————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—
সুপ্রিয় ট্রিকবিডি কমিউনিটি, সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের টিউন।
আমাদের আশেপাশে অনেক ওয়াই-ফাই আছে কিন্তু আমরা চেষ্টা করি সেগুলো পাসওয়ার্ড বের করার, কিন্তু সফলতা খুব আসে না। যার রাউটার তাকে বলে কয়ে কিছু সময়ের জন্য তার কাছ থেকে পাসওয়ার্ড নিয়ে একটু ডাউনলোড আপলোড অথবা ব্রাউজিং করতে হয়। এতে করে কিছুটা সময় তার কাছে থেকে চালানো যায় ,কিন্তু প্রতিদিন সে কানেক্ট করে দেবে না। কারণ, আপনি বিপদেআপদে দুই একদিন চালাতে পারেন তাই বলে প্রতিদিন এর জন্য আপনাকে চালাতে দেবে না।
প্রতিদিন চালাতে হলে আপনাকে সেই রাউটার এর পাসওয়ার্ড জেনে নিতে হবে অথবা “হ্যাক” করতে হবে ।
হ্যাক করতে হলে আপনাকে রুটেড ডিভাই দ্বারা বিসি মুন এপস এবং রাফা ইউজ করে ডিক্সনারি Attack দিতে হবে। এটা নিয়ে পরে টিউন করবো বিস্তারিত ভাবে।
তাহলে আপনি কিভাবে তার পাসওয়ার্ডটা নেবেন?
তো চলুন স্টেপ ফলো করা যাক, প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে Wifi Key Recovery ডাউনলোড করতে হবে।
এর পর রুট পার্মিশন দিয়ে রাখুন
তার পর যার নেটওয়ার্ক এ আপনি চালান সেটাতে পাসওয়ার্ড দিতে বলুন,
সে পাসওয়ার্ড দিলে আপনি তখন তার কাছ থেকে ফোনটা নিয়ে চালাতে থাকুন, তার কাছে থেকে আপনি যখন বাসায় চলে আসবেন তখন আপনি আপনার ফোনে এপসে ঢুকুন এবং যে নেটওয়ার্ক আপনি চালালেন সেটার নামে উপর চাপ দিন দেখুন লেখা আসবে কপি টু ক্লিপবোর্ড, কপি করুণ, এবং নোটে সেভ করুন।
এর পর আপনি নেটওয়ার্ক এর আওতায় গেলে পাসওয়ার্ড বসিয়ে কানেক্ট করুন, ব্যাস হয়ে গেলো।
বুঝতে সমস্যা হলে নিচ থেকে ভিডিও দেখে নিতে পারেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের টিউন। আল্লাহ্ হাফেজ।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখেবেন, টিউনটা আগে প্রকাশিত হয়ে থাকলে আন্তরিক ভানে দুঃখিত।