Site icon Trickbd.com

[Trick] Youtube এ ব্লক হওয়া ভিডিও দেখার কিছু টিপস। দেখুন কোনটা কাজে লাগে।

Unnamed

Youtube


বলে রাখি এই টপিকটা পিসির জন্যে। কিন্তু এন্ড্রয়েডে কাজ করতে পারে।
মাঝে মাঝেই দেখি Youtube এ কিছু ভিডিও প্লে করতে গেলে দেখা যায় This Video is not available in you country! তো চলুন ফিক্স করি।

মেথড ১: ভিপিএন।

★★ প্রথমে ভিপিএন ডাউনলোড করে নিন।
★★ যেকোনো দেশ সিলেক্ট করে কানেক্ট দিন। এবার ভিডিও প্লে করুন। হয় কি না? না হলে নেক্সট,,,,,,,,,

মেথড ২: এডিট।


★★ প্রথমে ভিডিও টির লিংকে প্রবেশ করুন।
★★ তারপর /watch?v= এই লেখটাকে মার্ক করে সেখানে /v/ লিখুন এবং লিংকে ঢুকুন।
কি এবারেও কাজ হয় নি? মাথা গরম কইরেন না। এরপরের মেথড কাজ করবেই ১০০%।

মেথড ৩: ডাউনলোড।

★★ জি হ্যা। এটাই সর্ব রোগের মহা ঔষধ। শুধু মাত্র লিংকে https://www. ক্লিয়ার করে সব ঠিক রেখে ঐখানে 10 লিখে দিন। ব্যস পছন্দ মত ফরম্যাট এ ডাউনলোড করে নিন। তাছাড়া আপনি অন্য কোন ডাউনলোড পদ্ধতি ব্যবহার করতে পারেন।
সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, ট্রিকবিডির সাথেই থাকুন।


Find me on: