Site icon Trickbd.com

দুইটি কার্যকর পদ্ধতিতে হ্যাক করুন RAR, ZIP, 7Z বা অন্যান্য আর্কাইভের যেকোনো ধরনের পাসওয়ার্ড ![By Sajeeb]

Unnamed

পদ্ধতি-১ :

বিঃ দ্রঃ এই মেথোড ব্যবহার করে আপনি RAR আর্কাইভের কেবল Numeric Password অর্থাৎ সংখ্যাবাচক পাসওয়ার্ড হ্যাক করতে পারবেন। আপনি যদি মনে করেন আপনার কাঙ্ক্ষিত রার আর্কাইভের পাসওয়ার্ডটি সংখ্যাবাচক তবে এই পদ্ধতিটি আপনার জন্য। আরও একটি কথা এই পদ্ধতিতে হ্যাক করতে হলে আপনার পিসিতে Winrar সেটাপ করা থাকতে হবে। আপনার কাছে Winrar না থাকলে নিচ থেকে ডাউনলোড করে নিন।

winrar64 bit

winrar32 bt

তাহলে চলুন শুরু করা যাক।

এখানে গিয়ে নোটপ্যাড অপেন করুন- Start >>
Run >> Type ”Notepad” >>
Enter

Step 2: Paste The Codes
এবার নিচের কোডটি হুবহু কপি করে নোটপ্যাডে পেষ্ট করুন।

ট্রিক বিডি তে এত লিনক দিলে পস্ট পাব্লিস হয় না নিচ থেকে ফাইল টি নামিয়ে নিন

Step 3: Save As Batch File

এবার ফাইলটি যেকোনো একটি নামে সেইভ করুন। তবে খেয়াল রাখবেন এক্সটেনশান যাতে .bat থাকে। যেমনঃ RarPassCracker.bat।


আপনি যদি কষ্ট করে ব্যাচ ফাইল তৈরি করতে না চান তাহলে এখান থেকে ফাইলটি ডাউনলোড করে নিন।

RarPassCracker.bat

Step 4: Run The Batch File

এবার তৈরি করা / ডাউনলোড করা ব্যাচ ফাইলটি রান করুন। তাহলে এরকম একটি পর্দা আসবে।

এখানে Enter File Name অংশে আপনার রার ফাইলটির নাম দিন এবং Enter Full Path এ রার ফাইলটির লোকেশন টাইপ করুন।

Step 5: Wait Some Times

এখন আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে। সময় নির্ভর করবে রার আকর্াইভের সাইজের উপর।

কিছু সময় পর আপনার রার আর্কাইভের নামেরিক পাসওয়ার্ড দেখাবে।

পদ্ধতি-২:

এই পদ্ধতিতে আপনি সকল ধরনের পাসওয়ার্ড হ্যাক করতে পারবেন এবং এটি সকল ধরনের আর্কাইভের জন্য। তবে এর জন্য আপনাকে ধৈর্যের পরিক্ষা দিতে হবে।

Step 1 :

প্রথমেই আপনাকে একটি হ্যাকিং টুল ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন-AAPR Tool

Step 2 :

ডাউনলোড করা শেষ হলে সফটওয়ারটি ইনস্টল করুন এবং সিরিয়াল কী দিয়ে সফটওয়ারটিকে ফুল ভার্সন করে নিন।

Step 3 :

রার পাসওয়ার্ড হ্যাক করার জন্য প্রথমেই আপনাকে এটাকের ধরন নির্বাচন করতে হবে। নিম্নে বিভিন্ন ধরনের এটাকিং নিয়ে কিছু সংক্ষিপ্ত তথ্য বর্ণনা করা হল। তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি কোন ধরনটি নির্বাচন করবেন।

♦ Brute-force :

আপনি যদি মনেকরেন যে রার ফাইলে দেওয়া পাসওয়ার্ডটি ছোট তাহলে আপনি এই অপশনটি ব্যবহার করতে পারেন। অর্থাৎ এই অপশনটি কেবল স্মল পাসওয়ার্ড হ্যাকের উপযোগী। তাই এই অপশনে সময়ও কম লাগে।

♦ Mask :

আপনি যদি ধারণা করেন যে পাসওয়ার্ডটি হতে পারে একটি ইমেইল এড্রেস কিংবা একটি ওয়েবসাইটের ঠিকানা, তাহলে আপনি এই অপশনটি ব্যবহার করতে পারেন। সাধারণত video file রার করার সময় অনেকে ওয়েবসাইট বা ইমেইল ঠিকানা ব্যবহার করে থাকেন।

♦ Dictionary :

আপনি যদি রার ফাইলের পাসওয়ার্ডটি কি ধরনের হতে পারে তা ধারণা করতে না পারেন তাহলে এই অপশনটি আপনার জন্য। এই মোডটি সম্ভাব্য সকল ধরের পাসওয়ার্ড সার্চ করবে এবং যখনই কোনো একটি পাসওয়ার্ডটি মিলে যাবে তখনই আপনাকে পাসওয়ার্ডটি দেখাবে। এটা অনেকটা ডিকশনারির মতো।

Step 4 :

আপনি আপনার নিজের মতো করে সার্চিং মোড সাজিয়ে নিতে নিচের চেক বক্স গুলোকে চেক বা আনচাক করতে পারেন । তবে আপনি রিকমেন্ড করব যাতে আপনারা সবগুলো বক্সেই চেক দেন। কারণ পাসওয়ার্ডটি সরল নাও হতে পারে।

নোটঃ

ডিকশনারি এটাকে এই অপশনগুলো আসবেনা।

Step 5 :

এখন আপনি যে রার ফাইলটির পাসওয়ার্ড হ্যাক করতে চান, সেটা সিলেক্ট করুন।

Step 6 :

৫ নং ধাপ সম্পন্ন হলে অটোমেটিক্যালি হ্যাকিং শুরু হয়ে যাবে। শুরু না হলে Start ক্লিক করুন।

এখন আপনাকে আপনার ধৈর্যের পরিক্ষা দিতে হবে।

ধৈর্য ধরতে না পারলে নির্দিষ্ট সময়ের জন্য ঘুমিয়ে পড়ুন বা অন্য কোনো কাজ করুন।

Step 7 :

সফটওয়ারটি যখন পাসওয়ার্ডটি ধরতে পারবে তখন আপনাকে তা একটি পপ আপ ম্যাসেজের মাধ্যমে জানিয়ে দেবে।

Step 8 :

পাসওয়ার্ড পেয়ে গেলে কী করবেন তা আর নাইবা বললাম।

আজ এখানেই শেষ করলাম। আশা করি টিউনটির মাধ্যমে আপনারা উপকৃত হবেন।

Exit mobile version