আসসালামুয়ালাইকুম
কেমন আছেন সবাই আশা করি ভালই আছেন।
ট্রিকবিডিতে এথিকাল হ্যাকিং নিয়ে পোস্ট করা শুরু করেছিলাম কিন্তু যথেষ্ট সাড়া পেলাম না তাই আপাতত এথিকাল হ্যাকিং নিয়ে কোনো পোস্ট করবোনা।
আজকে আমি যে পোস্ট নিয়ে আলোচনা করবো তা হলো কিভাবে আপনি কানেক্টেড ওয়াইফাই লাইফটাইম এর জন্য হ্যাক করবেন অর্থাৎ এডমিন পাসওয়ার্ড পরিবর্তন করলেও আপনি কানেক্ট করতে পারবেন।
((((এই পোস্ট আমি শিখার জন্য দিচ্ছি।কোনো খারাপ উদ্দেশ্যে ব্যাবহার করলে আমি বা ট্রিকবিডি কেউই দায়ী নয়)))
- যারা ট্রিক্সটি জানেন এটি এড়িয়ে চলুন।
মূল প্রসঙ্গ
- আগেই বলেছি এই ট্রিক্স এর জন্য রুট লাগবেনা।রুট থাকলে সমস্যা হবেনা।রুট থাকলে পাসওয়ার্ড শো করবে।
- পাসওয়ার্ড ভুলে গেলে এই পদ্ধতিতে ফিরে পাবেন।
- এডমিন পাসওয়ার্ড হাজারবার পরিবর্তন করলেও পাসওয়ার্ড পাবেন।
এর জন্য আপনার একটি রাউটার এ কানেক্ট থাকতে হবে।কিভাবে ওয়াইফাই হ্যাক করতে হয় এর অনেক পোস্ট ট্রিকবিডিতে আছে তাই আমি আর বললাম না।
সমস্যা হচ্ছে পাসওয়ার্ড পরিবর্তন করলে কানেক্টে।
প্রথমে নিচে থেকে এপ্সটি নামিয়ে নিন
তারপর ওপেন করে নিচের দেখানো জায়গায় ক্লিক করুন।
তারপর আপনার রাউটার এর লগিন পেজ ওপেন হবে।অইখানে ইউজার নেম admin এবং পাসওয়ার্ড ও এডমিন দিন।
আমি টিপি লিংক এর টা দেখাচ্ছি। অন্য রাউটার এর ডিফল্ট আইডি আর পাসওয়ার্ড আলাদা হতে পারে।অন্যান্য রাউটারের এডমিন প্যানেল এর ডিফল্ট পাসয়ার্ড জানতে গুগল এ সার্চ দিন।
যদি এডমিন পাসয়ার্ড চেঞ্জ করে তাহলে?
তাহলে আপনার রুটেড ডিভাইস লাগবে।এবং এর ট্রিক্স ও আলাদা। যদি ডিফল্ট পাসওয়ার্ড এ কারো কানেক্ট না হয় অর্থাৎ এডমিন পাসওয়ার্ড চেঞ্জ করে দেয় তাহলে জানবেন আমি আরেকটি টিউটোরিয়াল দিয়ে দিবো।
রাউটার এ লগিন এর পর নিচের মত wps লেখা পাবেন।ওইটাতে ক্লিক করুন
আপনার কাংখিত wps pin নিচের মত পাবেন
এখান থেকে আপনি wps enebled করে দিবেন এবং রাউটার রিবুট দিবেন। রিবটের জন্য নিচে দেওয়া জায়গায় ক্লিক করবেন
রিবুট হতে কিছু সময় লাগবে।রিবুট হয়েগেলে আপনার ওয়াইফাই অটোমেটিক কানেক্ট হবে।
তারপর নিচের এপটি নামিয়ে নিবেন
ডাউনলোড করে ওপেন করবেন।এপ এর আমার দেওয়া ভারসন এ প্রো প্যাচ আনলক করা আছে। প্লে স্টোর এ কিনতে ডলার লাগবে।ওপেন করে নিচের দেওয়া জায়গায় ক্লিক করবেন
ওয়াইফাই এর নাম শো করবে।নামে ক্লিক করুন।নিচের মত আসবে
কাস্টম পিন এ ক্লিক করুন নিচের মত আসবে
অই ৮ সংখ্যার পিন এর জায়গায় wps পিনটি বসিয়ে দিন।তার আগে আপনার ওয়াইফাই ফরগেট মারেন।ফরগেট মারার জন্য settings>wifi এ গিয়ে ওয়াইফাই এর নামের উপর ক্লিক করে ফরগেট মারেন।তারপর পিন দিয়ে কানেক্ট দেন।
কানেক্ট হবে।আর পাসওয়ার্ড জা ই হোকনা কেন আপনার কানেক্ট হবে।
কোনো সমস্যা হলে ফেসবুক এ আমি
এর পরেও না বুঝলে ভিডিও টিউটোরিয়ালটি দেখুন
[img=5621642]
এই সব code কপি করে পোস্ট করেন