আসসালামুলাইকুম…আশা করি সবাই ভালো আছেন…
আজকে একটা টিপস নিয়ে হাজির হলাম…
ট্রিকবিডিতে অনেকেই আছেন যারা হ্যাকিং এর প্রতি আসক্ত….
অনেকই ইথিক্যাল হ্যাকার হতে চায়…
আজ এমনই একটা ট্রিকস নিয়ে হাজির হলাম..
আজকে পাচটা বিশ্বসেরা ইথিক্যাল হ্যাকিং শেখার সাইট নিয়ে হাজির হলাম..
আশা করি ভালো লাগবে…প্রথমেই বলে রাখি ভুল হলে ক্ষমা করে দিবেন..
ত চলুন শুরু করা যাক..
১>>>>Hackaday
প্রতিষ্ঠিত : সেপ্টেম্বর, ২০০৪
এমন একটি সাইট যেখানে হ্যাকিং খবর, হ্যাকিং এবং নেটওয়ার্ক জন্য সব ধরণের টিউটোরিয়াল প্রদান করা এই সাইটের অন্যতম কাজ। প্রবন্ধ হার্ডওয়্যার এবং সফটওয়্যার হ্যাক সম্পর্কে প্রতিদিন বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয় এ সাইট থেকে। তাছাড়া তাদের একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল রয়েছে টিউটোরিয়াল সহ অন্য কাজের জন্য
এই লিংক গিয়ে দেখতে পারেন..
HACKADAY
২.Evilzone Forum
প্রতিষ্ঠিত : ১৯৯৯
এই সাইটের মাধ্যমে আপনি হ্যাক্যিং সম্পর্কিত নানা প্রশ্নের উত্তর পাবেন এবং নিজে প্রশ্ন করতে পারবেন। হ্যাকারা আপনার প্রশ্নের উত্তর প্রদান করবেন।
Evilzone forum
৩.Hackthissite
৹ HackThisSite
প্রতিষ্ঠিত : ২০০৩
এই সাইটি হ্যাকিং নিউজের পাশাপাশি হ্যাকিং টিউটোরিয়াল আপলোড করে থাকে।
Hackthissite
৪.EC-council
EC-Council – CEH Ethical Hacking Course
ইলেকট্রনিক কমার্স কনসালট্যান্ট ইন্টারন্যাশনাল কাউন্সিল (ইসি কাউন্সিল) সদস্য – সমর্থিত পেশাদার সংগঠন এটি।এরা সবচেয়ে বিখ্যাত সার্টিফিকেশন সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার প্রদান করে।এই সাইটের মাধ্যমে আপনি হ্যাকিং কোচ করতে পারবেন।
EC-council
৫.
Hack In The Box
এই একটি জনপ্রিয় ওয়েবসাইট যেখানে হ্যাকার ভূগর্ভস্থ থেকে নিরাপত্তা সংবাদ এবং কার্যক্রম প্রদান করে। আপনি মাইক্রোসফট, অ্যাপল, লিনাক্স, প্রোগ্রামিং এবং আরো অনেক কিছু সম্পর্কে নিবন্ধ পেতে পারেন এই সাইট থেকে। এছাড়া এই সাইটটি ব্যবহারকারীদের হ্যাক টিপস নিয়ে আলোচনা করার অনুমতি দেয়।
Hackinthebox
আশা করি সবার ভালো লাগবে + বুঝছেন….
আর রোজা রমজানের দিন…কেউ বাঝে কমেন্ট করে মন মানসিকতা নষ্ট করে দিবেন না..
কারো ভালো না লাগলে কমেন্ট না করে সোজা রিপো্ট করুন….আর গালি যদি দিতেই হয় তাইলে ফেসবুক লিংক দিতাছি সেখানে গিয়ে ইচ্ছামত গালি দেন…
একটি কথা…..লিংকগুলো গুগলক্রম দিয়ে ক্লিক করবেন…..
লিংক গুলো কাজ না করলে নিজ দায়িত্বে গুগলে এই সাইট গুলোর নাম দিয়ে সার্চ দিলেই পাবেন
ধন্যবাদ