আসসালামুয়ালাইকুম
কেমন আছেন সবাই?২য় পার্ট এর জন্য সবাই অপেক্ষা করছিলেন।সময়ের অভাবে ২য় পার্ট দিতে একটু দেরি হলো।
তো শুরু করার পূর্বে যারা আগের পর্ব পড়েন নাই তারা এখান থেকে দেখে নিন
প্রথমত আপনাদের একটি সমস্যা দেখা দেয় যা আমি প্রতি পোস্টেই দেখতে পাই তা হলো
ভাই ডাউনলোড হচ্ছে না- লিংক ঠিক করেন
- কিভাবে ডাউনলোড করবো
উত্তর
মূল প্রসঙ্গ
আজকে যে ওয়াইফাই হ্যাক দেখাবো এটা দিয়ে যেকোনো সিকুরিটির ওয়াইফাই হ্যাক করতে পারবেন।কিন্তু আগেই বলছি কোনো ক্ষেত্রে অনেক সময় লাগতে পারে। এটা নির্ভর করবে আপনার ভিক্টিম কেমন কঠিন পাসোয়ার্ড ব্যাবহার করেছেন।
যে পদ্ধতিতে হ্যাক প্রসেস চালানো হবে তা হলো ডিকশনারি এটাক।অনেকেই এর সাথে পরিচিত।
ডিকশনারি এটাক জিনিসটা আসলে কি??
উত্তর: এটা কোনো জিনিস না এটা একটা প্রসেস।এর পাদ্ধমে আপনি একটি text বা dic ফাইল এর মাদ্ধমে কোনো ওয়াইফাই, ফেসবুক একাউনট,জিমেইল একাউন্ট ইত্যাদিতে একের পির এক পাসওয়ার্ড ট্রাই করে একসময় কাংখিত পাসোয়ার্ড দিয়ে কানেক্ট হয়।এই পাসোয়ার্ড লিস্ট আসলে হ্যাকারদের মাদ্ধমে বানানো হয়।
পাসোয়ার্ডলিস্ট মূলত কাজ করে যে ব্যাক্তির কোনোকিছু হ্যাক করবেন তার উপর। তবে সার্বজনিন পাসোয়ার্ড লিস্ট এমনভাবে তৈরি করা হয় যেই পাসোয়ার্ড কোনো না কোনো সময় কেউ ব্যাবহার করেছিলো ফেসবুক বা জেকোনো জায়গায়।ডিকশনারির সকল ওয়ার্ড এর পাশে বিভিন্ন সংকেত বসিয়ে আরো অনেক উপায়ে যা বলতে গেলে ডিক্সনারি নিয়েই ২-৩ টা পার্ট বানাতে হবে।
ডিকশনারি এটাকের জন্য এন্ড্রয়েড এর প্রসেসর ভালো হওয়া জরুরি কেননা প্রসেসর ভালো না হলে ডিকশনারি এটাকে সময় বেশি লাগবে।
প্রথমে ডিকশনারি এটাক এর জন্য একটি এপ নামিয়ে নিন প্লেস্টোরে পাবেননা।
এপটা নামানোর পর অপেন করুন।
add network এ দিলে এভিলেবল নেটোয়ার্ক শো করবে।জেটাতে এটাক দিতে চান সিলেক্ট করুন।
সিলেক্ট করার পর নিচের মত পেজ আসবে
আপনি চাইলে স্ক্রিনে দেওয়া ডিকশনারিগুলো ট্রাই করতে পারেন নাহলে আমি কিছু ডিকশনারি দিচ্ছি ওগুলো নামিয়ে নিবেন।ডিকশনারিগুলো অনেক কষ্ট করে বিভিন্ন হ্যাকিং সাইট থেকে সংগ্রহ করা।ডাউনলোড এর নিয়মটা উপর থেকে আবার পড়ে নিবেন।এখানে আমি ২৭ টা ডিকশনারি ফাইল এর লিংক দিবো।ফাইলগূলোর সাইজ একেবারেই কম।পারলে সবগুলো ডাউনলোড করবেন আপনার জন্যই ভালো।
সবগুলো ফাইল ই 7zip এ কম্প্রেস করা।
এদের ডিকম্প্রেস করতে rar ব্যাবহার করুন। জারা ডিকম্প্রেস করতে পারেন না আমাকে ফলো করুন।
যেকনো ফাইল এক্সপ্লোরার থেকে জিপ ফাইলে ক্লিক করুন। তারপর rar এ ক্লিক করুন।নিচের মত আসবে।
ফাইল এ টিক দিয়ে দেখানো জায়গায় ক্লিক করুন।তারপর নিচের মত করে ওকে দিন
ব্যাস আপনার ফাইল ডিকম্প্রেস হয়ে যাবে।
এরপর উপরে দেখানো wibr এ ঢুকে একেবারে উপরের দিকে দেওয়া স্ক্রিনশটের মত add custom dictionary তে ক্লিক দিয়ে নিচের মত যেকোনো ফাইল ম্যানেজার সিলেক্ট করুন।আমি Es file explorar pro সিলেক্ট করছি।
তারপর আপনার ডিকশনারি ফাইল সিলেক্ট করুন
আমি এটা সিলেক্ট করলাম।সিলেক্ট করে নিচের দেখানো জায়গায় ক্লিক করবেন
কিছু সময় পর নিচের মত ডিকশনারি ফাইল এড হবে
তারপর ADD TO QUEUE তে মারলে এটাক শুরু হবে।
এখন অনেক বড় ফাইল যেমন ৫৬ এমবি এর একটা ডিকশনারি ফাইল দিয়েছি অইটা এক্সট্রাক্ট করলে ১৩৭ এমবি এর মত হবে।ওটা আপনি এটাকের জন্য এড করতে পারবেন না।কারণ ফাইলটা অনেক বড়।এর জন্য আপনাকে ফাইল্টিকে ছোট ছোট ভাগে ভাগ করতে হবে।
এর জন্য আমি একটি এপ এর লিংক দিচ্ছি অটা নামিয়ে নিবেন
নামিয়ে এপটি পএন করুন নিচের মত প্লাস আইকনে ক্লিক করুন
তারপর লোকেশন storage এ ক্লিক করুন
তারপর ফোনে ডিকশনারি টি থাকলে sdcard0 এবং ম্যামরিতে থাকলে sdcard1 সিলেক্ট করুন।
তারপর যেই ফোল্ডারে ফাইলটি রেখেছেন ওই ফোল্ডার থেকে ফাইল সিলেক্ট করুন।ঠিক একই পক্রিয়ার আউটপুট ফাইল এর লোকেশন সিলেক্ট করুন
এরপর উপরে দেখানো size এ ক্লিক করুন।তারপর নিচের মত ৫ এম্বি সিলেক্ট করুন।এবং স্টার্ট করুন
ফাইল ভাগ হয়ে যাবে
বুঝতে সমস্যা হলে ভিডিওটি দেখুন
এবং ফেসবুকে আমি