Site icon Trickbd.com

“Display Over Other Apps” পারমিশন সমস্যার সমাধান (New Method)

Unnamed





আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন । আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি

আজ আপনাদের সাথে আমি যে বিষয়টি শেয়ার করব, তা হলো:
কিভাবে যেকোনো App এর Display over other apps” Feature not available সমস্যার সমাধান করবেন



Download Link: Google Drive | Telegram


Download Link: Google Drive | Telegram


1, আজকেও আমি “XPlayer – Video Player” এই অ্যাপে “Display over other apps” এই পারমিশন দিয়ে দেখাব । প্রথমে অ্যাপটি প্লে স্টোর থেকে Install করে Open করুন

2, এখন যেকোনো একটি ভিডিও Open করে উপরের Three Dot menu তে ক্লিক করুন

3, Pop-up Play তে ক্লিক করুন, “Display over other apps” পারমিশন চাচ্ছে, সেখানে Allow তে ক্লিক করলাম

4, দেখুন Feature not Available দেখাচ্ছে, ফলে এই পারমিশন দেওয়া সম্ভব হয় নি

5, এখন, MT Manager ওপেন করে মেনুতে ক্লিক করে, Extract APK এ ক্লিক করুন

6, “XPlayer – Video Player” অ্যাপটিতে ক্লিক করে, EXTRACT APK তে ক্লিক করুন

7, LOCATE এ ক্লিক করে ফাইলটি সিলেক্ট করুন,

8, এখন Package name লেখাতে ক্লিক করে Package name কপি করুন

9, এখন “Display Over Other Apps” apk তে ক্লিক করে VIEW তে ক্লিক করুন

10, “AndroidManifest.xml” এ ক্লিক করে, “String Pool” এ ক্লিক করুন

11, এখন smart.tricks.st তে ক্লিক করুন,

12, তারপর smart.tricks.st লেখাটি সিলেক্ট করে Paste এ ক্লিক করি, এবং OK করি
( যে অ্যাপে Display Over Other Apps পারমিশন দিতে চান, সেটার Package name পেস্ট করেছি)

13, এরপর এরকম আসবে, ব্যাক করি। তাহলে “SAVE AND EXIT” Option আসবে । সেটাতে ক্লিক করি

14, এখন OK করুন, এবং নতুন অ্যাপটি সিলেক্ট করুন

15, Install এ ক্লিক করে OK করুন, আগের অ্যাপ আনইন্সটল করতে হবে

16, আনইন্সটল হওয়ার পরে, INSTALL এ ক্লিক করে More details এ ক্লিক করি

17, Install Anyway তে ক্লিক করি, এবং “Display Over Other Apps” Open করি

18, এখন নিচের Continue এ ক্লিক করলে “XPlayer – Video Player” অ্যাপকে “Display Over Other Apps” পারমিশন Auto দেওয়া হয়ে যাবে

19, এখন OK তে ক্লিক করুন, Done ✅

20, এখন “XPlayer – Video Player” এ ক্লিক করে FUNCTION এ ক্লিক করি

21, APK Sign এ ক্লিক করে OK করি

22, Done ✅, এখন এই “XPlayer – Video Player” অ্যাপ ইন্সটল করি

23, Open এ ক্লিক করে, যেকোনো একটি ভিডিও Open করি

24, উপরের Three Dot menu তে ক্লিক করে Pop-up play তে ক্লিক করি

25, এই দেখুন Pop-up Play হিসেবে ভিডিও চলছে,

এইভাবে আপনি যেকোনো অ্যাপে “Display over other apps” পারমিশনটা দিতে পারবেন

লক্ষ্য করুন
১, “Display Over Other apps” সমস্যার সমাধান নিয়ে আমি ট্রিকবিডিতে আগেও পোস্ট করেছি । আজকে নতুনভাবে সেটা দেখালাম
২, “Display Over Other apps” পারমিশনের জন্য, আমি মাত্র 10 kb সাইজের মধ্যেই পৃথিবীর সবচেয়ে ছোট অ্যাপ তৈরি করেছি । অ্যাপটি সম্পূর্ণ নিরাপদ, পারমিশন দেওয়া শেষে অ্যাপটি Auto Replace হয়ে যায়
৩, যদি Package name পরিবর্তন করার পরে “Display Over Other apps” টি ক্রাশ করলেও ( Open না হলে), অ্যাপটি পারমিশন দিয়ে দিবে

আশা করি, সাপোর্ট দিয়ে পাশে থাকবেন, যাতে আরও ভালো ভালো পোস্ট করতে পারি

জাজাকাল্লাহ খাইরান ♥

Post Creator:     Our Telegram Channel:

Exit mobile version