Site icon Trickbd.com

[Gmail post] আপনার জিমেইল পাসওয়ার্ডভুলে গেলে যা করবেন দেখে নিন।

Unnamed


আস্ সালামুআলাইকুম । আশা করি ভাল
আছেন। আর ট্রিকবিডির সাথে
থাকলে ভালই থাকবেন। এখন মূল কথায়
আসি…
অ্যাকাউন্ট সিকিউর রাখতে ঘন ঘন পাসওয়ার্ড
পরিবর্তনের নির্দেশ দেন সবাই।
তবে এতো বার বার পাসওয়ার্ড পরিবর্তন
করতে গেলে পাসওয়ার্ড ভুলে যাওয়াটাও
অস্বাভাবিক নয়। আপনি যদি আপনার
জিমেইলের
বর্তমান পাসওয়ার্ড ভুলে যান তবে একটি
যাচাইকরণ
প্রক্রিয়ার মাধ্যমে গুগল তা উদ্ধার করতে
সাহায্য
করবে।
আপনার অ্যাকাউন্টে যদি একটি ফোন নম্বর
বা বিকল্প ইমেইল ঠিকানা যুক্ত থাকে তবে
গুগল
দ্রুত আপনার পাসওয়ার্ড পুনরায় সেট
করতে পারবে।
যদিও পাসওয়ার্ড পুনরুদ্ধারের অনেকগুলো
উপায়
আছে তবে আমরা অ্যাকাউন্ট রিকভারি
পেজের
সাহায্যে কি করে পাসওয়ার্ড পুনরুদ্ধার
করবেন
তা দেখাবো।

১) প্রথমেই google.com/accounts/recovery/ এই
পেজটিতে যান।


২) “I don’t know my password” সিলেক্ট করুন।

৩) এখন “I don’t know” তে ক্লিক করুন
অথবা আপনার সর্বশেষ পরিচিত পাসওয়ার্ডটি
লিখুন।
আপনার শেষ পরিচিত পাসওয়ার্ড টাইপ
করে পুনরুদ্ধারের প্রক্রিয়ায় সাহায্য
করতে পারেন, কিন্তু আপনার অ্যাকাউন্ট
পুনরুদ্ধার
করতে এর প্রয়োজন হয় না।

৪) আপনার পুনরুদ্ধারের বিকল্পটি নির্বাচন
করুন।
আপনার বিকল্প ইমেইল ঠিকানা বা আপনার
মোবাইলে পাঠানো বিবরণ থেকে পুনরুদ্ধারের
বিবরণ সংগ্রহ করতে পারেন যা আপনার
অ্যাকাউন্টের জন্য সেট করতে প্রয়োজন
হবে।
আপনি যদি পুনরুদ্ধারের তথ্য আপনার
ফোনে পাঠানো বাছাই করেন
তবে একটি স্বয়ংক্রিয় কল বা এসএমএস এর
মাধ্যমে তা গ্রহণ করতে পারেন। যদি আপনার
অ্যাকাউন্টের সাথে যুক্ত কোন পুনরুদ্ধারের
তথ্য না থাকে তবে আপনাকে একটি
অ্যাকাউন্ট
পুনরুদ্ধার জরিপের মধ্য দিয়ে যেতে হবে

৫) আপনার ভেরিফিকেশন তথ্য দিন।
আপনি যদি ফোনের

মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড নির্বাচন
করেন তবে আপনার
ফোনে একটি ভেরিফিকেশন কোড
পাঠানো হবে যা আপনাকে কোডটি টাইপ
করতে হবে। অথবা আপনি যদি বিকল্প
একাউন্টে ভেরিফিকেশন তথ্য পাঠানো
নির্বাচন
করেন তবে আপনার বিকল্প
একাউন্টটিতে একটি লিঙ্ক পাবেন এবং এই
লিঙ্কটিতে ক্লিক করুন।

৬) এখন ভেরিফিকেশন কোড টাইপের
পরে অথবা লিঙ্কে ক্লিক করার পরে একটি
নতুন
পাসওয়ার্ড তৈরি করুন এবং “Reset Password”
বাটনে ক্লিক করুন!

ট্রিকবিডির সাথেই
থাকুন।
ফেসবুকে আমি