Site icon Trickbd.com

[Hot New-সেরা পোস্ট]এবার আপ‌নি নি‌জেই হ্যাকড ফেসবুক অ্যাকাউন্ট ফিরিয়ে আনুন ।একদম সহ‌জেই(খু‌টিনা‌টি A to Z -3 Tips) By Shohug

Unnamed

আসলামুআলাইকুম,
আজ আমি হেক হওয়া ইড ফি‌রি‌য়ে আনার টিপস দিব ।
‌টিপস গু‌লো হ‌লো :
১## সিকিউরিটি প্রশ্নের মাধ্যমে
হ্যকড হওয়া ফেসবুক অ্যাকাউন্টটি
ফিরিয়ে আনুন

২## হ্যাকড হওয়া ফেসবুক এ্যাকাউন্ট
উদ্ধার করুন একটি নতুন ফেসবুক
অ্যাকাউন্ট তৈরী করে

৩## হ্যাকড হওয়া ফেসবুক
অ্যাকাউন্টফিরিয়ে আনুন ই-মেইল
এড়্রেস বা মোবাইল নম্বর
ভেরিফিকেশন এর মাধ্যমে:
বে‌শি কথা না ব‌লে কা‌জে আসি ।

১## সিকিউরিটি প্রশ্নের মাধ্যমে
হ্যকড হওয়া ফেসবুক অ্যাকাউন্টটি
ফিরিয়ে আনুন

১.ফেসবুক লগইন পেজ এ যান

২.ফরগেট পাসওয়ার্ড় এ ক্লিক করুন

৩.ই-মেইল এড়্রেস,মোবাইল
নম্বর,ইউজার নেম অথবা পুরা নাম
দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট সার্চ করুন

৪.তখন ফেসবুক কিছু অ্যাকাউন্ট
সম্পর্কিত প্রশ্ন করা হবে

৫.তখন কিভাবে অ্যাকাউন্ট রিকভার
করতে হবে সেই পথ দেখিয়ে দিবে
যেমন:-ই-মেইল,মোবাইল ইত্যাদি

৬.এরপর ফেসবুক করবে নতুন ই-
মেইল অথবা মোবাইল নম্বর
জিজ্ঞাসা করবে।তখন এই খালি
জায়গায় নতুন ই-মেইল অথবা
মোবাইল নম্বর লিখে কনফার্ম
করতে হবে।

৭.এরপর ফেসবুক আপনাকে আপনার
সিকিউরিটি প্রশ্ন জিজ্ঞাসা করবে।

৮.আপনার সিকিউরিটি প্রশ্নের
উত্তর দিন এবং নতুন পাসওয়ার্ড
সেট করুন।

২##হ্যাকড হওয়া ফেসবুক এ্যাকাউন্ট
উদ্ধার করুন একটি নতুন ফেসবুক
অ্যাকাউন্ট তৈরী করে

১.প্রথমে আপনাকে একটি নতুন
ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে একই
নামে,একই ছবি এবং হ্যাকড হওয়া
ফেসবুক অ্যাকাউন্টের Details

২.এখন নতুন ফেসবুক অ্যাকাউন্টটি
লগইন করুন এবং ভিজিট করুন হ্যাকড
হওয়া ফেসবুক অ্যাকাউন্টে

৩.এখন “Report Button”এ ক্লিক
করুন এবং “This is my Option”
এই অপশন এ ক্লিক করুন এবং মার্ক
করুন “Recover this Account”
যে এটি হ্যাকড হয়েছে

৪ . Continue বাটন এ ক্লিক করুন

৫. এখন এটি কিছু রিকভারি অপশন
দিবে যা আপনার ফেসবুক অ্যাকাউন্ট
রিকভারি করতে সহায়ক হবে ৩জন
ফেসবুক বন্ধু এর সহায়তায়

৬. যখন আপনি আপনার ফেসবুক
বন্ধুদের নিরাপত্তা বৈশিষ্ট্যের
সঙ্গে হ্যাকড হওয়া ফেসবুক
অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করার চেষ্টা
করছেন।ফেসবুক তখন আপনার
পাসওয়ার্ডটিকে ৩টি ভাগে ভাগ করে
আপনার ৩জন নির্বাচিত ফেসবুক
বন্ধুদের কাছে পাঠিয়ে দিবে

৭. এখন আপনি আপনার সেই ৩জন
নির্বাচিত ফেসবুক বন্ধুর সাথে
যোগাযোগ করুন এবং আপনার
হ্যাকড হওয়া ফেসবুক অ্যাকাউন্টটির
পাসওয়ার্ড সংগ্রহ করুন

৩##হ্যাকড হওয়া ফেসবুক
অ্যাকাউন্টফিরিয়ে আনুন ই-মেইল
এড়্রেস বা মোবাইল নম্বর
ভেরিফিকেশন এর মাধ্যমে:

আপনি আপনার ই-মেইল বা
মোবাইল ভেরিফিকেশন এর মাধ্যমে
ফেসবুক রিকভার করতে পারেন। যদি
হ্যাকার আপনার ই-মেইল এড়্রেস বা
মোবাইল নম্বর চেন্জ না করে
থাকে।

১.ফেসবুক লগইন পেজ এ যান

২.ফরগেট পাসওয়ার্ড় এ ক্লিক করুন

৩.ই-মেইল এড়্রেস,মোবাইল
নম্বর,ইউজার নেম অথবা পুরা নাম
দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট সার্চ করুন

৪. তখন ফেসবুক কিছু অ্যাকাউন্ট
সম্পর্কিত প্রশ্ন করা হবে

৫. আপনার ফেসবুক অ্যাকাউন্টটি
সেলেক্ট করুন

৬. ফেসবুক অ্যাকাউন্টটি সেলেক্ট
করার পর আপনি কিভাবে পাসওয়ার্ড
রিসেট করবেন তা জানতে চাওয়া হবে।
আপনি যদি্ ই-মেইল ব্যবহার করতে
চান তাহলে ই-মেইল অ্যাকাউন্ট
সেলেক্ট করুন অথবা মোবাইল নম্বর
ব্যবহার করতে চান তাহলে মোবাইল
নম্বর সেলেক্ট করুন

৭. Continue সেলেক্ট করুন
৮. আপনি যদি ই-মেইল অ্যাকাউন্ট
সেলেক্ট করে থাকেন তবে ফেসবুক
আপনাকে একটি রিকভারি পাসওয়ার্ড
পাঠাবে। আর যদি মোবাইল নম্বর
সেলেক্ট করা থাকে তবে ফেসবুক
আপনাকে একটি কোড পাঠাবে। সেই
কোডটি ব্যবহার করেই আপনি
আপনার ফেসবুক অ্যাকাউন্টটি
রিকভার করতে পারবেন।

পোস্টের কিছু বুঝতে সমস্যা
থাকলে বা অন্য কোন মোবাইল ও
কম্পিউটার বিষয়ক সাহায্যের দরকার হলে
এখানে কমেন্ট করুন অথবা আমাকে ফেইসবুকে
নক করুন। যতটুকু পারি সাহায্য করব
ইনশা আল্লাহ,

‌যে কোন প্র‌য়োজ‌নে ‌ফেসবু‌কে আমি