Site icon Trickbd.com

এবার হ্যাক করে এন্ড্রয়েড ফোনের প্যাটার্ন লক খুলুন কোন প্রকার ডাটা লস কিংবা রিসেট ছারাই শুধু ফোনের মাধ্যমে by – A$HIF

Unnamed

আসসালামু আলাইকুম। আশা করি ভাল আছেন। এটা ট্রিকবিডি তে আমার ১ম পোষ্ট। তাই ভুল ত্রুটি মাফ করবেন।

আজ আমি আপনাদের শেখাব কিভাবে কোন ডাটা লস ছারাই প্যাটার্ন লক খোলা যায়। আমি এই বিষয়ে অনেক পোষ্ট দেখেছি কিন্তু সবাই ঘুরেফিরে রিসেট এর কথা বলে তাই অনেক খুঁজে খুঁজে কয়েক টা ট্রিক বের করেছি ।
আমি মোট ৩ টি ট্রিক শেখাব। যার একটি তে শুধু ফোন দিয়ে আর ২ টি তে পিসির সাহাজ্যে লক খুলব ।
আজকে শুধু ফোন দিয়ে করব
আমি এই ট্রিক টি
symphony w75
Android version : 4.4.2
এ ট্রাই করে সফল হয়েছি ।
তাই প্লিজ কেউ ট্রাই না করে বাজে কমেন্ট করবেন না। আর আমার ফোন এ রিকোভারি মোড এ screenshot নেয় না তাই স্ক্রিনশট দিতে পারব না। কিন্তু আমি সব ডিটেইলস বলছি আশা করি বুঝতে সমস্যা হবে না।

তো বেশি কথা বলে শুরু করি

এই কাজের জন্য আপনার প্রয়জন হবে
১) একটি rooted cwm recovery mode install করা ফোন।(twrp তে আমি ট্রাই করি নি তাই বলতে পারব না)

২) Aroma recovery file manager.zip (link পোষ্ট এর শেষে দেয়া আছে। আমি দুইটা ভার্সন এর লিংক দিয়েছি একটা কাজ না করলে অন্যটা ট্রাই করবেন তবে ভার্সন aromafm-2.00-b6 দিয়ে কাজ করেছি)
৩) একটি মেমরি কার্ড

তো সব নিয়েছেন আশা করি এবার কাজ শুরু করি ।

আমি স্টেপ বাই স্টেপ বলছি

১) প্রথমে aroma file manager.zip ফাইল টি আপনার মেমোরি তে রাখুন কোন ফোল্ডার এ রাখবেন না

২) এবার ফোনে মেমোরি লাগিয়ে রিকোভারি মোড চালু করুন।

৩) এবার install zip file from sd card করুন এবং zip ফাইল টি ইন্সটল দিন।

৪) এবার একটি ফাইল মেনেজার চালু হবে রিকোভারি মোড এ। আপনি এখন টাচ করে কাজ করতে পারবেন twrp এর মত। সমস্যা হলে volume (+) (-) চেপে কাজ করুন।

৫)এবার নিচে গিয়ে অপশন থেকে সেটিং এ যান। এবং অপশন থেকে automount all device on start সিলেক্ট করে সেভ করুন।

৬) এবার আবার অপশন থেকে exit করে বের হয়ে যান।

৭) এবার আবার install zip file from sd card করুন এবং zip ফাইল টি ইন্সটল দিন।

৮) ফাইল মেনেজার আবার ওপেন হলে নিচ থেকে Data > system ফোল্ডার এ যান। অনেক ফাইল পাবেন। সেখান থেকে gesture.key
বা
password.key

যেকোনো একটা ফাইল ডিলেট করে দিন। ২ টাই করবেন না। আবার কিছু ফোনে একটাও থাকতে পারে। সেক্ষেত্রে যেটা থাকবে সেটা ডিলেট করে দিন।

৯) এবার আবার back করে অপশন থেকে exit করুন।

১০) এবার রিকোভারি মেনু থেকে reeboot to start করে ফোন চালু করুন।

এবার ফোন টা চালু করুন কি দেখছেন চোখ কপালে উঠেছে?
এখনো প্যাটার্ন দেয়া কেন? 🙂
চিন্তা নেই আমি আছি না।
এবার প্যাটার্ন লক দেখতে পাবেন এবং আপনি ইচ্ছামত একটি প্যাটার্ন দিন আপনার লক খুলে যাবে :)।

এবার সেটিং থেকে লক চেঞ্জ করে দিন।

আশা করি ভাল লেগেছে।

যদি এত ঝামেলা পছন্দ না হয় তাহলে পরের পোষ্ট এর জন্য অপেক্ষা করুন। আমি কিছুদিনের মধ্য ২য় পোষ্ট টা করব। ভাল থাকবেন।

Aroma file manager.zip 2 in one :: dropbox link
zip password : A$HIF

পোষ্ট টি আমার নিজের লেখা গুগলে পাবেন না কপি করলে ক্রেডিট দিবেন।

কোন ভুল হলে মাফ করবেন।
ধন্যবাদ Riadrox ভাইকে। ভাই এর পোষ্ট দেখেই পোষ্ট করার অনুপ্রেরণা পেয়েছি। না বুঝলে কমেন্ট করবেন। ধন্যবাদ পোষ্ট টি পড়ার জন্য।