আসসালামু ওয়ালাইকুম। আশা করি সকলে ভালই আছেন। আর আমিও আল্লাহরর রহমতে ভালই আছি!
আডমিনদের সাথে কিছু ভুল বোঝাবুঝির কারনে বেশ কিছু দিন ট্রিকবিডিতে পোস্ট করা হয় নি। অনেক দিন পরে আজ ট্রিকবিডিতে লিখতে বসলাম! ?
বর্তমানে ইন্টারনেট জগতের সবচাইতে আলোচিত বিষয় হলো ব্লু হোয়েল (নীল তিমি)
এই গেমস সম্পর্কে আমার তেমন কোনই ধারনা নাই। যেই টুকু জেনেছি তা বিভিন্ন পত্রিকা, প্রকাশনী ও অনলাইন আর্টিকেল পরে। তাই এই গেইম সম্পর্কে বেশী কিছু বলছি না।
যাই হোক এই গেম নিয়ে অনেকে অনেক কিছুই বলছে এখন। কিন্তু দুঃখজনক বিষয় হলো এইসব কারো কথারিই ভিত্তি, প্রমান কিছুই নাই। তাই কিছু বিশ্বাস ও করতে পারছি না। বাঙ্গালী বুঝুক আর নাই বা বুঝুক টপিক এখন একটায় Blue Whale ?
অনেকেই আবার বলছেন যে এইটা নাকি ডার্ক ওয়েবে পাওয়া যাচ্ছে! আর সেই থেকে জনগন শুরু করছে ডার্ক ওয়েব নিয়ে বিভিন্ন মন্তব্য!
কেউবা বলছেন মোবাইল থেকে ডার্ক ওয়েব ভিজিট করা যায় না। আবার কেউবা বলতিছে ডার্ক ওয়েবে সবাই যেতে পারবে না
আবার কেউ কেউ বলে ডার্ক ওয়েবে স্ক্রিনশট নেয়া যায়না। আরো অনেক কিছু যে যার মতো করে বলছে!
আর সকলের এসব ভুল ধারনাগুলো ভেঙ্গে দেবার জন্যই আমি এই পোস্ট টি করলাম! ?
আসলে যে কেউ চাইলে ডার্ক ওয়েবে তার আন্ড্রয়েড ফোন থেকেই প্রবেশ করতে পারেন। কিন্তু এক্ষেত্রে সিস্টেম টা একটু আলাদা আর কি!
অনেক বক বক তো করলাম এইবার চলুন মূল পোস্ট শুরু করা যাক।
ওনলাইনের যে কোন সমস্যা সমাধানের জন্য আমাদের ফেইসবুক গ্রুপে যুক্ত হতে পারেন।
আমাদের ফেইসবুক গ্রুপ- সাইবার ৫২
মোবাইল থেকে ডার্ক ওয়েবে প্রবেশ!
এর জন্য আপনার একটি ভিপিএন অ্যাপ এর প্রয়োজন হবে। অ্যাপ টি হলো – Orbot
আপনারা প্লে স্টোর বা গুগল থেকে নামিয়ে নিন!
এইবার Orbot অ্যাপ টি ওপেন করুন। বাম পাশের ৩ ডট এ ক্লিক করুন।
Apps VPN Mode টা অন করে দিন !
যেই ব্রাউজার দিয়ে ডার্ক ওয়েবে প্রবেশ করবেন সেই ব্রাউজার সিলেক্ট করে ব্যাক করুন।
পার্মিশন চাইলে Active / OK করে দিয়ে দিন।
এইবার দেখবেন যে ভিপিএন টি আক্টিভ হয়ে গেছে! এখন এই আপটাকে মিনিমাইজ করে গুগল ক্রোম এ প্রবেশ করুন। যে কোন ডার্ক ওয়েব সাইটের আড্রেসে প্রবেশ করুন। দেখুন ঢুকতে পারবেন।
আর আপনাদের জন্য একটা ডার্ক ওয়েব এর সার্চ ইঞ্জিনের লিংক দিলাম এটি ব্যবহার করে ডার্ক ওয়েবে সব কিছু খুজে পাবেন।
কেউ কোথাও বুঝতে না পারলে ভিডিওটি দেখতে পারেন-
ভিডিও-
মোবাইল থেকেই খুব সহজে প্রবেশ করুন ডার্ক ওয়েবে!
(ইম্বেড করে দিলে দেখা যাচ্ছে নাহ এখানে!)
আমি প্রমান সরুপ কিছু স্ক্রিনশট দিলাম দেখে নিন!
শেষকথাঃ
এই আর্টিকেল থেকে যদি আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তবে কমেন্টে ধন্যবাদ জানাতে ভুলবেন না। আর্টিকেলটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আর আমার লেখা এরকমের আরো আর্টিকেল পড়ার জন্য এই ব্লগ টি ভিজিট করতে পারেন।