Site icon Trickbd.com

Wi-Fi হ্যাকিং কিভাবে হয়? কিভাবে Wi-Fi হ্যাকিং থেকে নিরাপত্তা পাওয়া যায়?

Unnamed

Wi-Fi হ্যাকিং নিয়ে আজ কথা হবে আইটি কথনে ;আশা করি সকলের পোস্টটি ভালো লাগবে।
এই পোস্ট কিন্তু কিভাবে Wi-Fi হ্যাক করতে হয় সে বিষয়ে নয়।

আমাদের অনেকের মনে প্রশ্ন থাকে Wi-Fi হ্যাকিং কি? কিভাবে Wi-fi হ্যাকিং করা হয়? Wi-Fi হ্যাক করতে কম্পিউটার না স্মার্টফোন কি দরকার পরে? এরকম অনেক প্রশ্ন আমাদের মনে ঘোরাঘোরি করে।আজ কথা হবে WPS সিস্টেম বেসড Wi-Fi হ্যাকিং নিয়ে ; ৯৮% Wi-Fi এরকম ভাবেই হ্যাক হয়।

WPS এর ব্যবহার অতি জনপ্রিয় ; ধরুন আমাদের বাসায় বা অফিস এ অনেক মানুষ বা মেহমান আসল ; সবাইকে তো আর ১০/১১ ডিজিটের পাসওয়ার্ড বলা যাবে না ; সেক্ষেত্রে আমরা যা করি তা হল রাউটার এর পেছনে থাকা WPS বাটনটি চালু করে দেই,এতে একটি নির্দিষ্ঠ সময়ের জন্য সকলের জন্য Wi-Fi উন্মুক্ত হয়ে যায়।

আর একটি সিস্টেম হল WPS বাটন অফ থাকলেও রাউটার এর সিস্টেম এ WPS বাই ডিফল্ট ভাবে অন থাকে ; এবং এটি কাজ করে রাউটার এর পেছনে লেখা পিন দ্বারা আর যেটি সচরাচর ৮ ডিজিট এর নামেরিক (নম্বর ভিত্তিক) পিন হয়।আমাদের মনে হতে পারে ৮ ডিজিট এর পিন সিকিরিটি ভালোই আছে তবে এই ধারনাটি ভুল।

পিন টি তো ০০০০-০০০০ থেকে ৯৯৯৯-৯৯৯৯ এর ভেতরই কোন সংখ্যা, তাই নয় কি? আর সফটওয়্যার এর মাধ্যমে এটি বের করা অত্যান্ত সহজ। বর্তমানে এন্ড্রয়েড বা কম্পিউটারে যে সফটওয়্যার এর মাধ্যমে Wi-Fi হ্যাক করা হয়, প্রায় সবই এই সিস্টেমেই পাসওয়ার্ড হ্যাক করে থাকে।

সুতরাং আজই আপনার Wi-Fi কে সুরক্ষিত করতে হলে আপনার Wi-Fi এর এডমিন প্যানেল এ লগিন করুন এবং WPS বাই ডিফল্টভাবে অন থাকলে তা অফ করে ফেলুন।

সবচেকম টাকায় সাইট তৈরী করে টাকা ইনকাম করুন স্বল্পমুল্যে ওয়াপসাইট বানিয়ে ঘরে বসেই প্রতিদিন 300 থেকে 350 টাকা ইনকাম করতে ক্লিক করুন

Exit mobile version