আসসালামু আলাইকুম
কেমন আছেন? আশাকরি ভালোই আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালই আছি।
এই trickbd তে জয়েন করার পর থেকেই প্রতিদিন প্রায় ৫০ টির মতো ইনবক্স ই বলে দেয় আমি আপনাদের কতটা ভালোবাসা অর্জন করতে পেরেছি।
এখন কাজের কথায় যাই,
আপনাদের অনেক রিকুয়েস্ট এর পর এবার নিয়ে এলাম কিভাবে যেকোনো apk কে mod করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন।
মোটামুটি সব apk এর background চেঞ্জ করার প্রকৃয়া প্রায় একই আজ এই পর্বে আমি শুধু আপনাদের shareit এর background চেঞ্জ করা এবং আইকন চেঞ্জ করাই শিখাব। ভালো সারা পেলে অন্য apk edit করাও শিখাব।
তো চলুন শুরু করা যাক।
যা যা লাগবে,
কার্যপদ্ধতি ঃ
প্রথমে apk editor install করে নিন।
তারপর select apk
এখান থেকে আমার shareit টি সিলেক্ট করুন।
তারপর simple edit
তারপর image এ গিয়ে একদম নিচে যান সেখানে তিনটি ইমেজ আছে.। (অন্যান্য apk তে অন্য জায়গায় থাকবে। চাইলে অন্য পোষ্ট এ দিব)
ইমেজের পাশে দেখুন খাতা কলমের মত আইকন সেখানে ক্লিক করে আপনি জেই ইমেজ দিতে চান তা select. করুন।
এবার এই ইমেজ দুটি খুজে একই প্রকৃয়ায় এবং আপনি যে লোগো দিতে চান তা দিন।
এবার সেভ দিন কিছু সময় পর success আসবে
তারপর ইন্সটল দিন ব্যাস কাজ শেষ।
যদি আপনাদের কাছ থেকে যথাযথ সামর্থন পাই তাহলে আরো পোস্ট এর মাধ্যমে নেম এডিট, লেখা এডিট, অন্যান্য apk এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ নিয়ে সিরিজ পোস্ট করব।
চলুন দেখি এতক্ষন ধরে কেমন করলাম।
উল্লেখ যে old version mobile or duplicate মোবাইলে apk not installed লেখা আসতে পারে এজন্য আমি দায়ি নয়
ভালো লাগলে ধন্যবাদ জানাতে ভুলবেন না।
যেকোনো সমস্যায়
পোষ্ট পরার জন্য আপনাকে ধন্যবাদ।
FACEBOOK
পূর্ব প্রকাশ আমার fb গ্রুপ এবং বাকি পোষ্ট এখানেই সবার আগে দেওয়া হবে।
>আলবিদা <