Site icon Trickbd.com

DDos Attack কি? চলুন অাপনাদের আজকে লাইভ DDos Attack দেখাই। হ্যাকারদের জনপ্রিয় Attack

Unnamed

আসসালামুয়ালাইকুম ,


আশা করি সবাই ভালো আছেন।

আজকের পোস্টটি থেকে আপনারা DDOS ATTACK
এর ব্যাপরারে জানতে পারবেন এবং আজকে আপনাদের লাইভ DDos ATTACK দেখাবো।Ss মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো।তার পর যদি না বুঝরন নিচে ভিডিও এড করে দিব। চলুন শুরু করি

DDos Attack কি?

উইকিপিডিয়া:

ডেনাইয়াল অফ সার্ভিস অ্যাটাক বা সেবা বাধাদানের আক্রমণ হলো কোনো কম্পিউটার সিস্টেমের কোনো রিসোর্স বা সেবার (service) প্রকৃত ব্যবহারকারীদের বাধা দেয়ার একটি কৌশল। কোনো কম্পিউটার বা সিস্টেম বা ইন্টারনেট ওয়েবসাইটে এই আক্রমণ চালানোর মাধ্যমে ঐ সিস্টেম বা সাইটের যথাযথ কার্যক্রমকে ধীর গতির, বা অনেক ক্ষেত্রে পুরোপুরি বন্ধ করে দেয়া হয়।

Az say..

Ddos attack হলো একটা ওয়েব সাইট কিছু সময়ের জন্য একদম Crush করে দেওয়া।
অনেক সময় ওয়েব সাইটিকে একদম বন্ধ করে দেওয়া। বলতে পারেন যে
Coc এর মত একটা বেস এ Attack করা।Ddos Attack
হ্যাকারদের জন্য একটি জনপ্রিয় মাধ্যম।কিন্তু কেউ এটাকে ভালকাজে লাগায় কেউ কারাপ কাজে।

DDOS ATTACK কেন করা হয়

#ধরেন আপনি রাতে আপনার বিছানাতে ঘুমান। সেই বিছানাতে চাপাচাপি করে হলেও ৩ জন এর বেশি ঘুমানো যায় না।সেখানে যদি ৪ জন বা ৫ জন ঘুমানোর চেষ্টা করে। তাহোলেতো সমস্যা হবেই।

#এরকমই প্রত্যেক ওয়েব সাইট এর একটা ধারন ক্ষমতা থাকে। যে একইসময়ই বা একদিনে কত গুলো ভিসিটর সেই ওয়েব সাইটটিতে প্রবেশ করতে পারবে।কিন্তু যদি ধরেন ১ ঘন্টায় যতগুলো ভিজিটর আসে।তা যদি ১ মিনিটেই চলে আসে বা তারো কম সময়ে তাহলেতো কিরমক হবে একটু ভেবে দেখুন

#এখন বলি DDos Attack করার কিছু কারন।বিভিন্ন ধরনের কারন রয়েছে। তার মধ্যে একটা প্রধান কারন আপনাদের সাথে সেয়ার করি

♦মনে করেন Trickbd তে আজ অনেক বড় একটা কোম্পানি তাদের তাদের পন্য সেল করার জন্য দিয়েছে।১ ঘন্টায় তাদের সেলিং % অনেক বেশি।একন যদি Trickbd ৩০ মিনিটের জন্য DDOS ATTACK
এর স্বীকার হয় তাহলে কেমন হবে বলের।খুবই Simple। সেই কোম্পানির অনেক বড় লস হয়ে যাবে।এরম কারন গুলোর জন্যই DDOS অনেক প্রচলিত

চলুন এখন আপনাদের লাইভ DDOS ATTACK দেখাবো:

DISCLAIMER:
পরমিসন ছাড়া কোন ওয়েব সাইটে DDOS ATTACK দেওয়ার ফলে ১ বছরের জেল তার সাথে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।।পোস্টটি করার প্রধান কারন হলো আপনারা যাতে ইন্টারনেটের গভির দুনিয়ার ব্যাপারেও যানতে পারেন।কাওকে ক্ষতি করার জন্য পোস্টটি না

লাইভ Attack

DDOS ATTACK বিভিন্ন মাধ্যমে হয়ে থাকে। যেমন: windows এর Cmd থেকে,কালি লিনাক্স এল মাধ্যমে ইত্যাদি।কিন্তু আজ আপনাদের আমি সবচেয়ে সহজ মাধ্যামের মাধ্যমে দেখাবো। আমরা অজকে একটি Software এর মাধ্যমে DDos ATTACK দিবো। সবচেয়ে মজার বিষয় anonymous নিজে এটিকে বানিয়েছে।
এটির নাম হলো LOW ORBIT ION CANON(LOIC)
তো এটির মাধ্যমে অাজকের Attack টি আপনারা দেখতে পারবেন।আপনাদের অবগতির জন্য বলছি Software টা অাপনাদের আমি দিবো না। একান্তেই কেউ যদি শিক্ষার বিষয়ে দরকার হয়। সব কিছু Details বললে আমি দিতে পারি।তার পর আমি সব বিষয় বিবেচনা করে দেকবো তার পর বলবো।

প্রথম LOIC OPEN করলে নিচের Ss এর মত অসবে।এটা খুব Simple দেখতে

এখানে Terget এ Website টির লিংক দিতে হবে। আমি আমান একটা Simple ওয়েব সাই ব্যবহার করছি।তারপর নিচের দিকে 2 nd attack option থেকে Port
methods selected করতে হবে।তার পাসেই Speed বারানো কমানোর জন্য Option রয়েছে।

এখন শুধু iMMA CERGING এখানে Click করলেই খেলা শুরু হয়ে যাবে।এবং নিচের দিখে দেখতে পারবো কি পরিমানে Visitor jasche এগুরো হলো bot

এখন আপনাদের সাইটের এর দুটো Ss দেই একটা হলো সাইটে Attack এর আগের আর একটা পরের।এ থেকে অাপনার বুঝতে পারবেন।আর যারা অারো ভালভাবে বুঝতে চান ভিডিওটা দেখে নিয়েন।

আগে:


পরে:

আসা করি পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে কোথাও না বুঝে থাকলে কমেন্ট করে যানাতে পারেন।পোস্টটি একটু মজাদার করে লিখেছি। তাই অাবার এটাকে simple কোন বিষয় মনে করিয়েন ননা।তাহলে আবার কথা হবে Next পোস্ট এ

সবাই ভল থাকবেন। TrickBD এর সাথেই থাকবেন।পোস্ট গুলোকে আপনার friends & social media তে সেয়ার করুন। যাতে আর একজন যানার সুযগ পায়।ধন্যবাদ

Exit mobile version