আসসালামু-আলাইকুম।
আশা করি সবাই ভালো আছেন।তো এখন আরো ভালো, সুস্থ ও পবিত্র থাকার জন্য আজকের এই সিম্পেল পোস্ট।
শুরু করা যাক আসল বেপার।আপনি যদি ব্রডবেন্ড ইউজার হন তবে ৮০% সম্বাবনা আছে আপনি রাউটারও ইউস করেন।এবং সেটা আপনার পরিবারের ভাই,বোন বা যে কেউই হোক না ব্যবহার করে।কিন্তু সমস্যাটা হলো বর্তমান যুগ নিয়ে। অনেকে হয়তো বন্ধুদের তাড়োনায়, অনেকে নিজ ইচ্ছায় এমন কি অনেক সময় ভালো ভালো সাইট গুলা ব্রাউজিং করার সময় ও নানা রকম “পপ-আপ” অথবা এড এর দ্বারা আমাদের ছোট ভাই-বোন গুলা হয়তো ভুল পথ এ পা বারায়। এই যে কি সেইটা ডিটেইলস আর বাল্লাম না। আসা করি সবাই মোটামুটি ভালোই বুজেন অইসব সম্পকে। তাই দেরি না করে নিজে কে এবং নিজের পরিবার এর ছোটদের তাদের সিমার মদ্ধে রাখতে নিম্মের উপায় ফলো করুন।
★.DNS(Domains Name System)-
199.85.126.20
199.85.127.20
এইগুলা খালি জায়গাতে বসিয়ে দিবেন। ফলো এস-এস
আমি টিপি-লিনক ইউজার, সবার ডিএনএস সিস্টেম মোটামুটি একি রকম কিন্তু কথা রাউটার পরিসর এ ভিন্ন থাকতে পারে। এক্স-Primary DNS or Secondary DNS. আবার DNS 1 and DNS 2. যার যেমনই হোক না কেনো যাস্ট DNS লেখা থাকলেই উপরে আইপি ২টা বসায় দিবেন।
১.লগিন দিয়ে এইখানে আসবো।
২.ডিএনএস এর জায়গা ২টা খালি ছিলো সেইখানে উপরের আইপি বসালাম
৩.এখন সেভ করে বের হয়ে আসলাম।তার রিবুট।এবং পরে কোনো অইসব সাইট এ ডুকার সময় এই লেখা পেলাম।
2.
মুলত এইটা একটি নর্তন সিকিউরিটি এন্ড পর্ন ফিল্টার ডিএনএস।চাইলে ওপেনভিপিএন এর ডিএনএস ও ব্যবহার করতে পারেন সেইটা ফুল্লি আপনার ইচ্ছা।
আজ এ পযন্তই। ভালো লাগলে অর কোনো সমস্যা থাকলে অব্যশই কমেন্ট করে জানাবেন।