটারে Logs – অথবা আপনার পছন্দমতো একটি নামে নতুন ফোল্ডার তৈরি করুন। আমি Logs – নামে একটি ফোল্ডার বানিয়েছি এবং ডাউনলোড করা Logs ফাইলগুলো সেই ফোল্ডারে Cut/Move করে নিয়ে এসেছি। এগুলো জিপ অবস্থায় আছে। অবশ্যই এগুলোকে আনজিপ করতে হবে। আপনারা আনজিপ/এক্সট্র্যাক্ট করে নিবেন।
নিচের স্ক্রিনশট লক্ষ্য করুনঃ
3. আচ্ছা Logs – এর কাজ কমপ্লিট। এখন লাগবে টুল। নিচে দেওয়া লিংকে ক্লিক করে BL Tool – নামক টুলটি ডাউনলোড করে নিন।
Zip Password :
@sayno2porn
ডাউনলোড হয়ে গেলে Unzip – করুন। যদিও এটি ক্লিন ভার্সন অর্থাৎ টুল এর মধ্যে কোনো ম্যালওয়্যার বা ব্যাকডোর নেই তারপরও আমি রেকমেন্ড করবো টুলটি RDP/Virtual Machine অথবা Sandboxie – তে রান করবেন। আনজিপ করার পর ফোল্ডারে প্রবেশ করে BL Tool.exe – ফাইলটি ওপেন করুন। ওপেন করার পর আপনার কাছে Licences Key – চাইবে!
Licences Key :
ReverseSeal
4. এখন Main Settings – নামে একটি অপশন দেখতে পাবেন ওখানে ক্লিক করুন। তারপর Threads – 49 করে দিন এবং নিচে Proxy Type – Socks5 করে দিন। এই দুইটা কাজ হয়ে গেলে Cookies Checker – এ ক্লিক করে দিন।
নিচের স্ক্রিনশটটি লক্ষ্য করুনঃ
5. এখন প্রথমে Proxy – অ্যাড করে নেবো! তার জন্য আপনারা Proxyscrape – সাইটে চলে যাবেন এবং Socks5 – প্রক্সি ডাউনলোড করে নিবেন। আমি ধরে নিলাম আপনি Socks5 – প্রক্সি ডাউনলোড করে নিয়েছেন। এখন প্রক্সি অ্যাড করার জন্য Load Proxy – অপশনে ক্লিক করে আপনার ডাউনলোড করা Socks5 – প্রক্সিটি সিলেক্ট করে Open – এ ক্লিক করুন। প্রক্সি অ্যাড হয়ে যাবে।
নিচের স্ক্রিনশট লক্ষ্য করুনঃ
6. এখন আমরা Logs – অ্যাড করবো। Logs – যেগুলো আমার দেওয়া টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা ডাউনলোড করে Log – ফোল্ডারে আনজিপ করে রেখেছেন। ঐ ফোল্ডারটা শুধু সিলেক্ট করে দিলেই হবে। Logs – অ্যাড করার জন্য Path Logs – অপশনে ক্লিক করুন। তারপর আপনার সেই ফোল্ডারটি যেখানে লগসগুলো আনজিপ করে রেখেছেন সেটা সিলেক্ট করে Select Folder – অপশনে ক্লিক করে দিন।
নিচের স্ক্রিনশট লক্ষ্য করুনঃ
7. আপনার কাজ প্রায় শেষ! এখন শুধু কোন কোন সাইটের কুকি ক্র্যাক করতে চান সেটি সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু নেটফ্লিক্স এর কুকি ক্র্যাক করবো তাই শুধু Netflix – এ টিক মার্ক দিয়ে দেবো। আপনারা চাইলে একসাথে ২-৩ টা সাইট টিক মার্ক দিতে পারেন। সব অ্যাড করা শেষ। এখন ক্র্যাকিং শুরু করতে Start – বাটনে ক্লিক করে দিন। তারপর অপেক্ষা করতে থাকুন।
নিচের স্ক্রিনশট লক্ষ্য করুনঃ
Start – বাটনে ক্লিক করার পর ক্র্যাকিং শুরু হয়ে যাবে। বাম পাশে তাকালে কয়েকটি অপশন এর কার্যক্রম দেখতে পাবেনঃ
-
All Cookies Files – এটি হচ্ছে আপনার Logs – এর মধ্যে থাকা সমস্ত কুকিস এর সংখ্যা।
Proxy Count – এখানে আপনি শুরুতে কতটি প্রক্সি অ্যাড করেছেন সেটি দেখাবে।
Remains Check – এখানে আর কতটি কুকিস ফাইল চেক করা বাকি আছে সেটি দেখাবে।
Found Cookies – এখানে সমস্ত কুকিস এর মধ্যে কতটি ভ্যালিড কুকিস আছে সেটি দেখাবে।
Valide Cookies – এখানে আপনি যে সাইটটি টির্ক মার্ক দেবেন সেটার কয়টি ভ্যালিড কুকি পেয়েছে সেটির সংখ্যা দেখাবে।
Cracked হওয়া কুকিগুলো কোথায় পাবেন?
