Site icon Trickbd.com

টেলিগ্রাম বট দিয়ে যে কারো লোকেশন ট্র্যাক করুন

আসসালামু আলাইকুম!

পোস্টের টাইটেল দেখেই আপনারা নিশ্চই ইতিমধ্যে পোস্টের টপিক সম্পর্কে ধারণা পেয়ে গেছেন।হ্যাঁ,আপনি ঠিকই ধরেছেন। 

চলুন আমরা কি ভাবে ভিকটিম এর লোকেশন বের করবো তা দেখি ।

আমরা মুলত ভিকটিম এর আইপি এড্রেস এর ব্যবহার করবো ভিকটিম এর আইপি এড্রেস কালেক্ট করার টিউটোরিয়াল ইউটিউব এ আছে এবং আমি একটি বট তৈরি করেছি আপনাদের জন্য ওই বট ব্যবহার করে লোকেশন ট্র্যাক করতে পারবেন তো চলুন দেখি এখন ।

 প্রথমে নিচের লিংক থেকে বট টি স্টার্ট করুন।

বট লিংক:- Click Hare
অথবা,
https://t.me/Ip_trackers_bot


টেলিগ্রাম বটটি ওপেন করে নেবেন এরপর হচ্ছ /Start এ ক্লিক করবেন!


তারপর [Get Information] অপশনে এ ক্লিক করবেন!

তারপর ভিকটিম এর আইপি এড্রেস টি চাইবে ওইটা দিবেন ।

এর পড়েই দেখবেন ম্যাপ লোকেশন সহ সব ডিটেইলস দিয়ে দিবে। 

এই ভাবে সবাই বট ব্যবহার করুন কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না আর আপনারা বল্লে আইপি এড্রেস কালেক্ট করার টুলস বট এ লাগিয়ে দিবো ।