Welcome to TrickBD
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই?
আশা করছি ভালোই আছেন।
ট্রিকবিডিতে এটা আমার প্রথম পোস্ট।
সো, কোন ভূলত্রুটি থাকলে শুধরে দিবেন আশা করছি।
তো কাজের কথায় আশা যাক,
অ হা, অনেকেই হয়তো ভাববেন যে এমন পোস্ট হয়তো আগে কেউ করে থাকবে(যদিও আমি জানিনা)।
কিন্তু আমি বলব, পূরো পোস্টটা না পরে
বেড কমেন্ট করবেন না।
শুরু করছি।
১/ প্রথমে আপনার মোবাইলের Security setting এ যাবেন।
২/ সেখানে Device administrator খুজে বের করুন।(see sshot)
৩/ সেখানে গেলে আপনার App Locker/security app গুলু দেখতে পাবেন।(see sshot)
৪/ Vault(আপনার ভিক্টিমের যেটা আছে) app টায় টিক দেয়া আছে। টিক উঠিয়ে দিন।
৫/ টিক উঠাতে গেলে Deactive করতে বলবে। Deactive করে দিন।(See sshot)
৬/ আপনার কাজ আপাতত শেষ।
৭/ এবার App list এ গিয়ে vault open করে force stop /uninstall (any one)করে দিন।
Done!
★ এবার আপনি মোবাইলের সকল অ্যাপ অ্যাক্সেস করতে পারবেন। অর্থাৎ পাসওয়ার্ড চাইবেনা।