Be a Trainer! Share your knowledge.
Home » Hacking tutorials » সঠিক নিয়মে VPN ব্যাবহার করার পদ্ধতি!- Stay 100% Anonymous on Internet!!

সঠিক নিয়মে VPN ব্যাবহার করার পদ্ধতি!- Stay 100% Anonymous on Internet!!

আপনি কি একজন নিউবি হ্যাকার??
অথবা হ্যাকিং শিখতে আগ্রহী??
অথবা আপনি কি অনলাইনে এমন কোন কাজ করেন যার জন্য আইপি হাইড করার প্রয়োজন হয়?? অর্থাৎ আপনি কি ইন্টারনেটে ধরা ছোঁয়ার বাইরে থাকতে চান?? তাহলে এই পোষ্ট আমি আপনার জন্যই লিখেছি।

স্বাগতম সবাইকে আমার আজকের টপিকে!

আমি বাপন

চলে আসলাম আরেকটা জগাখিচুড়ী মার্কা পোষ্ট নিয়ে। তবু বলছি একটু কষ্ট করে পড়ে নিন কোনদিন কাজে লাগলেও লাগতে পারে।

তো চলুন মুল আলোচনায় যাওয়া যাক??

ইন্টারনেটভিত্তিক এই বর্তমান দুনিয়ায় আপনার আইপিই আপনার আসল ঠিকানা।
সেই ঠিকানা গোপনা রাখা কিন্তু চাট্টিখানি কথা নয়। আমি মনে করি নিজের আইপি লুকিয়ে রাখতে পারাও একটা আর্ট। সবাই এটা পারে না।
শুধুমাত্র এডভান্স লেভেলের হ্যাকার রাই এটা ঠিকমত পারেন।

কিন্তু আমি আজকে আপনাদের যা শিখাব তার জন্য আপনাদের হ্যাকার হতে হবে না। সামান্য একটু কমনসেন্স আর আগ্রহ থাকলেই অনলাইনে এনোনিমাস হয়ে থাকতে পারবেন।

অনলাইনে নিজের আইপি লুকিয়ে রাখার জন্য আমরা সাধারণত বিভিন্ন থার্ডপার্টি VPN ব্যাবহার করে থাকি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এসব থার্ডপার্টি ভিপিএন এপ কি আপনার আইপি আসলেই লুকোতে পারে??
কখনো এই প্রশ্ন টা কি মনে উকি মেরেছে??

যদি মেরেও থাকে তাহলে হয়তো আপনি সেটা প্রমার করার সুযোগ পাননি।
কারন হয়তো আপনি জানেন না কিভাবে নিজের আইপির সত্যতা যাচাই করতে হয়।
এখন আপনাদের সেটাই শিখাব,
অনলাইনে আইপি চেক করার সবথেকে সহজ আর নির্ভরশীল ওয়েবসাইট হল www.whoer.net । এটা আমার খুবই প্রিয় একটা ওয়েবসাইট। এখানে আপনি আপনার এননিমাসিটি, আইপি এড্রেস, ডিএনএস সবকিছু চেক করতে পারবেন।
তো চলুন সাইট টায় একটা উকি মেরে আসি??
নিচে আমার ডিফল্ট ব্রাউজার দিয়ে এই ওয়েবসাইটের একটা ScreenShot দিলাম।

একটু ভাল করে খেয়াল করুন পেজটা আমি বক্সিং করে মার্ক করে রেখেছি যেন এখন যা যা বলব তা আপনারা সহজে বুঝতে পারেন।

১ নং বক্স টা লাল রঙের যেটাতে দেখা যাচ্ছে আমার এনোনিমিটি 100% যার অর্থ আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি যে বাংলাদেশে আছি তা শতভাগ নিশ্চিত এবং আমার আইপি তারা একদম ঠিক ঠিক বের করে ফেলেছে। এখানে যদি ৯০% থাকে তাহলেও চিন্তার কিছু নেই অনেক সময় ব্রাউজার কুকিজ এর কারনে ১০০% এনোনিমিট নাও শো করতে পারে।

