কেমন আছেন সবাই আসা করি ভাল
অনেক দিন পর ট্রিকবিডিতে পোস্ট করা
তাহলে কাজের কথায় আসি
আমরা কিছু অ্যাডভান্স অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলি যেটা এথিক্যাল হ্যাকিং এবং অনুপ্রবেশ যাচাইকরণের (pen teasting) জন্য সাহায্য করে। একটা সিকিউরিটি-ফোকাস্ড অপারেটিংসিস্টেম একজন হ্যাকারের সেরা বন্ধু কারণ এটা তাদেরকে কম্পিউটার সিস্টেম অথবা কম্পিউটার নেটওয়ার্কের দুর্বলতা সনাক্ত করতে সাহায্য করে।
১. Kali Linux:
এথিক্যাল হ্যাকিং-এর কথা উঠলেই কালী লিনাক্সের নাম চলে আসে। এটা ডেভেলপ করেছে Offensive Security, BackTrack-এর রি-রাইট হিসেবে,
আমাদের তালিকায় কালী লিনাক্স ডিস্ট্রো হ্যাকিং-এর জন্য সেরা অপারেটিং সিস্টেম।
ডেবিয়ান-ভিত্তিক এই অপারেটিং সিস্টেমে ৬০০-এর বেশি পেন টেস্টিং টুলস আগে থেকেই ইনস্টল করা থাকে যেটা আপনার নিরাপত্তা টুলবক্সকে সমৃদ্ধ করে তোলে।
২. Parrot Security OS:
ডেবিয়ান-নির্ভর এই Parrot Security OS ডেভেলপ করেছে Frozenbox’s team। এই cloud-friendly লিনাক্স ডিস্ট্রিবিউশন এথিক্যাল হ্যাকিং, পেন টেস্টিং, কম্পিউটার ফরেনসিক, ক্রিপ্টোগ্রাফি ইত্যাদি জন্য ডিজাইন করা হয়েছে। অনান্যদের তুলনায় Parrot Security OS একটি লাইটওয়েট ওএস যেটি অত্যন্ত দক্ষভাবে কাজ করে
৩. BackBox
BackBox লিনাক্স একটা Ubuntu-ভিত্তিক অপারেটিং সিস্টেম যেটাতে নিরাপত্তা মূল্যায়ন এবং অনুপ্রবেশ যাচাইকরণের জন্য ফোকাস করা হয়েছে। BackBox লিনাক্স নিরাপত্তা বিশ্লেষণের প্রচুর টুলস নিয়ে এসেছে যেটা আপনাকে ওয়েব অ্যাপ্লিকেশন বিশ্লেষণ, নেটওয়ার্ক বিশ্লেষণ ইত্যাদি করতে সাহায্য করবে। হ্যাকারদের এই প্রিয় অপারেটিং সিস্টেমটি একটা সম্পূর্ণ পরিপূর্ণ ডেস্কটপ এনভায়রনমেন্ট নিয়ে এসেছে যেটা ব্যবহার করা খুবই সহজ।
Download
৪. Samurai Web Testing Framework:
Samurai Web Testing Framework মূলত এটি একটি লাইভ লিনাক্স এনভায়রনমেন্ট যেটি ওয়েব পেন-
টেস্টিং প্ল্যাটফর্ম হিসেবে কাজ করার জন্য প্রি-কনফিগার করা।
এই ফ্রেমওয়ার্কে একাধিক ফ্রি এবং ওপেন সোর্স হ্যাকিং টুলস রয়েছে যেটা ওয়েবসাইটের দুর্বলতা বের করার জন্য ব্যাবহৃত হয়। এটা প্রায়ই ওয়েব অনুপ্রবেশ যাচাইকরণের (Web Penetration Testing) জন্য সেরা অপারেটিং সিস্টেম বলা হয়
৫. Bugtraq
এটা ডেবিয়ান, উবুন্টু, এবং openSUSE-তে পাওয়া যায়। Bugtraq ইলেকট্রনিক মেইলিং তালিকায় বিশুদ্ধরূপে কম্পিউটার নিরাপত্তা দেওয়ার জন্য বিখ্যাত।
ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।
আমাদের ফেইসবুক গ্রুপ
মেয়েদেরনামে কেন??যেমনঃ ক্যাটরিনা, নার্গিস,বিলকিস,আয়লা, নাইলা, রোয়ানু, মোরা!!এমন কেন যানেন ?তার মানে কিবৈজ্ঞানিক ভাবেও এটা প্রমানিত যে,মেয়েরা_সর্বনাশী…