আসসালামু আলাইকুম………… কেমন আছেন ?
আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন .
আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে কিভাবে আপনি earnstations এর (৩মিনিট*২০টি ভিডিও )= ৬০ মিনিট=১ ঘণ্টার ভিডিও দেখার পরিবর্তে সর্বোচ্চ ১৫ মিনিটে ২০ টি ভিডিওই দেখে ফেলবেন ।
এর জন্য simple একটা trick আপনাদের সাথে শেয়ার করব ।
একটু ভেবে দেখুন আপনি যদি ২০টি ভিডিও একটা একটা করে দেখা শুরু করেন তবে পূরো ৬০মিনিটেও হবে না । কিন্তু আপনি যদি একই সাথে ২০ টি ভিডিওই দেখা শুরু করেন তবে সর্বোমোট ৩ মিনিট লাগবে ।
তবে পারিপার্শিক কিছু কাজ আছে যে গুলো করতে আরো কিছু সময় লেগে যায় ।
আসুন ট্রিকটি নিয়ে বলি যদিও ১০০ ভাগ লোক এই কাজটি আগে থেকেই জানেন কিন্তু বেশি কারো মাথায় ট্রিকটি খেলেনি ।
সুতরাং চলুন দেখা যাক ।
www.earnstations.com এ আপনার আগে খোলা আইডি দিয়ে log in করুন ।
নতুন হলে এখান থেকে নতুন Account খুলুন ।
এক্ষেত্রে আপনি আমার রেফারেল নাম্বারটাও use করতে পারেন ।
আমার রেফারেল নাম্বার=
15093855068310
এখান থেকে সরাসরি কপি করে এই খানে বসান ।
account খোলা হয়ে গেলে,
Android Trick _———_
Android ফোন হলে এর default Broser দিয়ে লগ ইন করে Watch Todays Videos (20)তে যান ।
এখন এক একটি ভিডিওর উপর চেপে ধরে “open in new tab” এ ক্লিক করতে থাকুন ।মানে একটি tab open করে পর্্যায়ক্রমে অন্য ভিডিও open করুন ।
২০ ভিডিওই এভাবে open করে থাকলে (ফোনের গতির উপর নির্ভর করে ৫টি ৫টি করে অথবা ১০টি ১০টি করেও open করতে থাকুন । এতে সময় বেশি লাগবে ) এবার প্রত্যেকটি tab open করে pop-up আসলে সে-গুলোতে “Ok” দিয়ে ভিডিও play করে দিন ।
- # সবগুলো ভিডিও চালু হয়ে গেলে ৩ মিনিট অপেক্ষা করুন এবং
- # শেষে একেকটি Tab Open করে “pause” করুন ।
- # “pause” চাপার পর দেখাবে কতোক্ষন আপনি ভিডিওটি আপনি দেখেছেন ।
- # এর পর ২/৩ সেকেন্ডে মধ্যে আরেকটি pop-up আসলে সেটা “ok” চাপুন এবং
- # tab টি কেটে দিয়ে অন্য tab-এও এই একই কাজ করুন ।
ব্যাস কাজ শেষ ।
এবার দেখুন 1$ যোগ হয়ে গিয়েছে !!!!!!!
1$ আগের ছিলো ।
***********************************************
PC এর ক্ষেত্রে____—-____—-_____—-______—-
প্রথমে আপনার pc এর internet explorer-এ যান ।(chrome না কিন্তু । )
এখন এক একটি ভিডিওর উপর “ডান বাটন” ক্লিক করে “open in new tab” এ ক্লিক করতে থাকুন ।
মানে একটি tab open করে পর্্যায়ক্রমে অন্য ভিডিও open করুন ।
২০ ভিডিওই এভাবে open করে থাকলে এবার প্রত্যেকটি tab open করে pop-up-গুলোতে “Ok” দিয়ে ভিডিও play করে দিন ।
*
# সবগুলো ভিডিও চালু হয়ে গেলে ৩ মিনিট অপেক্ষা করুন এবং
# শেষে একেকটি Tab Open করে “pause” করুন ।
# “pause” চাপার পর আদেখাবে কতোক্ষন আপনি ভিডিওটি আপনি দেখেছেন ।
# এর পর ২/৩ সেকেন্ডে মধ্যে আরেকটি pop-up আসবে
—-সেটা “ok” চাপুন এবং
# tab টি কেটে দিয়ে অন্য tab-এও এই একই কাজ করুন ।
ব্যাস কাজ শেষ ।
এবার দেখুন 1$ যোগ হয়ে গিয়েছে !!!!!!!
@ কাজটুকু করতে একদম নতুন user দের সর্বোচ্চ ১৫ মিনিট ; পুরাতনদের সর্বোচ্চ ১০ মিনিট লাগবে ইনশা-আল্লহ……।
এতে সর্বোনিম্ন ৪৫ মিনিট বেচে গেলো আপনার ।
so এই ৪০ মিনিট আরও দুইটা account খোলে আরও বেশি কাজ করে আরও বেশি আয় করতে থাকুন ।
post টি মূলতো PC এর জন্য করা । broadbnd user রা earnstations এর জন্য উপযুক্ত।
ভুল হলে মাফ করবেন ।
আর earnstations সম্পর্কে বিস্তারিত জানতে Salman Sagor এর পোষ্টটি পড়ে দেখুন । $%$%$ earnstations এর চেয়েও লাভের জিনিস হলো – ফরয নামাজের পর দুই রাকাত নফল পড়া ।
“কারো সাথে হাসি মুখে কথা বলাও সদকা”
আল্লাহ হাফিয ।