২নং বক্স টা হচ্ছে নীল যেটাতে আমার আইপি এড্রেস, আমার লোকেশন, আমার কেরিয়ার নেইম, অপারেটিং সিষ্টেম আর ব্রাউজার দেখাচ্ছে। এখানে সবকিছুই ঠিক ঠাক আছে কিন্তু তারা আমার ব্রাউজার টা ধরতে পারেনি। আমি ব্যাবহার করছি ফোনের ডিফল্ট ব্রাউজার কিন্তু তারা বলছে সাফারি। যাইহোক সেটা কোন বড় ব্যাপার নয়।

৩ নং সবুজ বক্সটাতে আমার ডিএনএস সো করছে। যেটা আমার আইপির মতই গুরুত্বপূর্ণ। এটা আমার সিষ্টেমের ডোমেইন নাম নির্দেশ করে।
এটাতেও দেখা যাচ্ছে আমি বাংলাদেশি।

৪নং হলুদ বক্সটা একটু ভাল করে খেয়াল করুন।
এখানে দেখুন সবার প্রথমে আমার ল্যাংগুয়েজ দেখাচ্ছে যা কিনা US এর ভাষা। অর্থাৎ আমার ফোনের ভাষা হচ্ছে ইংরেজি । এর নিচে আছে আমার টাইম জোন যেখানে দেখা যাচ্ছে আমি এশিয়া মহাদেশীয় ঢাকা শহরের টাইম জোন ব্যাবহার করছি।
একেবারে নিচে আছে লোকাল এবং সিষ্টেম টাইম। ঢাকার লোকাল টাইম হচ্ছে GMT+6 এবং আমার সিষ্টেম টাইম অর্থাৎ আমার ফোনের টাইম ও হচ্ছে GMT+6। এতকিছু পরিক্ষা নিরীক্ষা করার পর Whoer.net এটাই প্রমান করল যে বাংলাদেশ থেকে আমার এনোনিমিটি ১০০%।

এখন প্রশ্ন হচ্ছে আমরা যে ভিপিএন গুলা ব্যাবহার করি সেগুলি কি আমাদের ১০০% এনোনিমিট দিতে পারে??

পরীক্ষা করে দেখার জন্য আমি প্লে ষ্টোর থেকে জনপ্রিয় কয়েকটি থার্ড পার্টি ভিপিএন ডাউনলোড করে রেখেছি।

চলুন এগুলোর রেজাল্ট দেখা যাক।
সবার প্র্থমে আমি Thunder VPN ব্যাবহার করে নেদারল্যান্ড কানেক্ট করেছি। এখন Whoer.net e
এ আমার এনোনিমিটি দেখব।এখানে দেখাচ্ছে আমার এনোনিমিটি মাত্র ৫০% দেখাচ্ছে।
আশা করছি বুঝতে পারছেন আমার এত সাধের VPN আমারে কতটুকু লুকিয়ে রাখতে পারছে??

আচ্ছা চলুন আমরা সমাধানে যাই?
কথা হচ্ছে তাহলে কিভাবে ১০০% কিংবা অন্তত ৯০% এনোনিমাস হব??
এর সমাধান খুব কঠিন কিছু নয়।
Whoer.net এর ৫০% এর উপরে ক্লিক করলেই আমার সমস্যা গুলো দেখাবে। আপনাদের বুঝার জন্য বলছি প্রথম Screen Shot এর ১ নং লাল বক্সের উপরে যেখানে এনিমিটি কত % লিখা থাকে সেখানে ক্লিক করলেই নিচের মত একটা পপ আপ সো করবে যেটাতে আপনার কি কি সমস্যা আছে সেগুলো দেখাবে।

উপরে দেখুন, এখানে দেখাচ্ছে আমার
Do not Track
WebRTC
DNS Different
System Time Different
এই চারটা অপশনে সমস্যা।