ক্র্যাকিং প্রসেস সম্পূর্ণ হওয়ার পর নিচের ছবির মতো Netflix – কুকিগুলো দেখতে পাবেন। এখানে শুধু Premium Plan – এর কুকিগুলো দেখাবে। অন্যান্য প্ল্যান যেমন Basic এবং Standard – প্ল্যান এখানে দেখাবে না। ক্র্যাকড হওয়া সমস্ত কুকি দেখতে ডানপাশে ওপরে ফাইল আইকনে ক্লিক করুন। ফাইল আইকনে ক্লিক করলে একটি ফোল্ডার পাবেন। ঐখানে প্রবেশ করলে ক্র্যাক হওয়া সমস্ত কুকি পেয়ে যাবেন।
নিচের স্ক্রিনশট লক্ষ্য করুনঃ
বিঃদ্রঃ এই লেখাটি সম্পূর্ণ শেখানোর উদ্দেশ্য লেখা। তাই এর মাধ্যমে কারো ক্ষতি করলে আমি অথবা ট্রিকবিডি কতৃপক্ষ দায়ী থাকবে না।
আজকে এ পর্যন্তই। লেখাটি সম্পুর্ণ নিজের জ্ঞান থেকে লেখা। তাই কোথাও যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। বুঝতে কোথাও সমস্যা হলে অথবা কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন।
চাইলে জয়েন হতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলে।
আগের গুলো তো টেলিগ্রাম আইডি নষ্ট হওয়ায় অ্যাক্সেস হারিয়েছি! ?
Keep updating this kind of article.
And more advanced also.
চেষ্টা করবো যতটুকু জানি সবার সাথে শেয়ার করার।
তারপর Import – এ ক্লিক করে কুকি পেস্ট করে Import – এ ক্লিক দিলে কুকি অ্যাড হয়ে যাবে। তারপর ওয়েবসাইটটি রিলোড দিবেন।
না বুঝলে ইউটিউবে সার্চ দিলে ভিডিও পাবেন। ভিডিও ফলো করতে পারেন।
ব্রাউজারে ‘Cookie Editor’ – এক্সটেনশনটি অ্যাড করে কুকি ইউজ করতে পারবেন। প্রথমে নেটফ্লিক্স ওয়েবসাইটে যাবেন তারপর Cookie Editor – এক্সটেনশনটি ওপেন করবেন। তারপর Delete – ক্লিক করে সব ডিলিট করবেন।
তারপর Import – এ ক্লিক করে কুকি পেস্ট করে Import – এ ক্লিক দিলে কুকি অ্যাড হয়ে যাবে। তারপর ওয়েবসাইটটি রিলোড দিবেন।
ei vabe korar poreo reload dewar por kono change hoy na.
আপনি আমাদের মত বাঙালিদের খুব ভালোভাবেই চেনেন,
আশা করছি এমন কোন কিছু পোস্ট করবেন না যেটার জন্য।
কারো প্রাইভেসির সমস্যা হয়।
কারণ?
আমি আর বললাম না ?? আপনি ঠিকই জানেন।
সর্বোপরি আপনাকে অসংখ্য ধন্যবাদ
আমি পোস্ট করি আসলে মানুষকে শেখানোর উদ্দেশ্য। এই পোস্ট’টিতে আরো কিছু অ্যাড করতে চেয়েছিলাম। যেমন: কিভাবে আপনার ব্রাউজার এর কুকি চুরি হওয়া রক্ষা করবেন, কিভাবে কুকি ইউজ করবেন ইত্যাদি আরো অনেক কিছু।
প্রাইভেসি বলতে কিছু নেই ভাই! সব সাইট ই আপনাকে ট্র্যাক করে। প্রাইভেসি নিয়ে চিন্তিত থাকলে আপনাকে থাকতে হবে সতর্ক।
চেষ্টা করবো ইনশাআল্লাহ!
Good Job. Keep sharing.
Note: File contains viruses. Must use VMWare or RDP. And, most of the log files contains password/your password doesn’t work. Be careful regarding this.
share Korar jonne?
বেশিরভাগ লগগুলি পাসওয়ার্ড প্রটেকটেড এ বিষয়ে আমি বলতে ভুলেই গেছি!
চালিয়ে যান ভাই
টার্গেট করতে চাইলে আপনাকে লগ স্টীল করা জানতে হবে।
Redline stealer কেম্নে ইউজ করে এইটার একটা টিউটোরিয়াল দেন
ট্রিকবিডি’র সাথে থাকুন।
https://t.me/trickbdofficialgroup
শুধু কাস্টম প্রজেক্ট ফাইল লাগবে।
আনজিপ করে নিতে হয়।