Site icon Trickbd.com

বন্ধুর লগইন থাকা ফেসবুক হ্যাক করুন ১ মিনিটেই। password সেইভ থাকা লাগবেনা। (please read full article)

Unnamed

আসসালামুয়ালাইকুম।

Welcome to TrickBD family

কেমন আছেন সবাই?
আশা করছি ভালোই আছেন।


পোস্টের শুরুতেই অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই রানা ভাইকে যিনি আমাকে তার এই বিশাল প্লাটফর্মে আমাকে লেখার সুযোগ করে দিলেন।
আরো ধন্যবাদ শরীফ ভাইকে।
তিনি আমাকে অথর হতে অনেকটা সাহায্য করেছেন।
আশা করছি আপনাদের নতুন কিছু উপহার দিতে পারবো।
সাথে থাকবেন আশা করছি ।


Attention please: এই পোস্টটি আগে করা হয়েছিলো।
কিন্তু একটা ভুলের কারনে পোষ্টটি ডিলিট করে আবার মোডিফাই করে করা হয়েছে।

আজ আমি দেখাবো কিভাবে আপনার বন্ধুর/বান্ধবির লগইন থাকা ফেসবুক আইডি হ্যাক করবেন। এজন্য Ridmik keyboard কিংবা password সেভ থাকা লাগবেনা। জাস্ট লগিন করা থাকলেই হবে।


চলুন শুরু করছি আমি KM Shariful Islam

1/ প্রথমে যে ব্রাউজারে ফেসবুক লগইন করা আছে সেই ব্রাউজারে প্রবেশ করে ফেসবুকে প্রবেশ করুন। যদি ফেসবুক লগইন করা থাকে তাইলে Linkbar এ লিখুন facebook.com/hacked

2/ এবার এখানে কয়েকটা অপশন দেবে। সবার উপরেরটা সিলেক্ট করে Continue তে ক্লিক করুন।

খারান। এখানে যাদের এই পেজটা আসবেনা কিংবা 4 নং ধাপে পুরাতন পাসওয়ার্ড চাইবে তারা বধোয় এখনই গালাগাল দিতে শুরু করবেন।
কিন্তু, না, আমার ট্রিক ১০০ % ওয়ার্কিং।
আপনারা একটা কাজ করেন, ভিকটিমের আইডিটা লগ-আউট দিয়ে কয়েকবার ভুল পাসওয়ার্ড দিয়ে লগইন দেয়ার চেষ্টা করুন। তারপর আপনি আপাতত মোবাইল রেখে দিন।
পরে যখন ভিকটিম তার আইডিতে ঢুকবে তখন আবার ট্রাই করুন। দেখুন মজা।
এবার ১০০% কাজ হয়ে যাবে।
তবুও যাদের প্রব্লেম হবে তারা এখানে ক্লিক করুন।

3/ আবার Continue তে ক্লিক করুন।

4/ এবার দেখুন মজা। এখানে password চেঞ্জ করতে বলছে।
আপনি জাস্ট একটা নতুন password দুইবার দিয়ে Continue তে ক্লিক করুন।

5/ এখানে চেক বক্সে টিক দিলেই আছেন। না দিলেও আছেন। Skip এ ক্লিক করুন।

6/ এবার দেখুন All finished! দেখাচ্ছে।
মানে আপনার কাজ শেষ। Go tto nnewsfred এ ক্লিক করুন। এখন এই আইডি আপনার দেয়া password এ চলবে।


আজ এ পর্যন্তই।
কেউ খারাপ কাজে ব্যাবহার করবেন না।
আমি জাস্ট মজা করার জন্য ট্রিক দিলাম।
কোন সমস্যা হলে কমেন্ট করবেন।
Please visite once

Wanna Hacker


OR, Get in tuch with me via Facebook
ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ।


white

Exit mobile version