এর মধে প্রথম টা হচ্ছে আমার ব্রাউজার এ ট্র‍্যাকিং অফ করা।
এটা অফ করা থাকলেও তেমন কোন সমস্যা নেই।
দ্বিতীয় ও তৃতীয় এই দুইটা হচ্ছে WebRTC ও DNS Different. এর মানে হচ্ছে আমার Thunder VPN আমার আইপি চেইঞ্জ করলেও আমার ডিএনএস চেইঞ্জ করতে পারেনাই!! ?
যার উপর কিনা আমার ৩০% এনোনিমিটি নির্ভর করে। আর চতুর্থ প্রবলেম টা হচ্ছে System Time Difference . প্রথম তিনটার উপরে আমাদের কোন নিয়ন্ত্রন নেই এগুলো ফিক্স করা VPN এর কাজ, কিন্তু সিষ্টেম টাইম আমরা ইচ্ছে করলেই পরিবর্তন করতে পারি। তাহলে চলুন আমার ফোনের টাইম নেদারল্যান্ড করে Whoer.net এ গিয়ে আবার এনোনিমিটি চেক করে আসি?? আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি নেদারল্যান্ড এর টাইম জোন হচ্ছে GMT+2.
আমরা এখন Armsterdam এর টাইম জোন ব্যাবহার করব যা কিনা নেদারল্যান্ডস এর রাজধানী!!

এই যে দেখুন এখন আর টাইমের সমস্যা টা নেই।

এখন আমার ৪৮% এনোনিমিটি দখল করে আছে
WebRTC আর DNS Different।
যেটা ফিক্স করা আমাদের সাধ্যে নেই।

সুতরাং বলতেই হচ্ছে গোপনীয়তার খাতিরে Thunder VPN খুবই ফালতু একটা VPN যেটা কিনা আমাদের DNS Address ই লুকিয়ে রাখতে পারেনা।

এখন উপায়??

এখন উপায় হচ্ছে আমাদের এমন একটা VPN খুজে বের করতে হবে যেটা কিনা আমাদের গোপনীয়তা শতভাগ রক্ষা করবে।

উপরে যে ৬ টা VPN এর নাম দিয়েছি এগুলো আমি এক এক করে ব্যাবহার করেছে তাদের মধ্যে শুধু একটা থেকে আশানুরূপ ফলাফল পেয়েছি। তাছাড়া আমার দীর্ঘ অনলাইন জীবনে বিশ্বাসযোগ্য যে VPN টা ব্যাবহার করে আসছি সেটা হচ্ছে Unseen Online,
হ্যা আমার দেখা শুধু এই VPN টাই ১০০% এনোনিমিটি রক্ষা করতে পারে। আরো হয়তো থাকতে পারে আপনারা সেটা খুজে বের করুন।

কি Unseen Online VPN এর এনোনিমিটির প্রমান লাগবে??

নিচে দেখে নিন

এখানে আমি Unseen Online VPN এ France এর Server কানেক্ট করেছি।
দেখুন কত নির্ভুলভাবে ১০০% এনোনিমিটি দেখাচ্ছে!!

ব্যাস হয়ে গেল তো পোষ্টের দফারফা??

আরে ভাই দাঁড়ান একটু!!
সতর্কীকরণ বানীগুলো একবার পড়েই যান।

সতর্কতাঃ-

১) আপনার ফোনে যদি Google Chrome Browser থাকে তাহলে সেটা Disable করে রাখতে হবে। Chrome Browser লোকেশন location লিক করার উস্তাদ।

২) আপনার ফোনের লোকেশন অফ থাকতে হবে।

৩)এছাড়া Google এর কিছু কিছু এপ আছে কিছু থার্ড পার্টি এপ আছে যারা আপনার মোবাইলের লোকেশন Access করতে পারে।
এইজন্য Settings – Apps- Permissions এ গিয়ে দেখুন কোন কোন এপ গুলো লোকেশনের অনুমতি চাইছে ওইগুলো নিচের মতন করে বন্ধ করে দিন।

