হাই….ট্রিকবিডির ট্রিকপ্রেমীরা!! কেমন আছেন? আশা করি অনেক অনেক ভাল আছেন। আমি Devilz Coder ও অনেক ভাল আছি আপনাদের দোয়াতে। আজ আর অন্যদিকে যাব না, সরাসরি চলে যায় আসল পোস্টে___!
হুমমম… টাইটেল পড়ে তো বুজার বাকি থাকার কথা না আমি আজ কি নিয়ে লিখতে চলেছি। মনে করুন___ আপনি একটা Crime(অপরাধ) করেছেন। আমাকে পুলিশ অথবা অন্যকেউ খুজে বেড়াচ্ছে। আচ্ছা Crime না হয় বাদ দিলাম…. ধরুন আপনি আপনার বন্ধুকে বললেন আপনি আর্জেন্টিনা গেছেন ফুটবল খেলা দেখতে। কিন্তু পোভ বা প্রমান কি.???? তাকে তো বিশ্বাস করাতে হবে, তাই নাহ.???
আপনি বলুন যে আপনার নোলেশন চেক করতে, তাহলেও ও আপনার লোকেশন আসল না হয়ে আপনি যে জায়গা সিলেক্ট করে দিবেন, তাই দেখাবে আপনার বন্ধুর ফোনে বা অন্য কোন ডিভাইসে।
প্রথমে Software টা Play store হতে Install করুন।
এখন নিচের নিয়ম গুলো অনুসরন করতে থাকুন।
Install হয়ে গেলে Apps টি Open করুন।
আবার ব্যাক করে Apps এ আসুন। How to Operate? Ok দিন।
Enable Mock Locations এ ক্লিক করুন।
Developer Option থেকে এটি খুজে বের করুন।
Fake GPS free এ ক্লিক করে On করে দিন।
ব্যাক করে Apps এ আসুন। এবং Advertiseing terms কে Accept করুন।
এখন আপনার হচ্ছে মতো একটা জায়গা খুজে সিলেক্ট করুন। যা আপনার লোকেশন হবে। আমি Argentina Location দিলাম।
নিচের তীর চিন্হের নিচে ক্লিক করে দিন। তাহলে আপনার ফেক লোকেশন সেটআপ হয়ে যাবে।
এখন আপনার লোকেশন যাচাই করুন। আপনার ফোনে থাকা Google Maps এ প্রবেশ করুন।
এখন Zoom কমিয়ে দেখুন আপনার লোকেশন কোথায় দেখাচ্ছে.??
এভাবে আপনি আপনার লোকেশন পরিবর্তন করে ফেলতে পারবেন।
এখন যদি আপনার বন্ধু বা অন্যকেউ আপনার লোকেশন খূজে, তাহলে আপনার দেয়া লোকেশন দেখাবে। আর আপনি যে এখন আর্জেন্টিনা, তা প্রমান হয়ে গেল।
WordPress এ নতুন একটি সাইট Design করলাম, Theme টা দেখতে পারেন। Media Pointz
আজ এটুকুই। দেখা হবে অন্য কোন পোস্টে, সে পর্যন্ত ভালই থাকুন।
ধন্যবাদ সবাই_।