Site icon Trickbd.com

[Must See] এবার প্লে ষ্টোরের পেইড এপ্স হ্যাক করুন নতুন রূপে [না দেখলে মিস]

Unnamed

বন্ধুরা শুরুতেই সবাই কে আমার সালাম

আসসালামু আলাইকুম,।
কেমন আছেন সবাই?
আশা করি ভালোই আছেন।
আমি আপনাদের দোয়া ভাল আছি।
যদি কোন ভুল হয় আমাকে ক্ষমা করবেন।

অন্যকে হেল্প করার আগ্রহ থাকা দরকার।
আমার মনে হয় আমার দুটোই আছে। তাই যেকোন
সময় যেকোন প্রয়োজনে আমাকে নক করতে পারেন,
আমি আছি আপনাদের সেবায়।


ফেইসবুকে আমি ASR RIFAT



যাই হোক এবার কাজের কথাই আসি।

আজকের এই পর্বে আমি আপনাদেরকে একটি
স্পেসাল ট্রিক দেখাব। টাইটেল দেখে
নিশ্চয় বুঝে গিয়েছন।
আমি আজ আপনাদেরকে দেখাব কিভাবে
প্লে স্টোরের পেইড অ্যাপ গুলো ফ্রী
ডাউনলোড করবেন কোন প্রকার ঝামেলা
ছাড়াই। তাহলে চলুন শুরু করা যাক।
১।প্রথমে আপনাকে একটি অ্যাপ ডাউনলোড

করতে হবে। অ্যাপ টির নাম হল “appvn”।
অ্যাপ টি আপনারা গুগল এ সার্চ করেই
পেয়ে যাবেন। গুগল থেকে অ্যাপ টি
ডাউনলোড করে নিন। অথবা এখানে ক্লিক
করুন Download Appvn.Apk
২।এরপর অ্যাপটি Install করে নিন। Install
শেষে অ্যাপটি open করুন এবং উপরে অপশন এ
আপনি একজন নিউ ইউজার হিসেবে
রেজিস্ট্রেশন করুন।তবে গুগলের সাথে
কানেক্ট করাই ভাল হবে।

৩।এরপর মেনুতে যান

৪।এখন সেটিং গিয়ে লেঙ্গুয়েজ
English কর দিন

৫। রেজিস্ট্রেশান করার পর প্লে স্টোরে এ
যান। এখন যেকোনো একটি পেইড অ্যাপ
সিলেক্ট করুন।

৬। অ্যাপ এর নিচে দেখুন রেভিউ এন্ড পাশে
লেখা আছে শেয়ার। শেয়ার এ ক্লিক দিন।
দেখবেন “appvn” এর লোগো আছে সেখানে।

৭। appvn সিলেক্ট করুন

৮।এখন দেখুন আপনার appvn
এর ভিতর ডাউনলোড অপশন আসবে।

ডাউনলোড অপশনটি সিলেক্ট করে কিছুক্ষন
অপেক্ষা করুন।
দেখবেন ডাউনলোড শুরু হয়ে গেছে আর
উপভোগ করুন পেইড অ্যাপ এর মজা।

যারা নতুন নতুন ফ্রিনেট,মুভি,গান,এপ্স
এর আপডেট পেতে চান তারা


Movie,Apps Link Share BD


তে জয়েন করুন।


# পোস্ট লিখে আমার কোনো লাভ নাই, তাই কেউ খারাপ মন্তব্য করবেন না।

কষ্ট করে টিউন লিখি, শুধু আপনাদের কিছু টা উপকার
করার জন্য। আমার টিউন পড়ে আপনার বিন্দুমাত্র
ভাল লাগে/উপকার হয়, তবেই আমার কষ্ট সার্থক।
আমার মনে হয় আমরা সকলে যেটুকু জানি সেটুকুই
যদি আমরা সকলের সাথে ট্রিকবিডিতে শেয়ার করি
তাহলে সবাই শেখার/ জানার সুযোগ পাই।
তাই সকলের প্রতি আমার অনুরোধ, আপনারা কেউ
একে অপরের প্রতি হিংসা করবেন না।
আমরা তো সকলেই বন্ধু, তাই না?
চলে যাওয়ার মুহুর্তে আরেকটি কথা বলতে চাই,
আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন।
আল্লাহ্ হাফেজ