৪)Browser, Facebook, Opera mini, Google map, Google play Service, Uber, Pathao, Google Earth,Facebook lite,Messenger, Whatsapp,Telegram এইসব এপ গুলো আপনার লোকেশনে Access চাইতে পারে। তাই সতর্কতার সহিত এই এপগুলার লোকেশন রিড করার অনুমিত বন্ধ করে দিন।

বিঃদ্রঃ
আমার পরিচিত এক বড় ভাইকে এইট্রিকগুলো দেয়ার পরেও উনি বলেছেন Unseen Onlaine দিয়ে উনার এনোনিমিটি নাকি ১০০% হয়না।
কাকতালীয় ভাবে আপনার ফোনেও যদি এরকমটা হয় তবে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী।
আমি Android Nought এর Rooted Phone ব্যাবহার করি।

আজকে এটুকুই তাহলে??
সাথে থাকার জন্য ধন্যবাদ!!

এই পোষ্ট ট্রিকবিডিতেই প্রথম করলাম এমনকি আমার নিজের ব্লগেও দিইনি এখন পর্যন্ত তাই কপি করলে অনুমতি নিয়ে করতে হবে এবং ক্রেডিট দিতে হবে।

ভাল থাকবেন
সুস্থ থাকবেন!!
কথা হবে অন্য কোন দিন, অন্য কোন বিষয় নিয়ে।

6 years ago (Aug 09, 2018)

About Author (9)

Bapon
author

Someone simple,

61 responses to “সঠিক নিয়মে VPN ব্যাবহার করার পদ্ধতি!- Stay 100% Anonymous on Internet!!”

  1. azadmoni49 Contributor says:

    vai Google play Service ar kaj ki???

    • Bapon Author Post Creator says:

      আপনার ফোনের যাবতীয় কাজ নিয়ন্ত্রন করা।

  2. SuperRox Author says:

    vai agula jane jara admob kaj koren…valoi hoise…

  3. minus zero Contributor says:

    Very useful post. Thanks a lot??.

  4. Misir Ali Contributor says:

    সুন্দর পোষ্ট।

  5. Islam Author says:

    অসাধারণ ভাইয়া।

  6. Bapon Author Post Creator says:

    ধন্যবাদ সব্বাইকে।

  7. siyam39 Contributor says:

    awesome. vai..!keep it up

  8. Fåhäd [Trickbd Fan] Author says:

    amonymous না anonymous হবে

  9. @ Rahman Contributor says:

    awesome post

  10. HollowMan Author says:

    kitkat or lolipop aygulayyy ki permission remove kora jay?

    • Bapon Author Post Creator says:

      কিটক্যাট আর ললিপপের কথা জানিনা। তবে মার্শম্যালো আর ন্যুগাটে যায়। আপনি ট্রাই করে দেখে নিন।

    • Rahim_009 Contributor says:

      জি কিটকাট ও ললিপপ এ পারমিসন রিমুভ করা যায়। just follow this——- –setting>security >app permission. এখানে app permission টি on করে দিন । এর পর কোন কোন permission রিমভ করতে চান করুন। ধন্যবাদ।

  11. Rajkumarjsr Contributor says:

    touch vpn kemon??

    • Bapon Author Post Creator says:

      Touch Vpn টা আমি ব্যাবহার করিনি। আপনার যদি থাকে তাহলে চেক করে আমাকে একটু জানাবেন প্লিজ??

  12. Rajkumarjsr Contributor says:

    oh bro amar phone a vpn connected hoy kontu app theke ber hoar sathe sathe discontented hoy. jekono vpn. er kono somadhan ace?

    • Bapon Author Post Creator says:

      কি ফোন আপনার? ভার্শন কত? আর কোন ভিপিএন ব্যাবহার করছেন? বিস্তারিত লিখুন দয়া করে।

    • Rajkumarjsr Contributor says:

      linnex li11
      os 6.0
      512 mb
      skyvpn, touch vpn,proxymaster, droidvpn, bestline, tubo, and many other
      sob koytay connected hoy but home button cepe ber hoye aslei discontented hoye jay
      plz help

    • Bapon Author Post Creator says:

      আপনি Unseen Online VPN টা ব্যাবহার করে দেখুন। তবে মনে হচ্ছে আপনার ফোনে সমস্যা। র‍্যাম কমের জন্য এরকমটা হতে পারে।

    • Rajkumarjsr Contributor says:

      ha amar o tai mone hoy
      any solution to this??

