Site icon Trickbd.com

যে কোন App Locker/Security app Force stop/Uninstall করুন Safe mod ছারাই এবং ব্যবহার করুন সকল অ্যাপ।

Unnamed


Welcome to TrickBD

আসসালামু আলাইকুম।

কেমন আছেন সবাই?
আশা করছি ভালোই আছেন।
ট্রিকবিডিতে এটা আমার প্রথম পোস্ট।
সো, কোন ভূলত্রুটি থাকলে শুধরে দিবেন আশা করছি।

তো কাজের কথায় আশা যাক,
অ হা, অনেকেই হয়তো ভাববেন যে এমন পোস্ট হয়তো আগে কেউ করে থাকবে(যদিও আমি জানিনা)।
কিন্তু আমি বলব, পূরো পোস্টটা না পরে
বেড কমেন্ট করবেন না।


শুরু করছি।



১/ প্রথমে আপনার মোবাইলের Security setting এ যাবেন।

২/ সেখানে Device administrator খুজে বের করুন।(see sshot)

৩/ সেখানে গেলে আপনার App Locker/security app গুলু দেখতে পাবেন।(see sshot)
৪/ Vault(আপনার ভিক্টিমের যেটা আছে) app টায় টিক দেয়া আছে। টিক উঠিয়ে দিন।

৫/ টিক উঠাতে গেলে Deactive করতে বলবে। Deactive করে দিন।(See sshot)

৬/ আপনার কাজ আপাতত শেষ।
৭/ এবার App list এ গিয়ে vault open করে force stop /uninstall (any one)করে দিন।

Done!


★ এবার আপনি মোবাইলের সকল অ্যাপ অ্যাক্সেস করতে পারবেন। অর্থাৎ পাসওয়ার্ড চাইবেনা।

প্রবলেম হলে অবশ্যইই কমেন্ট করবেন।


Take care! Good Bye!