  13. sayedkhokon Contributor says:

    Vpn master দিয়ে ৯০% দেখিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে কত % পর্যন্ত সেইফ???

    • Bapon Author Post Creator says:

      ৯০% পর্যন্ত আপনি নিরাপদ, ১০০% হলে তো পোয়াবারো!!

  14. Mishu24 Subscriber says:

    vii ami 4.2.2 use kore samsung location off korbo kekora

  15. Khan Shafiq Contributor says:

    Your anonymity: N/AN/A
    DNS:
    N/A
    Proxy:
    No
    Anonymizer:
    N/A
    Blacklist:
    No

    আমার টায় কোনো % দেখায় না… এটা কি 100% হইছে??

  16. Khan Shafiq Contributor says:

    Your anonymity: N/A

    DNS:N/A

    Proxy:no

    Anonymizer:n/a
    Blacklist:no

    আমার টায় কোনো % দেখায় না… এটা কি 100% হইছে??ans plz

  17. MDMUNNAF Contributor says:

    Great post

  18. MOSTAKIM Contributor says:

    জানি bro…..☺

  19. Md.Ariful Islam Author says:

    vaiya amar symphony e60 phoner jonno kon vpn ta valo hobe….je kono shomoy us connect kora jabe.coin earning er jonno dorkar…..ami unlimited vpn and melon vpn use korte parchi na us connect nicche na….help pls bro…

  20. Al-Amin989 Contributor says:

    Vai Unless Online Vpn a dhorun France ar server select korlam then Pore abar oi akoi server select korle ip adress change habe ki?

  21. Express Vpn 100% annomous দেয়। এটা আমি বিগত 3 মাস থেকে ব্যবহার করছি

  22. Prince Durjoy Contributor says:

    faltu post…ei vpn. e connected kore ek ek browser e sequirty % alada dekay…..
    puray faltu

  23. Sakib Rohoman Contributor says:

    এটা দিয়ে কি যেকোনো সাইট এর রেফের হ্যাক করা যাবে,,মানে যেগুলাতে এক ফোন হতে দুইটা আইডি করলে বুজতে পারে তারা কি ধরতে পারবে না??

  24. Bapon Author Post Creator says:

    এডমোব নিয়ে আমার তৃতীয় পোষ্ট, কেউ মিস করবেন না কিন্তু।
    https://trickbd.com/online-earning/495584

  25. Sakaf Al Jabir Contributor says:

    Superb post. Onek dhonnobad erokom post korar jonno

  26. Not Found 404! Author says:

    Good post bro….
    But unseen online aita diya ki admob e self click kora jabe??/

  27. Shifat Hassan Contributor says:

    ভাও আপনার এফবি আইডি টা কি পাওয়া যাবে?

  28. jazzyboye Contributor says:

    Bro apnar Android nougat root ki vabe korsen amr Motorola moto g4 nougat update aita root korte partesi na ai bisoy tah jodi aktu bolten

  29. pc ভারশন কি আছে এটা?

  30. Bokul Contributor says:

    জোশ একটা পোস্ট

  31. AF Rafi Contributor says:

    vai,
    unssen vpn ki play store-a pawa jabe ?

  32. muhammad shuvo Contributor says:

    DNS
    162.158.60.155 উপরে 6 আছে United States
    Proxy: May Be আছে
    Anonymizer: logo ঃ Yes আছে
    Blacklist: No আছে
    Your disguise: 100.00 % আছে
    এখন কি আমি ১০০ % নিরাপদ না কি কোন সম্যসা আছে।

Leave a Reply

Switch To Desktop Version